ETV Bharat / state

মেদিনীপুরে BJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার, আক্রান্ত শতাধিক - Bharati ghosh

রণক্ষেত্র মেদিনীপুর ৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, বোমা ছোড়ার অভিযোগ ওঠে BJP কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশ লাঠিচার্জ করে ৷ যার জেরে জখম প্রায় শতাধিক BJP কর্মী-সমর্থক ৷

BJP-র অভিযান
author img

By

Published : Aug 5, 2019, 3:42 PM IST

মেদিনীপুর, 5 অগাস্ট : BJP-র অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর৷ পুলিশ ও BJP কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BJP কর্মী-সমর্থকদের উপর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশ লাঠিচার্জ করে ৷ যার জেরে শতাধিক BJP কর্মী-সমর্থক জখম হয় ৷

শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশে বেছে বেছে BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ৷ মারধর করা হচ্ছে ৷ এই অভিযোগে আজ SP অফিস অভিযানের ডাক দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা BJP নেতৃত্ব ৷ অভিযানে অংশগ্রহণ করেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ ছিলেন BJP নেতা সায়ন্তন বসুও ৷ শহরের LIC মোড়ে একটি সভার আয়োজন করা হয় ৷ সভা শেষে SP অফিসের দিকে দলে দলে এগিয়ে যেতে থাকেন BJP কর্মী-সমর্থকরা ৷ কিন্তু অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় BJP কর্মী-সমর্থকদের ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে BJP কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, তারা ইট, লাঠি ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে ৷ চলে বোমাবাজিও ৷ ব্যারিকেড ভেঙে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনায় প্রায় শতাধিক BJP কর্মী-সমর্থক জখম ৷

ভিডিয়োয় শুনুন

ভারতী ঘোষ বলেন, "শান্তিপূর্ণভাবে অভিযান চলছিল ৷ কিন্তু অভিযান শুরুর মুহূর্তেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ বিনা কারণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে ৷ গণতান্ত্রিক আন্দোলনে এভাবে কি কাঁদানে গ্যাসের শেল ফাটানো উচিত ? কর্মী-সমর্থকদের পুলিশ মারধর করেছে ৷ বহুদিন ধরে আমরা অন্যায় অত্যাচার সহ্য করেছি ৷ সিস্টেম বসে বসে দেখছে ওরা ৷ কিন্তু এসব আমরা বরদাস্ত করব না ৷ বাংলা এটা বরদাস্ত করবে না ৷ "

মেদিনীপুর, 5 অগাস্ট : BJP-র অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর৷ পুলিশ ও BJP কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BJP কর্মী-সমর্থকদের উপর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশ লাঠিচার্জ করে ৷ যার জেরে শতাধিক BJP কর্মী-সমর্থক জখম হয় ৷

শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশে বেছে বেছে BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ৷ মারধর করা হচ্ছে ৷ এই অভিযোগে আজ SP অফিস অভিযানের ডাক দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা BJP নেতৃত্ব ৷ অভিযানে অংশগ্রহণ করেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ ছিলেন BJP নেতা সায়ন্তন বসুও ৷ শহরের LIC মোড়ে একটি সভার আয়োজন করা হয় ৷ সভা শেষে SP অফিসের দিকে দলে দলে এগিয়ে যেতে থাকেন BJP কর্মী-সমর্থকরা ৷ কিন্তু অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় BJP কর্মী-সমর্থকদের ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে BJP কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, তারা ইট, লাঠি ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে ৷ চলে বোমাবাজিও ৷ ব্যারিকেড ভেঙে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনায় প্রায় শতাধিক BJP কর্মী-সমর্থক জখম ৷

ভিডিয়োয় শুনুন

ভারতী ঘোষ বলেন, "শান্তিপূর্ণভাবে অভিযান চলছিল ৷ কিন্তু অভিযান শুরুর মুহূর্তেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ বিনা কারণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে ৷ গণতান্ত্রিক আন্দোলনে এভাবে কি কাঁদানে গ্যাসের শেল ফাটানো উচিত ? কর্মী-সমর্থকদের পুলিশ মারধর করেছে ৷ বহুদিন ধরে আমরা অন্যায় অত্যাচার সহ্য করেছি ৷ সিস্টেম বসে বসে দেখছে ওরা ৷ কিন্তু এসব আমরা বরদাস্ত করব না ৷ বাংলা এটা বরদাস্ত করবে না ৷ "

Intro:বিজেপি পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার চেহারা পশ্চিম মেদিনীপুর জেলা ,সভা শেষে অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ইট, পরবর্তী পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক বিজেপি কর্মী সমর্থক l

Body:বিজেপি পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার চেহারা পশ্চিম মেদিনীপুর জেলা ,সভা শেষে অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ইট, পরবর্তী পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক বিজেপি কর্মী সমর্থক l

বলা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলায় সপ্তাহের প্রথম দিনে ছিল পুলিশী অভিযান l তৃণমূলের আমলে দল দাসে পরিণত হয়েছে জেলা ও রাজ্য পুলিশ l বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের ফলস কেস দেওয়া হচ্ছে ,করা হচ্ছে মারধর l প্রতিবাদে পুলিশি অভিযানের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব l অভিযানে অংশ নিতে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ বিজেপি নেতা সায়ন্তন বসু সহ বিজেপি জেলা নেতৃত্ব কিন্তু অভিযান শুরু হওয়ার পর মুহূর্তেই এলাকায় ধুন্ধুমার এলাকায় l অভিযান শুরু তে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে উপড়ে ফেলে ব্যারিকেড এ দেওয়া বড় বড় বাঁশ ও কাঠের বলি , সেই সময় বোম ফাটানো হয় বলেও জানা যায় l এরপর ক্রমশ ব্যারিকেড ভেঙে দিলে পুলিশ পাল্টা লাঠি চার্জ শুরু করে l ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল প্রথম থেকেই ,ছিল স্পেশাল ফোর্স রেফ বাহিনী তাই পাল্টা অভিযানে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় বিজেপি কর্মী সমর্থকদের l ধরে ধরে মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের l ভাঙচুর করা হয় একাধিক দোকান ঘর l এই লাঠিচার্জের ঘটনায় স্থানীয় দোকান ভাঙচুরের পাশাপাশি ভাঙচুর করা হয় বাইক ও বিভিন্ন আসবাবপত্র ,মারধর করা হয়েছে একপ্রস্থ বিজেপি নেতৃত্বকে l

এই বিষয়ে ভারতী ঘোষ বলেন আমরা আগেই বলেছি পুলিশ দল দাসে পরিণত হয়েছে l আমরা বারবার জানিয়ে কোনো লাভ হয়নি তাই আমরা আজকে পুলিশি অফিস শান্তিপূর্ণভাবে অভিযান করছিলাম কিন্তু অভিযান শুরুর মুহূর্তেই পুলিশ ব্যাপক পরিমাণে মোতায়েন হয়ে লাঠিচার্জ করে আমাদের শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের মারলো বিনা কারণে lConclusion:বিজেপি পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার চেহারা পশ্চিম মেদিনীপুর জেলা ,সভা শেষে অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ইট, পরবর্তী পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক বিজেপি কর্মী সমর্থক l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.