ETV Bharat / state

চন্দ্রকোনা থেকে শুভেন্দুর কটাক্ষ 'ট্যাগ লাইন চোর মমতা', কুণালকে বললেন 'নর্দমার কীট'

Suvendu Adhikari slams Mamata Banerjee: রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক খাতে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 8:15 AM IST

চন্দ্রকোনায় বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চন্দ্রকোনা, 10 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পদযাত্রা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷ এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "চোর এখন ট্যাগলাইন ৷ মমতা চোর, মমতা চোর, মমতা চোর ৷"

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীনগর চৌমাথার মাঠে বিজেপির তফশিলি মোর্চার উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ের স্বার্থে জনসভার আয়োজন করা হয় ৷ আরামবাগ সাংগঠনিক জেলার আয়োজনে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ জনসভার আগে শ্রীনগর রথতলা থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রায় 1 কিমি পদযাত্রা করে চৌমাথার মাঠে সভাস্থলে হাজির হন তিনি ৷ সভামঞ্চ থেকে তৃণমূল ও শাসকদল পরিচালিত সরকারের বিরুদ্ধে একের পর ইস্যুকে সামনে রেখে তীব্র আক্রমণ শানান ৷ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু ৷

এরই মধ্যে শনিবার এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরনার এক হাজার দিন পূর্ণ হয় ৷ বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা মাথা ন্যাড়া করেন ৷ এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীরা ধরনাস্থলে পৌঁছন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি প্রতিবাদীদের আশ্বস্ত করেন, সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হবে ৷

কুণালের এই ভূমিকা প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেবেন না বলে জানান ৷ বিজেপি নেতা কুণাল ঘোষকে নিয়ে বলেন, "আমি নর্দমার কীট, সাড়ে তিন বছরের জেল খাটা আসামিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেব না ৷" এই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "এ রাজ্য থেকে সবচেয়ে বেশি একশো দিনের টাকা চুরি হয়েছে । সবকিছুতেই চুরি করেছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বলব, চোর মমতা ৷ ট্যাগ লাইন চোর মমতা ৷"

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের প্রাপ্য টাকা আদায়ে 17 ডিসেম্বর তিনি রাজধানী যাবেন ৷ একশো দিনের টাকা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি ৷

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর অ্যাপয়ন্টমেন্ট চাইলে প্রধানমন্ত্রী তা দেন ৷ তিনি বছরে এরকম দু'বার করে দেখা করেন এবং ভাঙা রেকর্ড বাজান ৷" এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে টেনে শুভেন্দু বলেন, "ভাইপো তো 1 নভেম্বর থেকে বসবে বলেছিল ৷ কোথায় ?"

বিরোধী 'ইন্ডিয়া' জোটকেও আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, তাতে কার কী ? মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, কারণ ইন্ডির (ইন্ডিয়া জোট) পিণ্ডি চটকে গিয়েছে ৷ আমি বলব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডির নেতাদের নিয়ে গয়ায় গিয়ে একবার পিণ্ডদান করে আসুন ৷" লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ৷ তার আগে সাংগঠনিক দিক দিয়ে কর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন:

  1. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  2. প্রাপ্যর দাবিতে মোদির কাছে সময় চেয়ে আবেদন, 17 ডিসেম্বর দিল্লিতে মমতা
  3. 'বিয়েবাড়িতে ব্যস্ত রানিমা'- মমতাকে কটাক্ষ করে রাজ্যের আলু চাষিদের পাশে শুভেন্দু, দাবি ক্ষতিপূরণের

চন্দ্রকোনায় বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চন্দ্রকোনা, 10 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পদযাত্রা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷ এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "চোর এখন ট্যাগলাইন ৷ মমতা চোর, মমতা চোর, মমতা চোর ৷"

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীনগর চৌমাথার মাঠে বিজেপির তফশিলি মোর্চার উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ের স্বার্থে জনসভার আয়োজন করা হয় ৷ আরামবাগ সাংগঠনিক জেলার আয়োজনে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ জনসভার আগে শ্রীনগর রথতলা থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রায় 1 কিমি পদযাত্রা করে চৌমাথার মাঠে সভাস্থলে হাজির হন তিনি ৷ সভামঞ্চ থেকে তৃণমূল ও শাসকদল পরিচালিত সরকারের বিরুদ্ধে একের পর ইস্যুকে সামনে রেখে তীব্র আক্রমণ শানান ৷ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু ৷

এরই মধ্যে শনিবার এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরনার এক হাজার দিন পূর্ণ হয় ৷ বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা মাথা ন্যাড়া করেন ৷ এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীরা ধরনাস্থলে পৌঁছন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি প্রতিবাদীদের আশ্বস্ত করেন, সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হবে ৷

কুণালের এই ভূমিকা প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেবেন না বলে জানান ৷ বিজেপি নেতা কুণাল ঘোষকে নিয়ে বলেন, "আমি নর্দমার কীট, সাড়ে তিন বছরের জেল খাটা আসামিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেব না ৷" এই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "এ রাজ্য থেকে সবচেয়ে বেশি একশো দিনের টাকা চুরি হয়েছে । সবকিছুতেই চুরি করেছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বলব, চোর মমতা ৷ ট্যাগ লাইন চোর মমতা ৷"

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের প্রাপ্য টাকা আদায়ে 17 ডিসেম্বর তিনি রাজধানী যাবেন ৷ একশো দিনের টাকা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি ৷

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর অ্যাপয়ন্টমেন্ট চাইলে প্রধানমন্ত্রী তা দেন ৷ তিনি বছরে এরকম দু'বার করে দেখা করেন এবং ভাঙা রেকর্ড বাজান ৷" এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে টেনে শুভেন্দু বলেন, "ভাইপো তো 1 নভেম্বর থেকে বসবে বলেছিল ৷ কোথায় ?"

বিরোধী 'ইন্ডিয়া' জোটকেও আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, তাতে কার কী ? মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, কারণ ইন্ডির (ইন্ডিয়া জোট) পিণ্ডি চটকে গিয়েছে ৷ আমি বলব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডির নেতাদের নিয়ে গয়ায় গিয়ে একবার পিণ্ডদান করে আসুন ৷" লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ৷ তার আগে সাংগঠনিক দিক দিয়ে কর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন:

  1. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  2. প্রাপ্যর দাবিতে মোদির কাছে সময় চেয়ে আবেদন, 17 ডিসেম্বর দিল্লিতে মমতা
  3. 'বিয়েবাড়িতে ব্যস্ত রানিমা'- মমতাকে কটাক্ষ করে রাজ্যের আলু চাষিদের পাশে শুভেন্দু, দাবি ক্ষতিপূরণের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.