ETV Bharat / state

Dilip Slams Mamata: সংখ্যালঘুরা মমতাকে চিনে ফেলেছে, কটাক্ষ দিলীপের - তৃণমূল কংগ্রেস

নওশাদ সিদ্দিকী থেকে সাগরদিঘির উপ নির্বাচন (Sagardighi Bye Election)-সহ অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে মুখ খুললেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

Dilip Slams Mamata
Dilip Slams Mamata
author img

By

Published : Mar 8, 2023, 4:41 PM IST

সংখ্যালঘুরা মমতাকে চিনে ফেলেছে, কটাক্ষ দিলীপের

মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), 8 মার্চ: সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চিনে ফেলেছেন ৷ তাই তাঁরা এখন মুখ্যমন্ত্রীর থেকে দূরে থাকতে চাইছেন ৷ বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ একই সঙ্গে তিনি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (ISF MLA Nawshad Siddiqui) গ্রেফতারি প্রসঙ্গেও সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ নওশাদকে তিনি ‘নির্দোষ’ বলেও উল্লেখ করেছেন ৷ অন্যদিকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা নিয়ে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, একে একে সব নেতা মন্ত্রীরা ধরা পড়বেন ৷ শুধু সময়ের অপেক্ষা ।

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এদিন মেদিনীপুরে বসন্ত উৎসবে যোগ দিতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিন মেদিনীপুরের কর্নেলগোলা ধর্মা এলাকায় হরিমন্দিরে হোলি উৎসবে যোগ দেন তিনি । সেখানে আবীরে রঙিন হয়ে মিষ্টিমুখ করেন । তার পর খড়গপুরে চলে যান ৷ সেখানেও তিনি হোলি উৎসবে যোগদান করেন । সেখানে তিনি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ মিষ্টিমুখ করেন ৷

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এর পর তিনি একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও পরে আদালতের নির্দেশে মুক্তি এবং সাগরদিঘির উপ নির্বাচনে তৃণমূলের হার নিয়ে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘একজন নির্দোষ মানুষকে 40 দিন জেলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্য়ায় ভেবেছিলেন ওরা কেনা গোলাম । তবে আসতে আসতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রূপ চিনে ফেলেছে এই সম্প্রদায়ের মানুষজন । তাই তাদের মধ্যে হালচাল শুরু হয়ে গিয়েছে ।’’

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘ওখানকার মানুষেরা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কীভাবে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছিলেন । তাই ওই সম্প্রদায়ের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে দূরে থাকতে চাইছেন ।’’ এরপর অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই তো সবে শুরু হয়েছে । একে একে সব নেতা-মন্ত্রীরা ধরা পড়বে ৷ শুধু সময়ের অপেক্ষা । এরপর আপনারাও চুপ হয়ে যাবেন ৷ আর কাল থেকে কেউ অনুব্রতর নামও নেবে না ৷’’

আরও পড়ুন: 'মমতার সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে', অনুব্রত নিয়ে কটাক্ষ অমিতের

সংখ্যালঘুরা মমতাকে চিনে ফেলেছে, কটাক্ষ দিলীপের

মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), 8 মার্চ: সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চিনে ফেলেছেন ৷ তাই তাঁরা এখন মুখ্যমন্ত্রীর থেকে দূরে থাকতে চাইছেন ৷ বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ একই সঙ্গে তিনি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (ISF MLA Nawshad Siddiqui) গ্রেফতারি প্রসঙ্গেও সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ নওশাদকে তিনি ‘নির্দোষ’ বলেও উল্লেখ করেছেন ৷ অন্যদিকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা নিয়ে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, একে একে সব নেতা মন্ত্রীরা ধরা পড়বেন ৷ শুধু সময়ের অপেক্ষা ।

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এদিন মেদিনীপুরে বসন্ত উৎসবে যোগ দিতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিন মেদিনীপুরের কর্নেলগোলা ধর্মা এলাকায় হরিমন্দিরে হোলি উৎসবে যোগ দেন তিনি । সেখানে আবীরে রঙিন হয়ে মিষ্টিমুখ করেন । তার পর খড়গপুরে চলে যান ৷ সেখানেও তিনি হোলি উৎসবে যোগদান করেন । সেখানে তিনি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ মিষ্টিমুখ করেন ৷

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এর পর তিনি একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও পরে আদালতের নির্দেশে মুক্তি এবং সাগরদিঘির উপ নির্বাচনে তৃণমূলের হার নিয়ে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘একজন নির্দোষ মানুষকে 40 দিন জেলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্য়ায় ভেবেছিলেন ওরা কেনা গোলাম । তবে আসতে আসতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রূপ চিনে ফেলেছে এই সম্প্রদায়ের মানুষজন । তাই তাদের মধ্যে হালচাল শুরু হয়ে গিয়েছে ।’’

Dilip Ghosh
মেদিনীপুরে দিলীপ ঘোষ

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘ওখানকার মানুষেরা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কীভাবে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছিলেন । তাই ওই সম্প্রদায়ের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে দূরে থাকতে চাইছেন ।’’ এরপর অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই তো সবে শুরু হয়েছে । একে একে সব নেতা-মন্ত্রীরা ধরা পড়বে ৷ শুধু সময়ের অপেক্ষা । এরপর আপনারাও চুপ হয়ে যাবেন ৷ আর কাল থেকে কেউ অনুব্রতর নামও নেবে না ৷’’

আরও পড়ুন: 'মমতার সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে', অনুব্রত নিয়ে কটাক্ষ অমিতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.