মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), 8 মার্চ: সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চিনে ফেলেছেন ৷ তাই তাঁরা এখন মুখ্যমন্ত্রীর থেকে দূরে থাকতে চাইছেন ৷ বুধবার এমনই মন্তব্য করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ একই সঙ্গে তিনি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (ISF MLA Nawshad Siddiqui) গ্রেফতারি প্রসঙ্গেও সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ নওশাদকে তিনি ‘নির্দোষ’ বলেও উল্লেখ করেছেন ৷ অন্যদিকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা নিয়ে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, একে একে সব নেতা মন্ত্রীরা ধরা পড়বেন ৷ শুধু সময়ের অপেক্ষা ।
এদিন মেদিনীপুরে বসন্ত উৎসবে যোগ দিতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এদিন মেদিনীপুরের কর্নেলগোলা ধর্মা এলাকায় হরিমন্দিরে হোলি উৎসবে যোগ দেন তিনি । সেখানে আবীরে রঙিন হয়ে মিষ্টিমুখ করেন । তার পর খড়গপুরে চলে যান ৷ সেখানেও তিনি হোলি উৎসবে যোগদান করেন । সেখানে তিনি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ মিষ্টিমুখ করেন ৷
এর পর তিনি একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও পরে আদালতের নির্দেশে মুক্তি এবং সাগরদিঘির উপ নির্বাচনে তৃণমূলের হার নিয়ে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘একজন নির্দোষ মানুষকে 40 দিন জেলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্য়ায় ভেবেছিলেন ওরা কেনা গোলাম । তবে আসতে আসতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রূপ চিনে ফেলেছে এই সম্প্রদায়ের মানুষজন । তাই তাদের মধ্যে হালচাল শুরু হয়ে গিয়েছে ।’’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘ওখানকার মানুষেরা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কীভাবে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছিলেন । তাই ওই সম্প্রদায়ের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে দূরে থাকতে চাইছেন ।’’ এরপর অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই তো সবে শুরু হয়েছে । একে একে সব নেতা-মন্ত্রীরা ধরা পড়বে ৷ শুধু সময়ের অপেক্ষা । এরপর আপনারাও চুপ হয়ে যাবেন ৷ আর কাল থেকে কেউ অনুব্রতর নামও নেবে না ৷’’
আরও পড়ুন: 'মমতার সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে', অনুব্রত নিয়ে কটাক্ষ অমিতের