ETV Bharat / state

নবান্নের মাথায় যিনি বসে আছেন তাঁর ঘরের সবাই চোর : ভারতী - BJP workers

কেশপুরের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি ভারতী ঘোষের । পাশাপাশি মমতাকে কটাক্ষও করেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 16, 2019, 8:29 PM IST

Updated : Jul 17, 2019, 12:25 AM IST

কেশপুর, 16 জুলাই : "আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে যেখানে পাঠানো হচ্ছে, ক্ষমতায় আসার পর সব IPS ও কনস্টেবলদের সেখানেই পাঠাব ।" আজ কেশপুরের সভা থেকে একথা বলেন BJP নেত্রী ভারতী ঘোষ । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি । বলেন, "নবান্নের মাথায় যিনি বসে আছেন তাঁর ঘরের সবাই চোর ।"

আজ কেশপুরে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিল করে জেলা BJP । তাতে যোগ দেন ভারতী ঘোষ ও সায়ন্তন বসু । এই মিছিলে পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয় । মিছিলের পর মঞ্চ থেকে পুলিশদের হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, "ক্ষমতায় আসার পর সমস্ত IPS ও কনস্টেবলকে সেখানেই পাঠাব, যেখানে আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে পাঠানো হচ্ছে । মনে রাখবেন আমরা প্রত্যেকটা জিনিস নজরে রাখছি । প্রতিটা অফিসার যারা ফলস কেস দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মাঝরাতে দরজায় টোকা দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মা-বোনেদের ইজ্জত লোটার চেষ্টা করছে সবার উপর নজর রেখেছি । আমরা অলিতে-গলিতে চৌকিদার রেখেছি । তারা সবকিছু নজরে রাখছে । হয় তারা কলকাতা নয় তো ভুবনেশ্বরে হাওয়া খাবে ।"

ভিডিয়োয় ভারতী ঘোষের বক্তব্য

মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "নবান্নের মাথায় যে মহিলা বসে আছেন তিনি মুখোশ পড়ার চেষ্টা করছেন । আর নিজেকে স্বচ্ছ বলছেন । ওর ঘরের সবাই চোর । কিন্তু উনি স্বচ্ছ । কালীঘাটে 35 টা প্লটের উপর রুম কিনেছেন । কয়লা থেকে টাকা আসছে । বালি থেকে টাকা আসছে । 100 কোটি টাকার ব্রিগেড মিটিং হল । 400 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হল । এইগুলো সবই কাটমানির টাকা । এই চোরেদের সরকারকে আমাদের তুলে ফেলতে হবে ।"

কেশপুর, 16 জুলাই : "আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে যেখানে পাঠানো হচ্ছে, ক্ষমতায় আসার পর সব IPS ও কনস্টেবলদের সেখানেই পাঠাব ।" আজ কেশপুরের সভা থেকে একথা বলেন BJP নেত্রী ভারতী ঘোষ । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি । বলেন, "নবান্নের মাথায় যিনি বসে আছেন তাঁর ঘরের সবাই চোর ।"

আজ কেশপুরে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিল করে জেলা BJP । তাতে যোগ দেন ভারতী ঘোষ ও সায়ন্তন বসু । এই মিছিলে পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয় । মিছিলের পর মঞ্চ থেকে পুলিশদের হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, "ক্ষমতায় আসার পর সমস্ত IPS ও কনস্টেবলকে সেখানেই পাঠাব, যেখানে আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে পাঠানো হচ্ছে । মনে রাখবেন আমরা প্রত্যেকটা জিনিস নজরে রাখছি । প্রতিটা অফিসার যারা ফলস কেস দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মাঝরাতে দরজায় টোকা দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মা-বোনেদের ইজ্জত লোটার চেষ্টা করছে সবার উপর নজর রেখেছি । আমরা অলিতে-গলিতে চৌকিদার রেখেছি । তারা সবকিছু নজরে রাখছে । হয় তারা কলকাতা নয় তো ভুবনেশ্বরে হাওয়া খাবে ।"

ভিডিয়োয় ভারতী ঘোষের বক্তব্য

মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "নবান্নের মাথায় যে মহিলা বসে আছেন তিনি মুখোশ পড়ার চেষ্টা করছেন । আর নিজেকে স্বচ্ছ বলছেন । ওর ঘরের সবাই চোর । কিন্তু উনি স্বচ্ছ । কালীঘাটে 35 টা প্লটের উপর রুম কিনেছেন । কয়লা থেকে টাকা আসছে । বালি থেকে টাকা আসছে । 100 কোটি টাকার ব্রিগেড মিটিং হল । 400 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হল । এইগুলো সবই কাটমানির টাকা । এই চোরেদের সরকারকে আমাদের তুলে ফেলতে হবে ।"

Intro:কেশপুরে ভারতী ঘোষের মিছিল Body:যে পুলিশ অফিসাররা ফলস কেস দিচ্ছে ,রাতে বাড়িতে টোকা দিচ্ছে তাদের অবশেষে জায়গা হবে হয় কোলকাতা ,নয় ভুবনেশ্বরে , আমরা সবার নাম লিখে রেখেছি আমাদের চৌকিদার দিয়ে বক্তা ভারতী ঘোষ পাশাপাশি তিনি বলেন বালিচোর , কয়লা চোর এবং যাবতীয় কাটমনির মূল পান্ডা হলো সাদা শাড়ী পরা তৃণমূল নেত্রী ,যে কাট মনির 400 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোর কে এনেছে l

কেশপুর তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিলে শামিল হল বিজেপি, মূলত তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এই মিছিল বিজেপি ভারতী ঘোষের ও সায়ন্তন বসুর নেতৃত্বে l বলা যায় যে লোকসভা ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের পর ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁত কামড়ে পড়ে রয়েছেন এক সময়ের দাপুটে আই পি এস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ l গত লোকসভা ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে বিজেপির ভোট ছিল 52 হাজার l আর তার উপর ভর করে উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি l ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম বিধানসভা হলো কেশপুর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন কেশপুর বিধানসভা ভোটের ফলাফল যেদিকে পাল্লা ভারী হবে সেই দিকে রাজনৈতিক দলের সুবিধা হবে l সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার কেশপুর কে নিজেদের দখলে আনতে তৎপর বিজেপি l তাই একের পর এক শাসক দলের হাতে মার খাওয়ার পরও কেশপুরের মিছিল মিটিং এর আয়োজন করছে গেরুয়া শিবির , যার নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ l তৃণমূলের সন্ত্রাসের পরিপেক্ষিতে এই দিনের মিছিলে পা মেলালেন কয়েক হাজার কর্মী-সমর্থক , নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও বিজেপি নেতা সায়ন্তন বসু l কেশপুরের বিস্তীর্ণ অংশে মিছিল করে বাসস্ট্যান্ডে গিয়ে একটি সভার আয়োজন করা হয় l সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল এবং তৃণমূলের পদ লেহনকারী পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতৃত্ব l তাদের বক্তব্যের বেশিরভাগই ছিল পুলিশের বিরুদ্ধে l বক্তব্য রাখতে গিয়ে ভারতী ঘোষ বলেন যে সমস্ত পুলিশ অফিসাররা রাতে গিয়ে বিজেপির বাড়িতে টোকা মারছে, বিনা কারণে ফলস কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে, তাদের অবশেষে জায়গা হবে কলকাতা নতুবা ভুবনেশ্বরে l কাঠ মানির মূল পান্ডা হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l যার নামে 35 টি প্লট রয়েছে অথচ নিজেকে সৎ বলেন l তাছাড়া বালিচোর ,কয়লা চোর এর যাবতীয় কাটমানির টাকায় তিনি তৃণমূলের হয়ে নিযুক্ত করেছেন প্রশান্ত কিশোরকে ,প্রায় 400 কোটি টাকা দিয়ে l সব কিছুরই তদন্ত হবে নরেন্দ্র মোদীর হাত দিয়ে lConclusion:মিছিল শেষে সভা করেন
Last Updated : Jul 17, 2019, 12:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.