ঘাটাল, 18 এপ্রিল : কোরোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ এক ভিডিয়ো বার্তায় তিনি অভিযোগ করেন, কোরোনার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারতী বলেন, ‘‘মানুষ আপনাকে যে জায়গায় বসিয়েছে, তাকে সম্মান করুন ৷ কোরোনা ক্রাইসিসকে কোরোনা কেলেঙ্কারিতে পরিণত করবেন না ৷’’
COVID-19 এর মোকাবিলায় মুখ্যমন্ত্রী ও শাসকদলের অন্য নেতারা রাজনীতি করছেন বলে আগেই অভিযোগ করেছে বিরোধীরা ৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ এক ভিডিয়ো বার্তায় ভারতী অভিযোগ করেন, ‘‘এই খারাপ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন ৷ তিনি সবেতেই রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন ৷’’ ভারতীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, তাই রাজ্যের কোরোনা পরিস্থিতির আসল চিত্র তুলে ধরা হচ্ছে না ৷ চিকিৎসকদের বদলে বিশেষজ্ঞ কমিটি ঠিক করছে রাজ্যে কতজন কোরনা আক্রান্ত ৷ কিন্তু কোরোনা আক্রান্তের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে তা লেখা হচ্ছে না বলে তাঁর অভিযোগ ৷ এই পুরো বিষয়টিকে ভারতী রাজনৈতিক চক্রান্ত বলেও কটাক্ষ করেন ৷
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে কোরোনা আক্রান্ত চিহ্নিতকরণে মেডিকেল কিট আনা হয়েছে ৷ ভারতীর অভিযোগ, সেইসব কিটের ব্যবহার সঠিকভাবে হচ্ছে না ৷ কোনও মেডিকেল বুলেটিন প্রকাশ হচ্ছে না ৷ অথচ অপ্রয়োজনীয় দোকান খুলে দিয়ে লকডাউন উপেক্ষা করা হচ্ছে ৷ ফ্রি জ়োনগুলি ধীরে ধীরে হটস্পটে পরিণত হচ্ছে ৷ এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি ৷
গতকাল নবান্ন থেকে সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে জেলাশাসক থেকে পুলিশ প্রত্যেককে লকডাউন পালনে কঠোর হওয়ার নির্দেশ দেন ৷ প্রয়োজনে সশস্ত্র বাহিনী নামানোরও বার্তা দেন তিনি ৷ লকডাউন নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘প্রশাসনকে কাজ করতে দিতে হবে ৷ যারা দুর্দিনে সমালোচনা করে তাদের প্রয়োজন নেই ৷’’