ETV Bharat / state

দাঁতনে BJP-র জেলা সভাপতির মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল - দাঁতনে BJP-র জেলা সভাপতির মাথায় ধারালোঅস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

প্রশিক্ষণ বর্গ শিবিরে পৌঁছে গাড়ি থেকে নামার সময় BJP-র জেলা সভাপতিকে ভোজালি কোপ ৷ আহত অবস্থায় তাকে প্রথমে দাঁতনের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অভিযুক্ত তৃণমূল
অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Oct 9, 2020, 10:23 PM IST

দাঁতন 9 অক্টোবর : দাঁতনে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে গিয়ে আক্রান্ত BJP-র জেলা সভাপতি। মাথায় ভোজালির কোপ মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের 1 নম্বর ব্লকে চলছে প্রশিক্ষণ বর্গ শিবির।সেই বর্গ শিবিরে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন BJP-র জেলা সভাপতি সমিত দাস।

BJP-র অভিযোগ, প্রশিক্ষণ বর্গ শিবিরে পৌঁছে গাড়ি থেকে নামার সময় এক ব্যক্তি ভোজালি নিয়ে আক্রমণ চালায়।সমিত দাসের মাথায় ভোজালির আঘাত লাগে ৷ আহত অবস্থায় সমিতবাবুকে প্রথমে দাঁতনের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। সেখান থেকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।BJP-র অভিযোগ, তৃণমূল BJP-র প্রশিক্ষণ শিবির বন্ধ করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে । যদিও বিষয়টি BJP-র গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করেছেন দাঁতনের তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

দাঁতন 9 অক্টোবর : দাঁতনে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে গিয়ে আক্রান্ত BJP-র জেলা সভাপতি। মাথায় ভোজালির কোপ মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের 1 নম্বর ব্লকে চলছে প্রশিক্ষণ বর্গ শিবির।সেই বর্গ শিবিরে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন BJP-র জেলা সভাপতি সমিত দাস।

BJP-র অভিযোগ, প্রশিক্ষণ বর্গ শিবিরে পৌঁছে গাড়ি থেকে নামার সময় এক ব্যক্তি ভোজালি নিয়ে আক্রমণ চালায়।সমিত দাসের মাথায় ভোজালির আঘাত লাগে ৷ আহত অবস্থায় সমিতবাবুকে প্রথমে দাঁতনের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। সেখান থেকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।BJP-র অভিযোগ, তৃণমূল BJP-র প্রশিক্ষণ শিবির বন্ধ করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে । যদিও বিষয়টি BJP-র গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করেছেন দাঁতনের তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.