ETV Bharat / state

দলীয় কর্মী খুনের প্রতিবাদে ঝাড়গ্রাম থানা ঘেরাও BJP-র - ঝাড়গ্রামে থানা ঘেরাও অভিযান

আজ ঝাড়গ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা ৷ ঝাড়গ্রাম থানা সহ জেলার একাধিক থানার সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন ৷

bjp-agitation-in-jhargram
bjp-agitation-in-jhargram
author img

By

Published : Nov 2, 2020, 3:36 PM IST

ঝাড়গ্রাম, 2 নভেম্বর : দলীয় কর্মী খুনের প্রতিবাদে সারা রাজ্যে চলছে BJP-র থানা ঘেরাও অভিযান ৷ একই ছবি ধরা পড়ল ঝাড়গ্রামেও ৷ একাধিক অভিযোগ তুলে আজ থানা ঘেরাও করে তারা ৷

আজ ঝাড়গ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা ৷ ঝাড়গ্রাম থানা সহ জেলার একাধিক থানার সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন ৷ জেলার বিভিন্ন প্রান্তের BJP কার্যালয় থেকে কর্মী-সমর্থকরা মিছিল করে এসে থানা ঘেরাও করেন ৷ পরে থানায় দলীয় কর্মী খুন, তার তদন্তে পুলিশি গাফিলতি এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক অভিযোগে ডেপুটেশন জমা দেন ৷

ঝাড়গ্রামে থানা ঘেরাও অভিযান BJP-র ৷ দেখুন ভিডিয়ো...

BJP-র ঝাড়গ্রাম জেলা সম্পাদক সঞ্জিত মাহাত, মহিলা মোর্চা সভানেত্রী রিমঝিম সিং, যুব মোর্চার সভাপতি চাঁদনেশ্বর মুখোপাধ্যায় ও ঝাড়গ্রাম শহর সভাপতি নন্দন ঠাকুরের নেতৃত্বে থানা ঘেরাও অভিযান করেন কর্মী-সমর্থকরা ৷ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে, "তৃণমূলের গুন্ডাবাহিনী নৃশংসভাবে আমাদের কর্মীকে খুন করেছে ৷ ভারতীয় জনতা পার্টিকে খুন সন্ত্রাস এবং মিথ্যা মামলা দায়ের করে দমন করা যাবে না ৷ জেলা সভাপতির নেতৃত্বে যে আন্দোলন করছে সেই আন্দোলন আগামী দিনে বড় আকার ধারণ করবে ৷"

ঝাড়গ্রাম, 2 নভেম্বর : দলীয় কর্মী খুনের প্রতিবাদে সারা রাজ্যে চলছে BJP-র থানা ঘেরাও অভিযান ৷ একই ছবি ধরা পড়ল ঝাড়গ্রামেও ৷ একাধিক অভিযোগ তুলে আজ থানা ঘেরাও করে তারা ৷

আজ ঝাড়গ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা ৷ ঝাড়গ্রাম থানা সহ জেলার একাধিক থানার সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন ৷ জেলার বিভিন্ন প্রান্তের BJP কার্যালয় থেকে কর্মী-সমর্থকরা মিছিল করে এসে থানা ঘেরাও করেন ৷ পরে থানায় দলীয় কর্মী খুন, তার তদন্তে পুলিশি গাফিলতি এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক অভিযোগে ডেপুটেশন জমা দেন ৷

ঝাড়গ্রামে থানা ঘেরাও অভিযান BJP-র ৷ দেখুন ভিডিয়ো...

BJP-র ঝাড়গ্রাম জেলা সম্পাদক সঞ্জিত মাহাত, মহিলা মোর্চা সভানেত্রী রিমঝিম সিং, যুব মোর্চার সভাপতি চাঁদনেশ্বর মুখোপাধ্যায় ও ঝাড়গ্রাম শহর সভাপতি নন্দন ঠাকুরের নেতৃত্বে থানা ঘেরাও অভিযান করেন কর্মী-সমর্থকরা ৷ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে, "তৃণমূলের গুন্ডাবাহিনী নৃশংসভাবে আমাদের কর্মীকে খুন করেছে ৷ ভারতীয় জনতা পার্টিকে খুন সন্ত্রাস এবং মিথ্যা মামলা দায়ের করে দমন করা যাবে না ৷ জেলা সভাপতির নেতৃত্বে যে আন্দোলন করছে সেই আন্দোলন আগামী দিনে বড় আকার ধারণ করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.