ETV Bharat / state

সিধু-কানুর মূর্তি বসানোর দাবিতে ক্ষীরপাই পৌরসভা ঘেরাও - চন্দ্রকোনা ১ ব্লক

ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে সাঁওতাল বিদ্রোহের দুই কিংবদন্তি নেতা সিধু ও কানুর মূর্তি বসানোর কথা দিয়েছিল পৌরপ্রশাসন ৷ বহু বার আশ্বাস দিলেও শেষমেশ তা পূরণ করা হয়নি ৷ তাই শুক্রবার পৌরসভা ঘেরাও করে "ভারত জাকাত মাঝি পারগানা মহল" ৷ "হুল দিবস"-এর আগে এই প্রতিশ্রুতি না রাখলে অনির্দিষ্টকালের জন্য পথে নামবে তারা ৷

অবস্থান বিক্ষোভে ভারত জাকাত মাঝি পারগনা মহল
অবস্থান বিক্ষোভে ভারত জাকাত মাঝি পারগনা মহল
author img

By

Published : Jun 19, 2021, 10:01 AM IST

ক্ষীরপাই (পশ্চিম মেদিনীপুর) 19 জুন : "এই আন্দোলন চলছে, চলবে" স্লোগানে উত্তপ্ত ক্ষীরপাই পৌরসভা চত্বর ৷ দীর্ঘদিন ধরে সাঁওতাল বিদ্রোহের দুই কিংবদন্তি নেতা সিধু ও কানুর মূর্তি বসানোর আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি । তাই শুক্রবার পৌরসভা ঘেরাও অভিযানে নামে "ভারত জাকাত মাঝি পারগানা মহল" ৷ 2017 সাল থেকে এই আন্দোলন চলছে ৷ তবে এদিনও বৈঠক শেষে কোনও নিশ্চয়তা মেলেনি ৷ তাই আগামী দিনে লাগাতার অবরোধের ডাক দিয়েছে এই পারগানা মহল ৷

এদিন সকাল 11 টা থেকে দুপুর প্রায় দুটো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করে রাখে ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটাল তল্লাট । সংগঠনের দাবি, আগামী 30 জুন "হুল দিবস", তার আগে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে সাঁওতাল বিদ্রোহের দুই নেতার মূর্তি বসানো না হলে আন্দোলন চলবে ৷ পাশাপাশি সংগঠনের তরফে অভিযোগ, ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতোই একটি নিজস্ব সংগঠন তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এতে আদিবাসী বিভাজনের রাজনীতি করছে তারা ৷ মূর্তি না বসানো, আদিবাসী সংগঠনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টার জন্য দায়ী ক্ষীরপাই পৌরসভা ৷

আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ নিয়ে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চাইল হাইকোর্ট

এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু-সহ চন্দ্রকোনা ও ঘাটাল তল্লাটের নেতৃবৃন্দ । পরে সংগঠনের নেতারা দাবিদাওয়া নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে । কিন্তু সংগঠনের দাবি ওই বৈঠকে তাদের অভিযোগ ও দাবিদাওয়া মেটানোর কোনও সদুত্তর মেলেনি, লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়নি পৌরসভা কর্তৃপক্ষের তরফে । বৈঠক বিফলে যায় বলে দাবি সংগঠনের ।

অবস্থান বিক্ষোভে ভারত জাকাত মাঝি পারগনা মহল

তাই ছুটির দু'দিন বাদে একই দাবিদাওয়া নিয়ে সোমবার থেকে ফের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করা হবে, আর এবার তা হবে অনির্দিষ্টকালের জন্য, জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বরা । সংগঠনের এক নেতার মতে, "মূর্তি তৈরি হয়ে গিয়েছে ৷ অথচ এখনও বসানো হয়নি ৷ কেন সিধু-কানুর মূর্তি বসাতে দেরি হচ্ছে, সেটাই প্রশ্ন ।" তবে এই অবরোধ লাগাতার চলতে থাকলে সমস্যায় পড়বেন স্থানীয় মানুষ ।

ক্ষীরপাই (পশ্চিম মেদিনীপুর) 19 জুন : "এই আন্দোলন চলছে, চলবে" স্লোগানে উত্তপ্ত ক্ষীরপাই পৌরসভা চত্বর ৷ দীর্ঘদিন ধরে সাঁওতাল বিদ্রোহের দুই কিংবদন্তি নেতা সিধু ও কানুর মূর্তি বসানোর আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি । তাই শুক্রবার পৌরসভা ঘেরাও অভিযানে নামে "ভারত জাকাত মাঝি পারগানা মহল" ৷ 2017 সাল থেকে এই আন্দোলন চলছে ৷ তবে এদিনও বৈঠক শেষে কোনও নিশ্চয়তা মেলেনি ৷ তাই আগামী দিনে লাগাতার অবরোধের ডাক দিয়েছে এই পারগানা মহল ৷

এদিন সকাল 11 টা থেকে দুপুর প্রায় দুটো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করে রাখে ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটাল তল্লাট । সংগঠনের দাবি, আগামী 30 জুন "হুল দিবস", তার আগে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে সাঁওতাল বিদ্রোহের দুই নেতার মূর্তি বসানো না হলে আন্দোলন চলবে ৷ পাশাপাশি সংগঠনের তরফে অভিযোগ, ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতোই একটি নিজস্ব সংগঠন তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এতে আদিবাসী বিভাজনের রাজনীতি করছে তারা ৷ মূর্তি না বসানো, আদিবাসী সংগঠনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টার জন্য দায়ী ক্ষীরপাই পৌরসভা ৷

আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ নিয়ে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চাইল হাইকোর্ট

এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু-সহ চন্দ্রকোনা ও ঘাটাল তল্লাটের নেতৃবৃন্দ । পরে সংগঠনের নেতারা দাবিদাওয়া নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে । কিন্তু সংগঠনের দাবি ওই বৈঠকে তাদের অভিযোগ ও দাবিদাওয়া মেটানোর কোনও সদুত্তর মেলেনি, লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়নি পৌরসভা কর্তৃপক্ষের তরফে । বৈঠক বিফলে যায় বলে দাবি সংগঠনের ।

অবস্থান বিক্ষোভে ভারত জাকাত মাঝি পারগনা মহল

তাই ছুটির দু'দিন বাদে একই দাবিদাওয়া নিয়ে সোমবার থেকে ফের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করা হবে, আর এবার তা হবে অনির্দিষ্টকালের জন্য, জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বরা । সংগঠনের এক নেতার মতে, "মূর্তি তৈরি হয়ে গিয়েছে ৷ অথচ এখনও বসানো হয়নি ৷ কেন সিধু-কানুর মূর্তি বসাতে দেরি হচ্ছে, সেটাই প্রশ্ন ।" তবে এই অবরোধ লাগাতার চলতে থাকলে সমস্যায় পড়বেন স্থানীয় মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.