ক্ষীরপাই (পশ্চিম মেদিনীপুর) 19 জুন : "এই আন্দোলন চলছে, চলবে" স্লোগানে উত্তপ্ত ক্ষীরপাই পৌরসভা চত্বর ৷ দীর্ঘদিন ধরে সাঁওতাল বিদ্রোহের দুই কিংবদন্তি নেতা সিধু ও কানুর মূর্তি বসানোর আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি । তাই শুক্রবার পৌরসভা ঘেরাও অভিযানে নামে "ভারত জাকাত মাঝি পারগানা মহল" ৷ 2017 সাল থেকে এই আন্দোলন চলছে ৷ তবে এদিনও বৈঠক শেষে কোনও নিশ্চয়তা মেলেনি ৷ তাই আগামী দিনে লাগাতার অবরোধের ডাক দিয়েছে এই পারগানা মহল ৷
এদিন সকাল 11 টা থেকে দুপুর প্রায় দুটো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করে রাখে ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটাল তল্লাট । সংগঠনের দাবি, আগামী 30 জুন "হুল দিবস", তার আগে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে সাঁওতাল বিদ্রোহের দুই নেতার মূর্তি বসানো না হলে আন্দোলন চলবে ৷ পাশাপাশি সংগঠনের তরফে অভিযোগ, ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতোই একটি নিজস্ব সংগঠন তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এতে আদিবাসী বিভাজনের রাজনীতি করছে তারা ৷ মূর্তি না বসানো, আদিবাসী সংগঠনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টার জন্য দায়ী ক্ষীরপাই পৌরসভা ৷
আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ নিয়ে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চাইল হাইকোর্ট
এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু-সহ চন্দ্রকোনা ও ঘাটাল তল্লাটের নেতৃবৃন্দ । পরে সংগঠনের নেতারা দাবিদাওয়া নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে । কিন্তু সংগঠনের দাবি ওই বৈঠকে তাদের অভিযোগ ও দাবিদাওয়া মেটানোর কোনও সদুত্তর মেলেনি, লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়নি পৌরসভা কর্তৃপক্ষের তরফে । বৈঠক বিফলে যায় বলে দাবি সংগঠনের ।
তাই ছুটির দু'দিন বাদে একই দাবিদাওয়া নিয়ে সোমবার থেকে ফের ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করা হবে, আর এবার তা হবে অনির্দিষ্টকালের জন্য, জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বরা । সংগঠনের এক নেতার মতে, "মূর্তি তৈরি হয়ে গিয়েছে ৷ অথচ এখনও বসানো হয়নি ৷ কেন সিধু-কানুর মূর্তি বসাতে দেরি হচ্ছে, সেটাই প্রশ্ন ।" তবে এই অবরোধ লাগাতার চলতে থাকলে সমস্যায় পড়বেন স্থানীয় মানুষ ।