ETV Bharat / state

গড়বেতায় রাস্তায় বসে তৃণমূল প্রার্থীর হুমকি, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Mar 21, 2021, 9:29 PM IST

যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যায়, রাস্তায় বসে ভাষায় হুমকি দিতে থাকেন তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা । মাঝে একবার অশালীন ভাষারও প্রয়োগ করেন ৷

উত্তরা সিং হাজরা
উত্তরা সিং হাজরা

গড়বেতা, 21 মার্চ : জঙ্গলমহলের গড়বেতায় তৃণমূল প্রার্থীর রাস্তায় বসে হুমকি বিরোধীদের । হুমকি দিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা । সেই হুমকির ভিডিয়ো ভাইরালও হয়েছে ৷ আর এই ভিডিয়ো ঘিরেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ।

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 15 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এক সময়ের লাল দুর্গ হিসেবে পরিচিত এই গড়বেতা ৷ এবার তৃণমূলের পুরনো প্রার্থী আশিস চক্রবর্ত্তীর জায়গায় জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা সেখানে প্রার্থী হয়েছেন । বিভিন্ন জায়গায় প্রচার করছেন প্রার্থী ৷ তাঁর প্রচারের জন্য সম্প্রতি আমলাশুলি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এসেছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও ৷ নিজের ফেস্টুন, ব্যানার, দেওয়াল লিখনে প্রচারও এগিয়ে রেখেছেন উত্তরা ।

কিন্তু গতকাল বিজেপির মিছিলকে কেন্দ্র করে লাগে বিবাদ ৷ যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যায়, রাস্তায় বসে ভাষায় হুমকি দিতে থাকেন তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা । মাঝে একবার অশালীন ভাষারও প্রয়োগ করেন ৷ 27 তারিখ পর্যন্ত এই রাস্তায় বসে থাকবেন বলেও হুমকি দেন ৷ যে রাস্তায় তিনি বসে এই কথাগুলি বলছিলেন, সেখান থেকে কিছু পরেই বিজেপির মিছিলের যাওয়ার কথা ছিল ৷

রাস্তায় বসেই হুমকি দিচ্ছেন উত্তরা সিং হাজরা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে সরব বিজেপি, কমিশনে অর্জুনরা

এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রার্থীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু প্রার্থী মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন । যদিও এ বিষয়ে বিরোধী বিজেপি নেতৃত্ব বলেন, এই ধরনের সংস্কৃতি রয়েছে তৃণমূলে ৷ আর গড়বেতা তার প্রকৃষ্ট উদাহরণ । এঁরা এই ভাবে বিধানসভার বিধায়ক হয়ে এই ধরনের আচরণ করবেন ।

এই বিষয়ে তৃণমূল নেতা তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, "গতকাল বিজেপি কর্মীরা রাস্তার ধারে প্রচারের সময় তাঁকে বাশের খোঁচা দেয় ৷ তার ফলে আমাদের প্রার্থী এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন । আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি ৷ "

উল্লেখ্য এই গড়বেতা বিধানসভা কেন্দ্রটি 2011 সালে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল । পরিবর্তনের পর এখান থেকে তৃণমূল প্রার্থী আশিস চক্রবর্ত্তী জেতেন ৷ দু'বার বিধায়ক হন ৷ কিন্তু তৃতীয়বারে বিভিন্ন অভিযোগ থাকায় এখানে আশিস চক্রবর্তীকে সরিয়ে প্রার্থী করা হয়েছে উত্তরা সিং হাজরাকে । উত্তরা জেলা পরিষদের সভাধিপতিও ।

গড়বেতা, 21 মার্চ : জঙ্গলমহলের গড়বেতায় তৃণমূল প্রার্থীর রাস্তায় বসে হুমকি বিরোধীদের । হুমকি দিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা । সেই হুমকির ভিডিয়ো ভাইরালও হয়েছে ৷ আর এই ভিডিয়ো ঘিরেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ।

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 15 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এক সময়ের লাল দুর্গ হিসেবে পরিচিত এই গড়বেতা ৷ এবার তৃণমূলের পুরনো প্রার্থী আশিস চক্রবর্ত্তীর জায়গায় জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা সেখানে প্রার্থী হয়েছেন । বিভিন্ন জায়গায় প্রচার করছেন প্রার্থী ৷ তাঁর প্রচারের জন্য সম্প্রতি আমলাশুলি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এসেছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও ৷ নিজের ফেস্টুন, ব্যানার, দেওয়াল লিখনে প্রচারও এগিয়ে রেখেছেন উত্তরা ।

কিন্তু গতকাল বিজেপির মিছিলকে কেন্দ্র করে লাগে বিবাদ ৷ যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যায়, রাস্তায় বসে ভাষায় হুমকি দিতে থাকেন তৃণমূল প্রার্থী উত্তরা সিং হাজরা । মাঝে একবার অশালীন ভাষারও প্রয়োগ করেন ৷ 27 তারিখ পর্যন্ত এই রাস্তায় বসে থাকবেন বলেও হুমকি দেন ৷ যে রাস্তায় তিনি বসে এই কথাগুলি বলছিলেন, সেখান থেকে কিছু পরেই বিজেপির মিছিলের যাওয়ার কথা ছিল ৷

রাস্তায় বসেই হুমকি দিচ্ছেন উত্তরা সিং হাজরা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে সরব বিজেপি, কমিশনে অর্জুনরা

এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রার্থীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু প্রার্থী মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন । যদিও এ বিষয়ে বিরোধী বিজেপি নেতৃত্ব বলেন, এই ধরনের সংস্কৃতি রয়েছে তৃণমূলে ৷ আর গড়বেতা তার প্রকৃষ্ট উদাহরণ । এঁরা এই ভাবে বিধানসভার বিধায়ক হয়ে এই ধরনের আচরণ করবেন ।

এই বিষয়ে তৃণমূল নেতা তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, "গতকাল বিজেপি কর্মীরা রাস্তার ধারে প্রচারের সময় তাঁকে বাশের খোঁচা দেয় ৷ তার ফলে আমাদের প্রার্থী এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন । আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি ৷ "

উল্লেখ্য এই গড়বেতা বিধানসভা কেন্দ্রটি 2011 সালে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল । পরিবর্তনের পর এখান থেকে তৃণমূল প্রার্থী আশিস চক্রবর্ত্তী জেতেন ৷ দু'বার বিধায়ক হন ৷ কিন্তু তৃতীয়বারে বিভিন্ন অভিযোগ থাকায় এখানে আশিস চক্রবর্তীকে সরিয়ে প্রার্থী করা হয়েছে উত্তরা সিং হাজরাকে । উত্তরা জেলা পরিষদের সভাধিপতিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.