ETV Bharat / state

দিনভর বুথে বুথে জুন মাল্য

আজ ভোটের দিন জুন মাল্য বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হন । কর্মীদের সঙ্গে কথা বলেন । বুথ জ্যামের অভিযোগ করেন তিনি ৷

বুথ ঘুরে দেখলেন জুন মাল্য
বুথ ঘুরে দেখলেন জুন মাল্য
author img

By

Published : Mar 27, 2021, 7:59 PM IST

Updated : Mar 28, 2021, 12:02 PM IST

মেদিনীপুর, 27 সে মার্চ : শনিবার ভোটের দিন জুন মাল্য ঘুরে দেখলেন মেদিনীপুর বিধানসভার বিভিন্ন বুথ ৷ বিভিন্ন কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ করেন তিনি । জুন বলেন, ‘‘বিরোধীরা নন, আমরা আক্রান্ত হয়েছি ।’’ সকাল সকাল মন্দিরে পুজো দিয়েই শুরু করেছিলেন ভোট পরিদর্শনের কাজ ৷ তারপর থেকেই চরকি কাটেন তারকা প্রার্থী ৷

তবে বুথ জ্যামের অভিযোগ করলেও মুখ্যমন্ত্রী জেলার ছটি বিধানসভার 6 গোল দিয়ে দিয়েছেন ৷ খেলা হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে খেলা ৷ ভোটের শেষ পর্বে এসে একথা বলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মাল্য । আজ প্রথম দফার নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে 6টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয় ৷ ভোটারদের লাইন ছিল দেখার মতো ।

আরও পড়ুন: ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা

একান্ত সাক্ষাৎকারে জুন বলেন, "আমি প্রচারের জন্য সময় পেয়েছি মাত্র 15 দিন । সেক্ষেত্রে যথেষ্ট প্রচার করেছি এবং মানুষ আমাকে দু‘হাত ভরে আশীর্বাদ দিয়েছেন।" এরপর তিনি বিভিন্ন জায়গায় বিরোধীদের গন্ডগোলের অভিযোগ তুলে বলেন, "বিরোধীরা নয় বরং আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি । আমাদের ভোট লুট হয়েছে বুথ জ্যাম করে ।’’ এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, "খেলা হওয়ার আগেই তৃণমূল নেত্রী ছয় গোল দিয়ে দিয়েছেন ৷ তাই খেলা আগেই শেষ হয়ে গিয়েছে ।"

মেদিনীপুর, 27 সে মার্চ : শনিবার ভোটের দিন জুন মাল্য ঘুরে দেখলেন মেদিনীপুর বিধানসভার বিভিন্ন বুথ ৷ বিভিন্ন কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ করেন তিনি । জুন বলেন, ‘‘বিরোধীরা নন, আমরা আক্রান্ত হয়েছি ।’’ সকাল সকাল মন্দিরে পুজো দিয়েই শুরু করেছিলেন ভোট পরিদর্শনের কাজ ৷ তারপর থেকেই চরকি কাটেন তারকা প্রার্থী ৷

তবে বুথ জ্যামের অভিযোগ করলেও মুখ্যমন্ত্রী জেলার ছটি বিধানসভার 6 গোল দিয়ে দিয়েছেন ৷ খেলা হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে খেলা ৷ ভোটের শেষ পর্বে এসে একথা বলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মাল্য । আজ প্রথম দফার নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে 6টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয় ৷ ভোটারদের লাইন ছিল দেখার মতো ।

আরও পড়ুন: ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা

একান্ত সাক্ষাৎকারে জুন বলেন, "আমি প্রচারের জন্য সময় পেয়েছি মাত্র 15 দিন । সেক্ষেত্রে যথেষ্ট প্রচার করেছি এবং মানুষ আমাকে দু‘হাত ভরে আশীর্বাদ দিয়েছেন।" এরপর তিনি বিভিন্ন জায়গায় বিরোধীদের গন্ডগোলের অভিযোগ তুলে বলেন, "বিরোধীরা নয় বরং আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি । আমাদের ভোট লুট হয়েছে বুথ জ্যাম করে ।’’ এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, "খেলা হওয়ার আগেই তৃণমূল নেত্রী ছয় গোল দিয়ে দিয়েছেন ৷ তাই খেলা আগেই শেষ হয়ে গিয়েছে ।"

Last Updated : Mar 28, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.