ETV Bharat / state

পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট হরিশপুরের বাসিন্দাদের - অন্ডালে

14 জুলাই, 2020 সালে ভয়াবহ ধ্বসের কবলে পড়ে হরিশপুর গ্রামের বাসিন্দারা । ভেঙ্গে তছনছ হয়ে যায় এলাকার বেশিরভাগ ঘর বাড়ি ৷ এর পরই পুনর্বাসনের আর্জি জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি ৷ তাই আজ বাধ্য হয়ে তাঁরা ভোট বয়কটের ডাক দেন ।

পুনর্বাসনের দাবিতে ভোট বয়কটের করলেন হরিশপুরের বাসিন্দারা
পুনর্বাসনের দাবিতে ভোট বয়কটের করলেন হরিশপুরের বাসিন্দারা
author img

By

Published : Apr 26, 2021, 2:05 PM IST

পাণ্ডবেশ্বর, 26 এপ্রিল : ভোট বয়কটের ফলে উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে । পান্ডবেশ্বর বিধানসভায় সপ্তম দফার ভোট আজ ৷ পুনর্বাসন না পাওয়ায় ভোট বয়কট করলেন পাণ্ডবেশ্বরের অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা ৷

14 জুলাই, 2020 সালে ভয়াবহ ধ্বসের কবলে পড়ে হরিশপুর গ্রামের বাসিন্দারা । ভেঙ্গে তছনছ হয়ে যায় এলাকার বেশিরভাগ ঘর বাড়ি ৷ এর পরই পুনর্বাসনের আর্জি জানিয়ে গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে ইসিএল কর্তৃপক্ষ সকলের ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি ৷ কোনও মতো গ্রামের বাইরে ভাড়া বাড়িতে থেকে দিন কাটছে তাঁদের ৷ কিন্তু সেই ভাড়া মেটানোও দিন দিন অসম্ভব হয়ে উঠছে গ্রামবাসীদের কাছে ৷ তাই আজ বাধ্য হয়ে তাঁরা ভোট বয়কটের ডাক দেন ।

পুনর্বাসন না পেলে ভোট বয়কট করবেন বললেন হরিশপুরের বাসিন্দারা

বেলার দিকে কিছু সংখ্যক গ্রামবাসী ভোট দিলেও ভোট দেননি 1275 জন গ্রামবাসী ৷ তাঁরা বলেন, যতদিন না পুনর্বাসন হচ্ছে, ততদিন তাঁরা ভোট দেবেন না ৷

আরও পড়ুন : দুর্গাপুর পূর্বে কাঁকসায় তৃণমূল প্রার্থীর গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

পাণ্ডবেশ্বর, 26 এপ্রিল : ভোট বয়কটের ফলে উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে । পান্ডবেশ্বর বিধানসভায় সপ্তম দফার ভোট আজ ৷ পুনর্বাসন না পাওয়ায় ভোট বয়কট করলেন পাণ্ডবেশ্বরের অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা ৷

14 জুলাই, 2020 সালে ভয়াবহ ধ্বসের কবলে পড়ে হরিশপুর গ্রামের বাসিন্দারা । ভেঙ্গে তছনছ হয়ে যায় এলাকার বেশিরভাগ ঘর বাড়ি ৷ এর পরই পুনর্বাসনের আর্জি জানিয়ে গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে ইসিএল কর্তৃপক্ষ সকলের ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি ৷ কোনও মতো গ্রামের বাইরে ভাড়া বাড়িতে থেকে দিন কাটছে তাঁদের ৷ কিন্তু সেই ভাড়া মেটানোও দিন দিন অসম্ভব হয়ে উঠছে গ্রামবাসীদের কাছে ৷ তাই আজ বাধ্য হয়ে তাঁরা ভোট বয়কটের ডাক দেন ।

পুনর্বাসন না পেলে ভোট বয়কট করবেন বললেন হরিশপুরের বাসিন্দারা

বেলার দিকে কিছু সংখ্যক গ্রামবাসী ভোট দিলেও ভোট দেননি 1275 জন গ্রামবাসী ৷ তাঁরা বলেন, যতদিন না পুনর্বাসন হচ্ছে, ততদিন তাঁরা ভোট দেবেন না ৷

আরও পড়ুন : দুর্গাপুর পূর্বে কাঁকসায় তৃণমূল প্রার্থীর গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.