ETV Bharat / state

ভোটে জিততেই আবির খেলা শুরু মেদিনীপুরের তৃণমূলের কর্মীদের - assembly election 2021

চন্দ্রকোনা আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন অরূপ ধারা ৷ এবং বিজেপির প্রার্থী ছিলেন শিবরাম ধারা ৷ বেলা গড়াতেই জয়ের দিকে এগিয়ে যান তৃণমূল প্রার্থী ৷ বিকেলের দিকে অরূপবাবুর জয় নিশ্চিত হয়ে যায় ৷ আর তারপরেই আবির খেলা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷

medinipur
আবির খেলা শুরু মেদিনীপুরে
author img

By

Published : May 2, 2021, 7:21 PM IST


চন্দ্রকোনা, 2 মে : বিধানসভার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারগেড়িয়া এলাকায় আবির খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । পাশাপাশি মেদিনীপুরেও আবির খেলায় মাতলেন তাঁরা ৷

আরও পড়ুন- তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় এনে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ পিকে-র

চন্দ্রকোনা আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন অরূপ ধারা ৷ এবং বিজেপির প্রার্থী ছিলেন শিবরাম ধারা ৷ বেলা গড়াতেই জয়ের দিকে এগিয়ে যান তৃণমূল প্রার্থী ৷ বিকেলের দিকে অরূপবাবুর জয় নিশ্চিত হয়ে যায় ৷ আর তারপরেই আবির খেলা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷

আবির খেলা শুরু মেদিনীপুরে

আরও পড়ুন- ফল স্পষ্ট হতেই বিজেপির অন্দরে ক্ষোভ, দোষারোপ শুরু

প্রায় 200টির বেশি আসন নিয়ে রাজ্য়ে ফের ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির একাধিক ভিআইপি নেতা হেরেছেনে ৷ একের পর এক দলীয় প্রার্থীর জয়ের খবরে আবির খেলা শুরু করেন মেদিনীপুরের তৃণমূল কর্মীরা ৷


চন্দ্রকোনা, 2 মে : বিধানসভার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারগেড়িয়া এলাকায় আবির খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । পাশাপাশি মেদিনীপুরেও আবির খেলায় মাতলেন তাঁরা ৷

আরও পড়ুন- তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় এনে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ পিকে-র

চন্দ্রকোনা আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন অরূপ ধারা ৷ এবং বিজেপির প্রার্থী ছিলেন শিবরাম ধারা ৷ বেলা গড়াতেই জয়ের দিকে এগিয়ে যান তৃণমূল প্রার্থী ৷ বিকেলের দিকে অরূপবাবুর জয় নিশ্চিত হয়ে যায় ৷ আর তারপরেই আবির খেলা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷

আবির খেলা শুরু মেদিনীপুরে

আরও পড়ুন- ফল স্পষ্ট হতেই বিজেপির অন্দরে ক্ষোভ, দোষারোপ শুরু

প্রায় 200টির বেশি আসন নিয়ে রাজ্য়ে ফের ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির একাধিক ভিআইপি নেতা হেরেছেনে ৷ একের পর এক দলীয় প্রার্থীর জয়ের খবরে আবির খেলা শুরু করেন মেদিনীপুরের তৃণমূল কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.