ETV Bharat / state

কেশপুরে মহিলা এজেন্টকে মারধর, বিজেপি নেতার গাড়ি ভাঙচুর - কেশপুরে মহিলা এজেন্টকে মারধর

কেশপুরের 173 নম্বর বুথে বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ অন্য়দিকে কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় ৷ এবারও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে ৷

কেশপুরে মহিলা এজেন্টকে মারধর
কেশপুরে মহিলা এজেন্টকে মারধর
author img

By

Published : Apr 1, 2021, 11:33 AM IST

Updated : Apr 1, 2021, 12:02 PM IST

কেশপুর, 1 এপ্রিল : দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পর থেকেই জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে ৷ এবার কেশপুরে বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এছাড়া ভাঙচুর চালানো হয়েছে বিজেপি নেতার গাড়িতে ৷

কেশপুরের 173 নম্বর বুথে বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ অন্য়দিকে কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় ৷ এবারও অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷

কেশপুরে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ

আরও পড়ুন : পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কৌর অভিযোগ করেন, তৃণমূলের দূষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ৷ তিনি সেন্ট্রাল ফোর্সের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন ৷ বলেন, কেন্দ্রীয় বাহিনীর সামনে ঘটনা ঘটলেও তারা উপযুক্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷

কেশপুর, 1 এপ্রিল : দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পর থেকেই জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে ৷ এবার কেশপুরে বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এছাড়া ভাঙচুর চালানো হয়েছে বিজেপি নেতার গাড়িতে ৷

কেশপুরের 173 নম্বর বুথে বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ অন্য়দিকে কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় ৷ এবারও অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷

কেশপুরে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ

আরও পড়ুন : পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কৌর অভিযোগ করেন, তৃণমূলের দূষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ৷ তিনি সেন্ট্রাল ফোর্সের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন ৷ বলেন, কেন্দ্রীয় বাহিনীর সামনে ঘটনা ঘটলেও তারা উপযুক্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷

Last Updated : Apr 1, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.