ETV Bharat / state

দাঁতনের বিজেপি সভায় তৃণমূল সরকারকে তুলোধনা গৌতম গম্ভীরের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১

বৃহস্পতিবার দাঁতনের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে প্রচারে আসেন দিল্লির বিজেপি সাংসদ গৌতম গাম্ভীর । দিদির খেলা শেষ হবে, বিজেপি সরকার গড়বে বলে দাবি করেন তিনি।

গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
author img

By

Published : Mar 25, 2021, 3:30 PM IST

দাঁতন, 25মার্চ: দাঁতনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এদিন তিনি সাংবাদিকদের বলেন, "10 বছরে কোনও উন্নয়ন দিদি করেননি যার জন্য তিনি ভোট চাইতে পারেন । এই 10 বছরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে গুন্ডারাজ এবং সিন্ডিকেট ব্যবসা। এখানে মানুষের ভালোবাসা এটাই প্রমাণ করছে দিদির খেলা শেষ হবে বিজেপি সরকার গড়বে।’’

বৃহস্পতিবার দাঁতনের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে এক জনসভাতে আসেন দিল্লির সাংসদ গৌতম গাম্ভীর । সভায় তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই বিগত দশ বছরে এমন কোনও উন্নয়ন তিনি দেখাতে পারবেন না যাকে কেন্দ্র করে তিনি এবারের নির্বাচনে লড়বেন । কিছুই করেননি বাংলার জনতার জন্য তিনি । এখানে চারজন বিজেপি কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে । এই তাঁর রাজনৈতি করার ভঙ্গিমা। তৃণমূল সরকার বলছে বিকাশের কথা । এখানে শুধু একটাই বিকাশ হয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেটের ব্যবসার বিকাশ । এখানে লুটপাট করেছেন আর কিছুই করেননি । "

দাঁতনের বিজেপি সভায় গৌতম গম্ভীর

আরও পড়ুন: উন্নয়নই হাতিয়ার গড়বেতার বিজেপি প্রার্থী মদন রুইদাসের

এবার বিজেপির পাখির চোখ করেছে বাংলাকে । তাই প্রথম দফার শেষ প্রচারে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রী সহ ক্রিকেটার এবং জনপ্রিয় তারকাদের প্রচারের মাঠে নামিয়েছে।

দাঁতন, 25মার্চ: দাঁতনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এদিন তিনি সাংবাদিকদের বলেন, "10 বছরে কোনও উন্নয়ন দিদি করেননি যার জন্য তিনি ভোট চাইতে পারেন । এই 10 বছরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে গুন্ডারাজ এবং সিন্ডিকেট ব্যবসা। এখানে মানুষের ভালোবাসা এটাই প্রমাণ করছে দিদির খেলা শেষ হবে বিজেপি সরকার গড়বে।’’

বৃহস্পতিবার দাঁতনের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে এক জনসভাতে আসেন দিল্লির সাংসদ গৌতম গাম্ভীর । সভায় তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই বিগত দশ বছরে এমন কোনও উন্নয়ন তিনি দেখাতে পারবেন না যাকে কেন্দ্র করে তিনি এবারের নির্বাচনে লড়বেন । কিছুই করেননি বাংলার জনতার জন্য তিনি । এখানে চারজন বিজেপি কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে । এই তাঁর রাজনৈতি করার ভঙ্গিমা। তৃণমূল সরকার বলছে বিকাশের কথা । এখানে শুধু একটাই বিকাশ হয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেটের ব্যবসার বিকাশ । এখানে লুটপাট করেছেন আর কিছুই করেননি । "

দাঁতনের বিজেপি সভায় গৌতম গম্ভীর

আরও পড়ুন: উন্নয়নই হাতিয়ার গড়বেতার বিজেপি প্রার্থী মদন রুইদাসের

এবার বিজেপির পাখির চোখ করেছে বাংলাকে । তাই প্রথম দফার শেষ প্রচারে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রী সহ ক্রিকেটার এবং জনপ্রিয় তারকাদের প্রচারের মাঠে নামিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.