ঘাটাল, 19 মার্চ : ঘাটালের কোতুলপুরে প্রচারে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী শীতল কপাট । মারধোর করা হয় কর্মীদেরও ৷ বিজেপির অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে । ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এবার আক্রান্ত তৃণমূল। এবার অভিযোগের তির বিজেপির দিকে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ঘাটাল বিধানসভা ।
তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইয়ের সমর্থনে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ঘাটালের প্রতাপপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । অভিযোগ শুক্রবার দুপুরে প্রতাপপুরে ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইয়ের সমর্থনে নেতা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন । দুপুরে প্রচার সেরে সুবিনয় জানা নামের এক তৃণমূল নেতা বাড়ি ফেরার পথে তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বিজেপির দুস্কৃতীরা ।
আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা
আহত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও এই ঘটনাটি মিথ্যা ও সাজানো বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ পাশাপাশি এদিন ঘাটাল হাসপাতাল থেকে ছাড়া পান বিজেপি প্রার্থী শীতল কপাট । ঘাটাল হাসপাতাল থেকে প্রার্থীকে মালা পরিয়ে শহরে ধিক্কার মিছিল করে বিজেপি সমর্থকরা ৷ মহকুমাশাসকের কাছে ঘাটাল থানার ওসির অপসারণ চেয়ে ডেপুটেশনও দেওয়া হয় ।