ETV Bharat / state

প্রতিমার বদলে ক্যালেন্ডারে ফুল,বেল পাতা দিয়ে বাসন্তী পূজা - প্রতিমার বদলে ক্যালেন্ডারে অষ্টমীপূজা

লকডাউন মেনে প্রতিমায় বাসন্তীদুর্গা পুজো না করে ক্যালেন্ডারের ছবিতে কোনও রকমে পুজো হল ঝাড়গ্রামে । স্থানীয় এক পুরোহিতকে দিয়েই পূজা কমিটির হাতে গোনা দুই থেকে তিন জন ধুতি পরে পূজামণ্ডপে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে পূজা সম্পন্ন করে ।

Basanti pujo
বাসন্তী দেবী
author img

By

Published : Apr 1, 2020, 4:50 PM IST

ঝাড়গ্রাম, 1 এপ্রিল : সর্বজনীন পূজা মানেই জাঁকজমক, মানুষের ভিড় । সাজ সাজ রব । পুরোহিতের চণ্ডীপাঠ । কিন্তু কোরোনা ভাইরাসের দেশ জুড়ে সংক্রমণ সব পালটে দিল । বাঁশ বাঁধা খোলা মন্ডপ । সুসজ্জিত দেবী বাসন্তীর প্রতিমার বদলে ক্যালেন্ডারের ছবি টাঙানো । আর সেই ক্যালেন্ডারে দেবীর ছবিতে ফুল ,বেল পাতা দিয়েই অষ্টমী পূজা শেষ হল। বুধবার তিথি অনুযায়ী ১৮ চৈত্র ইংরেজির পয়লা এপ্রিল বাসন্তী পূজার অষ্টমী তিথির পূজা ছিল । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন চলছে । কিন্তু বছরের পর বছর যে পুজো হয়ে আসছে সে পূজোকে এবছর বন্ধ রাখা সম্ভব নয় । তাই এদিন অসম্পূর্ণ মণ্ডপের মধ্যেই লক্ষ্মী ,গণেশ সরস্বতী ,কার্তিক, সিংহ ,মহিষ ও দেবী দুর্গার একটি ক্যালেন্ডারের ছবি দিয়েই ফুল ও বেল পাতা নৈবেদ্য দিয়ে পুজো সারলেন পূজা কমিটি ।

স্থানীয় এক পুরোহিতকে দিয়েই পূজা কমিটির হাতে গোনা দুই থেকে তিন জন ধুতি পরে পূজামণ্ডপে উপস্থিত হয়ে কিছু মুহূর্তের মধ্যেই পূজা সম্পন্ন করে । ঝাড়গ্রাম শহরের শক্তিনগর এলাকায় শক্তিনগর স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে 10 বছর ধরে ননীবালা বালিকা বিদ্যালয় এর মাঠে বাসন্তী পুজো হয়ে আসছে । পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে মেতে উঠে এই এলাকায় সমস্ত মানুষ । পাঁচ দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । বেশ কিছু খাবার দোকানও বসে পূজামণ্ডপ চত্বরে ৷ অষ্টমী পূজার দিন বহু মানুষ পুজো দিতে আসে কিন্তু এদিন চারিদিক খাঁ খাঁ করছিল l পূজা কমিটি সূত্রে খবর, ডেকোরেটরকে 1 লক্ষ 35 হাজার টাকার অর্ডার দেওয়া হয়েছিল । সেইমতো 75 শতাংশ কাজ সম্পূর্ণ করে দিয়েছিলেন প্যান্ডেলের মিস্ত্রিরা । পুজোর জন্য ক্লাবের সদস্যরা চাঁদাকাটা শুরু করে দিয়েছিল শক্তিনগর এলাকার পার্শ্ববর্তী জামদা,গাইঘাটা,বাছুরডোবা,ঝরিয়া সহ বিভিন্ন এলাকায় । পুজোর জন্য প্রতিমা তৈরি সম্পূর্ণ করে ফেলেছিল মৃৎশিল্পী l অথচ সব কিছুকেই মাটি করে দিল কোরোনা ভাইরাস সংক্রমণ ।

বাসন্তী পূজা কমিটির সম্পাদক অভিষেক ঘোষাল বলেন, ''৩০ মার্চ ষষ্ঠী থেকে জমজমাট করে শুরু হত আমাদের বাসন্তীপুজো । চলত পাঁচ দিন ধরে l লকডাউনের বহু আগে পুজো করার সিদ্ধান্ত বাতিল করেছি । এদিন নিয়মরক্ষার্থে পুরোহিত দিয়ে দু'চারজন থেকে অষ্টমী পুজো করা হয়েছে l সবাই সুস্থ থাকলে পরের বছর বেশ বড় করে পুজো করব৷ ''

ঝাড়গ্রাম, 1 এপ্রিল : সর্বজনীন পূজা মানেই জাঁকজমক, মানুষের ভিড় । সাজ সাজ রব । পুরোহিতের চণ্ডীপাঠ । কিন্তু কোরোনা ভাইরাসের দেশ জুড়ে সংক্রমণ সব পালটে দিল । বাঁশ বাঁধা খোলা মন্ডপ । সুসজ্জিত দেবী বাসন্তীর প্রতিমার বদলে ক্যালেন্ডারের ছবি টাঙানো । আর সেই ক্যালেন্ডারে দেবীর ছবিতে ফুল ,বেল পাতা দিয়েই অষ্টমী পূজা শেষ হল। বুধবার তিথি অনুযায়ী ১৮ চৈত্র ইংরেজির পয়লা এপ্রিল বাসন্তী পূজার অষ্টমী তিথির পূজা ছিল । কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন চলছে । কিন্তু বছরের পর বছর যে পুজো হয়ে আসছে সে পূজোকে এবছর বন্ধ রাখা সম্ভব নয় । তাই এদিন অসম্পূর্ণ মণ্ডপের মধ্যেই লক্ষ্মী ,গণেশ সরস্বতী ,কার্তিক, সিংহ ,মহিষ ও দেবী দুর্গার একটি ক্যালেন্ডারের ছবি দিয়েই ফুল ও বেল পাতা নৈবেদ্য দিয়ে পুজো সারলেন পূজা কমিটি ।

স্থানীয় এক পুরোহিতকে দিয়েই পূজা কমিটির হাতে গোনা দুই থেকে তিন জন ধুতি পরে পূজামণ্ডপে উপস্থিত হয়ে কিছু মুহূর্তের মধ্যেই পূজা সম্পন্ন করে । ঝাড়গ্রাম শহরের শক্তিনগর এলাকায় শক্তিনগর স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে 10 বছর ধরে ননীবালা বালিকা বিদ্যালয় এর মাঠে বাসন্তী পুজো হয়ে আসছে । পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে মেতে উঠে এই এলাকায় সমস্ত মানুষ । পাঁচ দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । বেশ কিছু খাবার দোকানও বসে পূজামণ্ডপ চত্বরে ৷ অষ্টমী পূজার দিন বহু মানুষ পুজো দিতে আসে কিন্তু এদিন চারিদিক খাঁ খাঁ করছিল l পূজা কমিটি সূত্রে খবর, ডেকোরেটরকে 1 লক্ষ 35 হাজার টাকার অর্ডার দেওয়া হয়েছিল । সেইমতো 75 শতাংশ কাজ সম্পূর্ণ করে দিয়েছিলেন প্যান্ডেলের মিস্ত্রিরা । পুজোর জন্য ক্লাবের সদস্যরা চাঁদাকাটা শুরু করে দিয়েছিল শক্তিনগর এলাকার পার্শ্ববর্তী জামদা,গাইঘাটা,বাছুরডোবা,ঝরিয়া সহ বিভিন্ন এলাকায় । পুজোর জন্য প্রতিমা তৈরি সম্পূর্ণ করে ফেলেছিল মৃৎশিল্পী l অথচ সব কিছুকেই মাটি করে দিল কোরোনা ভাইরাস সংক্রমণ ।

বাসন্তী পূজা কমিটির সম্পাদক অভিষেক ঘোষাল বলেন, ''৩০ মার্চ ষষ্ঠী থেকে জমজমাট করে শুরু হত আমাদের বাসন্তীপুজো । চলত পাঁচ দিন ধরে l লকডাউনের বহু আগে পুজো করার সিদ্ধান্ত বাতিল করেছি । এদিন নিয়মরক্ষার্থে পুরোহিত দিয়ে দু'চারজন থেকে অষ্টমী পুজো করা হয়েছে l সবাই সুস্থ থাকলে পরের বছর বেশ বড় করে পুজো করব৷ ''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.