ETV Bharat / state

Controversy Over Suvendu's Meeting: অনুমতি দিয়েও শুভেন্দুর সভা বাতিল পুলিশের, কর্মসূচি হচ্ছেই দাবি বিজেপির - Controversy Over

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে বিতর্ক। অনুমতি দিয়েও পরে তা বাতিল করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্য় দেখছে বিজেপি ৷

Etv Bharat
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও বাতিল
author img

By

Published : Apr 3, 2023, 6:59 AM IST

Updated : Apr 3, 2023, 7:20 AM IST

চন্দ্রকোনা 3 এপ্রিল: প্রথমে অনুমতি পরে বাতিল ! রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে নয়া বিতর্ক। অভিযোগ প্রধমে সভার অনুমতি দিলেও পরে তা বাতিল করে পুলিশ ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঝাঁকরায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। যদিও বিজেপির দাবি তারা কোনও চিঠি এখনও পর্যন্ত হাতে পায়নি। নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই সভা হবে। অনুমতি বাতিলের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে গেরুয়া শিবির ৷

সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুলের মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির দাবি, এই সভা মূলত হওয়ার কথা ছিল জেলার ও রাজ্যের কৃষকদের কথা ভেবে। বিশেষ করে আলু কৃষকদের আত্মহত্যার প্রতিবাদ, কৃষকদের ন্যায্য অধিকার আদায়, তাঁদের কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা-সহ একগুচ্ছ দাবিতে জনসভার ডাক দিয়েছিল জেলা বিজেপি। রবিবের রাতেও জোর কদমে চলেছে সভার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। তবে সভা শুরুর কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চিঠিতে বলা হয়েছে স্কুলের প্রধানশিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও ম্যানেজিং কমিটি সেই অনুমতি বাতিল করেছে। আর এই কারণেই শুভেন্দু অধিকারীর জনসভার পুলিশি অনুমোদনও বাতিল করা হচ্ছে।

অন্য়দিকে, বিজেপির দাবি, সব নিয়ম মেনে আগেই পুলিশ প্রশাসনের কাছে স্কুলের মাঠে সভা করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। পরে কী ঘটেছে তা তাদের জানা নেই। পাশাপাশি তারা জানিয়েছে, সভা নির্ধারিত জায়গায় হবে এবং তার প্রস্তুতিও চূড়ান্ত বলে পালটা চাপ সৃস্টি করেছে বিজেপি ৷ সেইসঙ্গে, বিজেপির প্রশ্ন , স্কুলের প্রধান শিক্ষক যেখানে সভার অনুমতি দিয়েছেন সেখানে সভা শুরুর কয়েক ঘণ্টা আগে তড়িঘড়ি কেন স্কুল পরিচালন কমিটি মিটিং ডেকে অনুমতি বাতিল করল তা স্পষ্ট নয় !

সূত্রের খবর, রবিবার মিটিং ডেকে রীতিমতো রেজুলেশন পাস করে প্রধান শিক্ষকের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ভুল দেখিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে ৷ তা নিয়েই উঠছে প্রশ্ন। উল্লেখ্য,ঝাঁকরা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি চন্দ্রকোনা-2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। তিনি তৃণমূলের দাপুটে নেতা বলেই এলাকায় পরিচিত। স্কুলের রেজুলেশন কপি প্রকাশ্যে আসতেই তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে চন্দ্রকোনা বিজেপি দক্ষিণ মন্ডল সভাপতি বিপ্লব মাল বলেন, "আমাদের এই সভার অনুমতি নেওয়া হয়েছিল স্কুলের কাছ থেকে। এরপর নিয়ম মত 48 ঘন্টা আগে পুলিশ প্রশাসনকেও জানানো হয়। এখন তারা জানাচ্ছে সভার অনুমতি বাতিল করা হয়েছে। এটা আমরা কোনওভাবেই মানছি না।"

আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদারের

রীতিমতো হুঁশিয়ারীর সুরে তিনি জানিয়েছেন, বিজেপির সভা যে জায়গায় হওয়ার কথা ছিল, যেমন কর্মসূচি ছিল তোমনই হবে। তাঁর কথায়,"আমাদের কর্মীদের বলব কারও প্ররোচনায় পা দেবেন না। আপনারা সভায় আসুন।" যদিও শুভেন্দু অধিকারীর কৃষকদের নিয়ে এই সভা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী তাঁর পরিকল্পনা মতোই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সভায় আসবেন এবং সভা হবে। এখন প্রশাসন কী অবস্থান নেয়, সেটাই দেখার।

চন্দ্রকোনা 3 এপ্রিল: প্রথমে অনুমতি পরে বাতিল ! রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে নয়া বিতর্ক। অভিযোগ প্রধমে সভার অনুমতি দিলেও পরে তা বাতিল করে পুলিশ ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঝাঁকরায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। যদিও বিজেপির দাবি তারা কোনও চিঠি এখনও পর্যন্ত হাতে পায়নি। নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই সভা হবে। অনুমতি বাতিলের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে গেরুয়া শিবির ৷

সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুলের মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির দাবি, এই সভা মূলত হওয়ার কথা ছিল জেলার ও রাজ্যের কৃষকদের কথা ভেবে। বিশেষ করে আলু কৃষকদের আত্মহত্যার প্রতিবাদ, কৃষকদের ন্যায্য অধিকার আদায়, তাঁদের কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা-সহ একগুচ্ছ দাবিতে জনসভার ডাক দিয়েছিল জেলা বিজেপি। রবিবের রাতেও জোর কদমে চলেছে সভার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। তবে সভা শুরুর কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চিঠিতে বলা হয়েছে স্কুলের প্রধানশিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও ম্যানেজিং কমিটি সেই অনুমতি বাতিল করেছে। আর এই কারণেই শুভেন্দু অধিকারীর জনসভার পুলিশি অনুমোদনও বাতিল করা হচ্ছে।

অন্য়দিকে, বিজেপির দাবি, সব নিয়ম মেনে আগেই পুলিশ প্রশাসনের কাছে স্কুলের মাঠে সভা করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। পরে কী ঘটেছে তা তাদের জানা নেই। পাশাপাশি তারা জানিয়েছে, সভা নির্ধারিত জায়গায় হবে এবং তার প্রস্তুতিও চূড়ান্ত বলে পালটা চাপ সৃস্টি করেছে বিজেপি ৷ সেইসঙ্গে, বিজেপির প্রশ্ন , স্কুলের প্রধান শিক্ষক যেখানে সভার অনুমতি দিয়েছেন সেখানে সভা শুরুর কয়েক ঘণ্টা আগে তড়িঘড়ি কেন স্কুল পরিচালন কমিটি মিটিং ডেকে অনুমতি বাতিল করল তা স্পষ্ট নয় !

সূত্রের খবর, রবিবার মিটিং ডেকে রীতিমতো রেজুলেশন পাস করে প্রধান শিক্ষকের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ভুল দেখিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে ৷ তা নিয়েই উঠছে প্রশ্ন। উল্লেখ্য,ঝাঁকরা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি চন্দ্রকোনা-2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। তিনি তৃণমূলের দাপুটে নেতা বলেই এলাকায় পরিচিত। স্কুলের রেজুলেশন কপি প্রকাশ্যে আসতেই তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে চন্দ্রকোনা বিজেপি দক্ষিণ মন্ডল সভাপতি বিপ্লব মাল বলেন, "আমাদের এই সভার অনুমতি নেওয়া হয়েছিল স্কুলের কাছ থেকে। এরপর নিয়ম মত 48 ঘন্টা আগে পুলিশ প্রশাসনকেও জানানো হয়। এখন তারা জানাচ্ছে সভার অনুমতি বাতিল করা হয়েছে। এটা আমরা কোনওভাবেই মানছি না।"

আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদারের

রীতিমতো হুঁশিয়ারীর সুরে তিনি জানিয়েছেন, বিজেপির সভা যে জায়গায় হওয়ার কথা ছিল, যেমন কর্মসূচি ছিল তোমনই হবে। তাঁর কথায়,"আমাদের কর্মীদের বলব কারও প্ররোচনায় পা দেবেন না। আপনারা সভায় আসুন।" যদিও শুভেন্দু অধিকারীর কৃষকদের নিয়ে এই সভা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী তাঁর পরিকল্পনা মতোই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সভায় আসবেন এবং সভা হবে। এখন প্রশাসন কী অবস্থান নেয়, সেটাই দেখার।

Last Updated : Apr 3, 2023, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.