ETV Bharat / state

প্রজেক্ট খাতা দেখাকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের - student agitation infront of school in Midnapore

প্রজেক্টের খাতা কে দেখবে তাই নিয়ে দ্বন্দ্ব ৷ ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সামনে পরীক্ষা অথচ প্রজেক্টের খাতা দেখছেন না শিক্ষিকা ৷ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দায়িত্বে থাকা বাংলার শিক্ষিকা স্কুলের নির্দেশ মানেননি ৷ তিনি তাঁর ইচ্ছেমতো কাজ করছেন ৷

agitation of student and parents in schol
স্কুলে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের
author img

By

Published : Nov 27, 2019, 5:27 PM IST

মেদিনীপুর, 27 নভেম্বর : প্রজেক্টের খাতা কে দেখবে তাই নিয়ে দ্বন্দ্ব ৷ স্কুলের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রী ও অভিভাবকরা ৷ মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ঘটনা ৷ ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সামনে পরীক্ষা অথচ প্রজেক্টের খাতা দেখছেন না শিক্ষিকা ৷ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দায়িত্বে থাকা বাংলার শিক্ষিকা স্কুলের নির্দেশ মানেননি ৷ তিনি তাঁর ইচ্ছেমতো কাজ করছেন ৷

এবার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে মোট 171 জন ছাত্রী ৷ স্কুলের সিমেস্টার ভিত্তিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 20 নম্বর প্রজেক্ট খাতায় ৷ নতুন নিয়মানুযায়ী প্রজেক্টের নম্বরের উপর ভিত্তি করে ছাত্রীর ভবিষ্যৎ নির্ধারিত হয় সেইসঙ্গে গ্রেডও l 7 নভেম্বরের পর থেকে নির্দিষ্ট দিনে প্রোজেক্টের খাতা জমা দিতে গিয়ে অপদস্থ হয় ছাত্রীরা l তাদের বক্তব্য, খাতা জমা দিতে গেলে জমা নেননি বাংলা প্রজেক্টের দায়িত্বে থাকা শিক্ষিকা গৌতমী মন্ডল ৷ উপরন্তু তিনি নতুন প্রজেক্ট করার নির্দেশ দেন ৷ একে সময় অল্প ৷ তার মধ্যে নতুন প্রজেক্ট ৷ কারণ নতুন করে প্রজেক্ট তৈরি করতে সময় লাগবে l এ দিকে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা l এরমধ্যে প্রজেক্ট তৈরি করে জমা দেওয়া সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় ৷ এর পর প্রধান শিক্ষিকা বিষয়টি অন্য শিক্ষিকাকে দেখার নির্দেশ দেন ৷ তাতে অন্যরা বাধা দেন বলে অভিযোগ l ফলে সমস্যা সেই একই তিমিরে l

দেখুন ভিডিয়ো...

এই ঘটনায় আজ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীসহ অভিভাবকেরা l অভিভাবকদের বক্তব্য, ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে স্কুল কর্তৃপক্ষ ৷ রিমি সাউ নামে এক ছাত্রী রিমি সাউ জানায়, বাংলা প্রজেক্টের দায়িত্বে থাকা শিক্ষিকা গৌতমী মণ্ডল প্রথমে কোনও প্রজেক্ট দেননি l তাই প্রধান শিক্ষিকা ও অন্য একজন বাংলা শিক্ষিকা তাদের প্রজেক্টের কাজ দেন ৷ কিন্তু প্রজেক্ট জমা দিতে গেলে গৌতমী মন্ডল পুরোনো প্রজেক্ট দেখবেন না জানিয়ে দেন ৷ নতুন করে প্রজেক্ট করতে বলেন ৷ কিন্তু সামনেই পরীক্ষা ৷ হাতে তাই নতুন করে প্রজেক্ট করার সময় নেই ৷ রিমি আরও বলে, "আমরা এখানে পড়তে এসেছি ৷ আমাদের নিয়ে যা করা হচ্ছে তার বিচার চাই ৷ প্রজেক্ট জমা না নিলে আমরা এখান থেকে যাব না ৷ "

ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষিক স্বাতী বন্দ্যোপাধ্যায়ও l তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট শিক্ষিকাকে নিয়ে আগেও স্কুলে নানা সমস্যা হয়েছে l তিনি স্কুলের কোন নিয়ম মানেন না ৷ নিজের মত ক্লাস করান ৷ বিষয়টি শিক্ষাভবনে অনেকবার জানানো হয়েছে ৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ৷ "

মেদিনীপুর, 27 নভেম্বর : প্রজেক্টের খাতা কে দেখবে তাই নিয়ে দ্বন্দ্ব ৷ স্কুলের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রী ও অভিভাবকরা ৷ মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ঘটনা ৷ ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সামনে পরীক্ষা অথচ প্রজেক্টের খাতা দেখছেন না শিক্ষিকা ৷ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দায়িত্বে থাকা বাংলার শিক্ষিকা স্কুলের নির্দেশ মানেননি ৷ তিনি তাঁর ইচ্ছেমতো কাজ করছেন ৷

এবার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে মোট 171 জন ছাত্রী ৷ স্কুলের সিমেস্টার ভিত্তিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 20 নম্বর প্রজেক্ট খাতায় ৷ নতুন নিয়মানুযায়ী প্রজেক্টের নম্বরের উপর ভিত্তি করে ছাত্রীর ভবিষ্যৎ নির্ধারিত হয় সেইসঙ্গে গ্রেডও l 7 নভেম্বরের পর থেকে নির্দিষ্ট দিনে প্রোজেক্টের খাতা জমা দিতে গিয়ে অপদস্থ হয় ছাত্রীরা l তাদের বক্তব্য, খাতা জমা দিতে গেলে জমা নেননি বাংলা প্রজেক্টের দায়িত্বে থাকা শিক্ষিকা গৌতমী মন্ডল ৷ উপরন্তু তিনি নতুন প্রজেক্ট করার নির্দেশ দেন ৷ একে সময় অল্প ৷ তার মধ্যে নতুন প্রজেক্ট ৷ কারণ নতুন করে প্রজেক্ট তৈরি করতে সময় লাগবে l এ দিকে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা l এরমধ্যে প্রজেক্ট তৈরি করে জমা দেওয়া সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় ৷ এর পর প্রধান শিক্ষিকা বিষয়টি অন্য শিক্ষিকাকে দেখার নির্দেশ দেন ৷ তাতে অন্যরা বাধা দেন বলে অভিযোগ l ফলে সমস্যা সেই একই তিমিরে l

দেখুন ভিডিয়ো...

এই ঘটনায় আজ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীসহ অভিভাবকেরা l অভিভাবকদের বক্তব্য, ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে স্কুল কর্তৃপক্ষ ৷ রিমি সাউ নামে এক ছাত্রী রিমি সাউ জানায়, বাংলা প্রজেক্টের দায়িত্বে থাকা শিক্ষিকা গৌতমী মণ্ডল প্রথমে কোনও প্রজেক্ট দেননি l তাই প্রধান শিক্ষিকা ও অন্য একজন বাংলা শিক্ষিকা তাদের প্রজেক্টের কাজ দেন ৷ কিন্তু প্রজেক্ট জমা দিতে গেলে গৌতমী মন্ডল পুরোনো প্রজেক্ট দেখবেন না জানিয়ে দেন ৷ নতুন করে প্রজেক্ট করতে বলেন ৷ কিন্তু সামনেই পরীক্ষা ৷ হাতে তাই নতুন করে প্রজেক্ট করার সময় নেই ৷ রিমি আরও বলে, "আমরা এখানে পড়তে এসেছি ৷ আমাদের নিয়ে যা করা হচ্ছে তার বিচার চাই ৷ প্রজেক্ট জমা না নিলে আমরা এখান থেকে যাব না ৷ "

ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষিক স্বাতী বন্দ্যোপাধ্যায়ও l তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট শিক্ষিকাকে নিয়ে আগেও স্কুলে নানা সমস্যা হয়েছে l তিনি স্কুলের কোন নিয়ম মানেন না ৷ নিজের মত ক্লাস করান ৷ বিষয়টি শিক্ষাভবনে অনেকবার জানানো হয়েছে ৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ৷ "

Intro:প্রজেক্ট খাতা কে দেখবে ,তাই নিয়ে দ্বন্দ্বে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শহরের বাংলা গার্লস হাই স্কুলে, ছাত্রীসহ অভিভাবকদের দাবি পরীক্ষা সামনে অথচ প্রজেক্ট খাতা দেখছেনা দিদিমণি ,এখন আমরা আশঙ্কায় আছি জীবনের বড় পরীক্ষায় পাশ করতে পারব কিনা l যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি দায়িত্বে থাকা বাংলা শিক্ষিকা কিছুতেই কথা শুনছে না স্কুলের, তিনি তার ইচ্ছা মত কাজ করছেন l Body:প্রজেক্ট খাতা কে দেখবে ,তাই নিয়ে দ্বন্দ্বে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শহরের বাংলা গার্লস হাই স্কুলে, ছাত্রীসহ অভিভাবকদের দাবি পরীক্ষা সামনে অথচ প্রজেক্ট খাতা দেখছেনা দিদিমণি ,এখন আমরা আশঙ্কায় আছি জীবনের বড় পরীক্ষায় পাশ করতে পারব কিনা l যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি দায়িত্বে থাকা বাংলা শিক্ষিকা কিছুতেই কথা শুনছে না স্কুলের, তিনি তার ইচ্ছা মত কাজ করছেন l


শহরের কোতয়ালী থানার অন্তর্গত বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস স্কুল উচ্চমাধ্যমিকের প্রজেক্ট খাতা দেখা কে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে মধ্যে দেখা দিলে উত্তেজনা l অবশ্যই অভিভাবকরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় l ঘটনা সূত্রে জানা যায় এই বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল ওরফে বাংলা স্কুলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 171 জন ছাত্রী l গত নভেম্বর থেকে শুরু হয়েছে স্কুলের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা l সেই পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 20 নম্বর প্রজেক্ট খাতায় , নতুন নিয়মে সে কুড়ি নম্বর প্রোজেক্টের নাম্বারের উপর ভিত্তি করে একটি ছাত্রীর ভবিষ্যত নির্ধারিত হয় এবং গ্রেড l 7 ই নভেম্বরের পর থেকে নির্দিষ্ট দিনে প্রোজেক্টের খাতা জমা দিতে গিয়ে অপদস্থ হল ছাত্রীরা l তারা খাতা জমা দিতে বাংলা প্রজেক্ট এর দায়িত্বে থাকা শিক্ষিকা গৌতমি মন্ডল কিছুতেই খাতা নিলেন না l উপরন্তু তিনি কাগজে লিখে নতুন প্রজেক্ট করার দায়িত্ব দিয়ে বসলেন তাদের l অল্প সময়ের মধ্যে প্রজেক্ট জমা দিতে গিয়ে এই আবার নতুন প্রজেক্ট পেয়ে আশঙ্কায় ছাত্রীরা l নতুন করে প্রজেক্ট তৈরি করতে সময় লাগবে l সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা l এরইমধ্যে প্রজেক্ট তৈরি করে জমা দেওয়া সঙ্গে উচ্চমাধ্যমিকের প্রিপারেশন নেওয়া সম্ভব না l এরপর প্রধান শিক্ষিকা বিষয়টি অন্য দিদিমণি কে খাতা দেখার চেষ্টা করেন কিন্তু তাতে বাধ সাধে অন্যেরা l রাজি না হওয়ায় l ফলে সমস্যা সমস্যায় থেকে যায় l এই ঘটনায় বুধবার স্কুলগেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রী সহঅভিভাবকেরা l অভিভাবকদের বক্তব্য যদি এইভাবে আমাদের ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলে স্কুল কর্তৃপক্ষ তাতে আমরা স্কুলে তালা লাগিয়ে পরিষেবা বন্ধ করে দেব l সঠিক তদন্তের দাবি করছি ,ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে ,আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি l ছাত্রীদের বক্তব্য এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা প্রোজেক্টের খাতা তৈরি করে জমা দিতে গিয়েছিলাম কিন্তু দিদিমণি নেয়নি বাংলা প্রজেক্ট এর দায়িত্বে থাকা দিদিমণি গৌতমি মন্ডল l প্রথমে কোন প্রজেক্ট এর কাজ দেয়নি l পরীক্ষা শুরু হওয়ার পর এরপর আমরা নির্দিষ্ট সময় প্রজেক্ট এর কাজ পেয়ে যখন প্রজেক্ট জমা দিতে যায় তখন গৌতমী দিদি মনি নতুন করে প্রজেক্ট দেন ,পুরনো প্রোজেক্টের খাতা বাতিল করে l নতুন করে নতুন প্রজেক্ট এর দায়িত্ব দিয়েছেন কাগজে লিখে, ফলে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে সেই প্রজেক্ট করব l হাতে সময় নেই ,পড়াশোনার চাপ এখন আমরা কোথায় যাব l এখন পুরো দায়িত্বই দিদিমণিকে নিতে হবে l অপরদিকে ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষিকার স্বাতী বন্দ্যোপাধ্যায় l প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ওই গৌতমি মন্ডল ،,যিনি বাংলার দায়িত্বে রয়েছেন তাকে নিয়ে এর আগেও স্কুলে নানান সমস্যা হয়েছে l তিনি ইস্কুলের কোন ডিসিপ্লিন মানেনা ,শুনেনা প্রধান শিক্ষিকার কোন নির্দেশ l নিজের মতো ক্লাস করান ,যেটা বলেন তার উল্টো কাজ করেন l নিজের প্রজেক্ট তৈরি করেন নিজের মত প্রজেক্ট নির্দেশ দেন l আমরা বিষয়টি নিয়ে শিক্ষাভবনে বহুবার জানিয়েছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এখন আমরা কি করবো সেটা বুঝে উঠতে পারছিনা যদিও এ বিষয়ে শিক্ষা ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চাপেস্বর সরদারএর বক্তব্য বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব l Conclusion:প্রজেক্ট খাতা কে দেখবে ,তাই নিয়ে দ্বন্দ্বে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শহরের বাংলা গার্লস হাই স্কুলে, ছাত্রীসহ অভিভাবকদের দাবি পরীক্ষা সামনে অথচ প্রজেক্ট খাতা দেখছেনা দিদিমণি ,এখন আমরা আশঙ্কায় আছি জীবনের বড় পরীক্ষায় পাশ করতে পারব কিনা l যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি দায়িত্বে থাকা বাংলা শিক্ষিকা কিছুতেই কথা শুনছে না স্কুলের, তিনি তার ইচ্ছা মত কাজ করছেন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.