ETV Bharat / state

Child Death in Hospital: শিশু মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, চন্দ্রকোনায় বিক্ষোভ পরিবারের - শিশু মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

জ্বর নিয়ে ভর্তি হয়ে মৃত্যু শিশুর (Child Death in Hospital) ! চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চন্দ্রকোনায় (Chandrakona) সাড়ে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ পরিবারের ৷

Agitation in hospital premises due to Child Death in Chandrakona
Agitation in hospital premises due to Child Death in Chandrakona
author img

By

Published : Nov 3, 2022, 1:55 PM IST

Updated : Nov 3, 2022, 7:09 PM IST

চন্দ্রকোনা, 3 নভেম্বর: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল পরিবারের সদস্যরা (Agitation in hospital premises due to Child Death) । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলেন বিডিও থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে (Chandrakona Rural Hospital) ।

দফায় দফায় প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালের গেটের সামনে প্রায় সাড়ে তিন ঘন্টা জমায়েত করে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার-পরিজনেরা । শেষমেশ পরিবারের তোলা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ারর আশ্বাস দেন বিডিও ৷ তারপরই স্বাভাবিক হয় পরিস্থিতি (Child Death in Hospital) ।

জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকার বাসিন্দা বিজয় কিস্কু ৷ তাঁর দু'বছরের ছেলে সুরেশ কিস্কুর জ্বর হওয়ার কারণে বুধবার দুপুর নাগাদ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । কর্তব্যরত চিকিৎসকরা পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হবে । চিকিৎসকদের পরামর্শ মতো বিজয় তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করে দেন । কিন্তু অভিযোগ, চিকিৎসক থেকে শুরু করে নার্সরা সুষ্ঠু পরিষেবা দেননি ছোট্ট শিশুটিকে । এরপর সন্ধ্যা নাগাদ শিশুটি মারা যায় । আর এতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন ৷ যার জেরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ।

এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছন চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া থেকে শুরু করে পুলিশ । মৃত শিশুর পরিবারের অভিযোগ, শারীরিক পরিস্থিতির অবনতি হলেও একাধিকবার চিকিৎসকদের বলা সত্ত্বেও বাচ্চাটিকে তারা দেখতে যাননি।

শিশু মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

বিজয় কিস্কুর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয় তাঁর ছেলেকে ৷ আর তারপরই ছেলের কাঁপুনি আসে এবং পরক্ষণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে । এমন সময় নার্সদের জানালে গুরুত্ব দেয়নি তারা । পরে পরিবারের চাপে পড়ে চিকিৎসককে জানানো হয় । চিকিৎসক সেই মুহূর্তে জরুরি বিভাগে ছিলেন না বলে দাবি পরিবারের । কিছু পরে একজন চিকিৎসক এলেও তার বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা । এমনকী কর্তব্যরত নার্সকে তাদের শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয় ৷ উলটে নার্স শিশুর বাবাকে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে জানাতে বলে দাবি বিজয় কিস্কুর ।

এ বিষয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ ড: স্বপ্ননীল মিস্ত্রি জানান, চিকিৎসকের গাফিলতি ছিল না । তবে কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে রোগীর পরিজনদের দিয়ে জ্বর মাপানোর অভিযোগ উঠেছে, । খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । মৃত শিশুর শারীরিক জটিলতা ছিল ।

চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে । পরিবারের লোকেদের বলা হয়েছে, পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিতে । প্রশাসন কড়া পদক্ষেপ নেবে । এমনকী এ বিষয়ে মহকুমাশাসক ও সিএমওএইচকেও জানানো হবে বলে জানান তিনি ।

আরও পড়ুন: গলায় খাবার আটকে মৃত্যুতে 10 মাসের শিশুর, মেদিনীপুরে শোকের ছায়া

চন্দ্রকোনা, 3 নভেম্বর: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল পরিবারের সদস্যরা (Agitation in hospital premises due to Child Death) । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলেন বিডিও থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে (Chandrakona Rural Hospital) ।

দফায় দফায় প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালের গেটের সামনে প্রায় সাড়ে তিন ঘন্টা জমায়েত করে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার-পরিজনেরা । শেষমেশ পরিবারের তোলা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ারর আশ্বাস দেন বিডিও ৷ তারপরই স্বাভাবিক হয় পরিস্থিতি (Child Death in Hospital) ।

জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকার বাসিন্দা বিজয় কিস্কু ৷ তাঁর দু'বছরের ছেলে সুরেশ কিস্কুর জ্বর হওয়ার কারণে বুধবার দুপুর নাগাদ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । কর্তব্যরত চিকিৎসকরা পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হবে । চিকিৎসকদের পরামর্শ মতো বিজয় তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করে দেন । কিন্তু অভিযোগ, চিকিৎসক থেকে শুরু করে নার্সরা সুষ্ঠু পরিষেবা দেননি ছোট্ট শিশুটিকে । এরপর সন্ধ্যা নাগাদ শিশুটি মারা যায় । আর এতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন ৷ যার জেরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ।

এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছন চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া থেকে শুরু করে পুলিশ । মৃত শিশুর পরিবারের অভিযোগ, শারীরিক পরিস্থিতির অবনতি হলেও একাধিকবার চিকিৎসকদের বলা সত্ত্বেও বাচ্চাটিকে তারা দেখতে যাননি।

শিশু মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

বিজয় কিস্কুর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয় তাঁর ছেলেকে ৷ আর তারপরই ছেলের কাঁপুনি আসে এবং পরক্ষণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে । এমন সময় নার্সদের জানালে গুরুত্ব দেয়নি তারা । পরে পরিবারের চাপে পড়ে চিকিৎসককে জানানো হয় । চিকিৎসক সেই মুহূর্তে জরুরি বিভাগে ছিলেন না বলে দাবি পরিবারের । কিছু পরে একজন চিকিৎসক এলেও তার বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা । এমনকী কর্তব্যরত নার্সকে তাদের শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয় ৷ উলটে নার্স শিশুর বাবাকে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে জানাতে বলে দাবি বিজয় কিস্কুর ।

এ বিষয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ ড: স্বপ্ননীল মিস্ত্রি জানান, চিকিৎসকের গাফিলতি ছিল না । তবে কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে রোগীর পরিজনদের দিয়ে জ্বর মাপানোর অভিযোগ উঠেছে, । খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । মৃত শিশুর শারীরিক জটিলতা ছিল ।

চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে । পরিবারের লোকেদের বলা হয়েছে, পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিতে । প্রশাসন কড়া পদক্ষেপ নেবে । এমনকী এ বিষয়ে মহকুমাশাসক ও সিএমওএইচকেও জানানো হবে বলে জানান তিনি ।

আরও পড়ুন: গলায় খাবার আটকে মৃত্যুতে 10 মাসের শিশুর, মেদিনীপুরে শোকের ছায়া

Last Updated : Nov 3, 2022, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.