চন্দ্রকোনা, 3 নভেম্বর: চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল পরিবারের সদস্যরা (Agitation in hospital premises due to Child Death) । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলেন বিডিও থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে (Chandrakona Rural Hospital) ।
দফায় দফায় প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালের গেটের সামনে প্রায় সাড়ে তিন ঘন্টা জমায়েত করে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার-পরিজনেরা । শেষমেশ পরিবারের তোলা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ারর আশ্বাস দেন বিডিও ৷ তারপরই স্বাভাবিক হয় পরিস্থিতি (Child Death in Hospital) ।
জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকার বাসিন্দা বিজয় কিস্কু ৷ তাঁর দু'বছরের ছেলে সুরেশ কিস্কুর জ্বর হওয়ার কারণে বুধবার দুপুর নাগাদ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । কর্তব্যরত চিকিৎসকরা পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হবে । চিকিৎসকদের পরামর্শ মতো বিজয় তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করে দেন । কিন্তু অভিযোগ, চিকিৎসক থেকে শুরু করে নার্সরা সুষ্ঠু পরিষেবা দেননি ছোট্ট শিশুটিকে । এরপর সন্ধ্যা নাগাদ শিশুটি মারা যায় । আর এতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন ৷ যার জেরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ।
এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছন চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া থেকে শুরু করে পুলিশ । মৃত শিশুর পরিবারের অভিযোগ, শারীরিক পরিস্থিতির অবনতি হলেও একাধিকবার চিকিৎসকদের বলা সত্ত্বেও বাচ্চাটিকে তারা দেখতে যাননি।
বিজয় কিস্কুর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয় তাঁর ছেলেকে ৷ আর তারপরই ছেলের কাঁপুনি আসে এবং পরক্ষণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে । এমন সময় নার্সদের জানালে গুরুত্ব দেয়নি তারা । পরে পরিবারের চাপে পড়ে চিকিৎসককে জানানো হয় । চিকিৎসক সেই মুহূর্তে জরুরি বিভাগে ছিলেন না বলে দাবি পরিবারের । কিছু পরে একজন চিকিৎসক এলেও তার বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা । এমনকী কর্তব্যরত নার্সকে তাদের শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয় ৷ উলটে নার্স শিশুর বাবাকে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে জানাতে বলে দাবি বিজয় কিস্কুর ।
এ বিষয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ ড: স্বপ্ননীল মিস্ত্রি জানান, চিকিৎসকের গাফিলতি ছিল না । তবে কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে রোগীর পরিজনদের দিয়ে জ্বর মাপানোর অভিযোগ উঠেছে, । খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । মৃত শিশুর শারীরিক জটিলতা ছিল ।
চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে । পরিবারের লোকেদের বলা হয়েছে, পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিতে । প্রশাসন কড়া পদক্ষেপ নেবে । এমনকী এ বিষয়ে মহকুমাশাসক ও সিএমওএইচকেও জানানো হবে বলে জানান তিনি ।
আরও পড়ুন: গলায় খাবার আটকে মৃত্যুতে 10 মাসের শিশুর, মেদিনীপুরে শোকের ছায়া