মেদিনীপুর, 22 মার্চ : পর পর ছয় দিন অবস্থান-বিক্ষোভের পরেও দাবি মেটেনি, এবার গিটার নিয়ে রাস্তায় বসলেন হবু শিক্ষকরা । গানের মাধ্যমে নিজেদের দাবি, ক্ষোভের কথা তুল ধরলেন ।
2014 সালে টেটে উত্তীর্ণ ৷ তা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না জেলার প্রায় 1 হাজার হবু শিক্ষকের । সেই কারণেই অবস্থান বিক্ষোভ বসেন তাঁরা ৷ এবার উপায় না দেখে গানের মাধ্যমে নিজেদের কষ্ট ও ক্ষোভ কথা তুলে ধরলেন । পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে 2014 সালের পাশ করা হবু শিক্ষকদের নিয়োগ হচ্ছিল কিছুদিন আগেও ৷ ডাকা হচ্ছিল কাউন্সিলিংয়ের জন্য । কিন্তু বেশ কিছু শিক্ষকের নিয়োগের পরে হঠাৎ কোনও কারণ ছাড়াই বাকিদের নিয়োগ বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা সংসদ । বিপাকে পড়েন বহু চাকরি প্রার্থী । এরপরই তাঁরা অবস্থান বিক্ষোভ করে নিজেদের দাবি-দাওয়া জানান । প্রথমে পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ দেখান ৷ পরবর্তীকালে দিনে ও রাতে জেলা শাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখান । মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলও করেন ৷ তাতেও প্রশাসনের টনক নড়াতে না পেরে এবার গিটার-তবলা সহযোগে গানে গানে প্রতিবাদ করলেন হবু শিক্ষকেরা ।
সোমবার প্রাথমিক শিক্ষা সংসদ দফতরের সামনে বিক্ষোভ দেখান হবু শিক্ষক চাকরি প্রার্থীরা । রাস্তা অবরোধও করেন । এদিন সকাল থেকে গানের মাধ্যমে বিক্ষোভ দেখান ৷ তাঁদের হুঁশিয়ারি, আগামী দিনে দাবি পূরণ না হলে আমরণ অনশন করবেন ।
আরও পড়ুন: মমতার সভামঞ্চের কাছে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের
2014 সালে টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী অরিজিৎ সিনহা বলেন, ‘‘আমরা 2014 সালে পাশ করা ৷ ভোটের আগে অনেকেই নিয়োগপত্র পেয়ে এখন ট্রেনিং করছেন ৷ আমরা কোনও কারণ ছাড়াই নিয়োগপত্র পেলাম না । কাউন্সিলিংয়ের ডাক পেলাম না । আমরা সরকার বিরোধী নই, কিন্তু আমাদের কেন নিয়োগ হল না তা জানাতে হবে স্পষ্ট করে প্রাথমিক শিক্ষা সংসদকে ।’’
আরও এক চাকরিপ্রার্থী আঁখি মণ্ডল বলেন, ‘‘অজ্ঞাত কারণে আমাদের নিয়োগপত্র ঝুলিয়ে রেখেছেন প্রশাসনের আধিকারিকরা । যদি আমাদের নিয়োগ হয় তো ভালো, না হলে এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে ।’’