ETV Bharat / state

চন্দ্রকোণায় বিনা মেঘে বজ্রপাত, মৃত যুবক - চন্দ্রকোণা

আজ দুপুরে মাঠে গোরু আনতে গিয়েছিলেন সুখেন্দু খামরুই ৷ সে সময় আকাশ পরিষ্কার ছিল ৷ এমনকি জৈষ্ঠ্যের দুপুরে চড়া রোদ তখন ৷ তাই মাঠের পাশে একটি ছাউনিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ গ্রামবাসীদের দাবি, হঠাৎই বাজ পড়তে শুরু করে সেখানে ৷ গ্রামের সবাই এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ৷

a-young-man-died-in-a-lightning-strike-without-clouds-in-chandrakona-west-medinipur
চন্দ্রকোণায় বিনা মেঘের বজ্রপাতে মৃত্যু এক যুবকের
author img

By

Published : May 23, 2021, 7:04 PM IST

চন্দ্রকোণা, 23 মে : এতদিনের প্রবাদ বাক্য বাস্তবে ফলে গেল ৷ বিনা মেঘের বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের ৷ চন্দ্রকোণা 2নং ব্লকের বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতের ঘনরামপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বজ্রাঘাতে মৃত্যু হয়েছে সুখেন্দু খামরুই নামে বছর পঁচিশের ওই যুবকের ৷

জানা গিয়েছে, আজ দুপুরে মাঠে গোরু আনতে গিয়েছিলেন সুখেন্দু খামরুই ৷ সে সময় আকাশ পরিষ্কার ছিল ৷ এমনকি জৈষ্ঠ্যের দুপুরে চড়া রোদ তখন ৷ তাই মাঠের পাশে একটি ছাউনিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ গ্রামবাসীদের দাবি, হঠাৎই বাজ পড়তে শুরু করে সেখানে ৷ গ্রামের সবাই এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ৷ বাজ পড়ায় সুখেন্দু খামরুই সেই ছাউনির নিচেই দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, বাজের আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি ৷ বিনা মেঘের এই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : চন্দ্রকোণায় পুকুর ভরাটের অভিযোগ, আটক আর্থমুভার, ট্রাক্টর

একমাত্র ছেলেরে মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার ৷ সুখেন্দুর বাবা মুক্তিপদ খামরুই পেশায় কৃষক ৷ ছেলেকে কষ্ট করে স্নাতক পর্যন্ত পড়াশোনা করিয়েছিলেন ৷ ঘটনার খবর পেয়ে গ্রামে যায় চন্দ্রকোণা থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

চন্দ্রকোণা, 23 মে : এতদিনের প্রবাদ বাক্য বাস্তবে ফলে গেল ৷ বিনা মেঘের বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের ৷ চন্দ্রকোণা 2নং ব্লকের বান্দিপুর 2নং গ্রাম পঞ্চায়েতের ঘনরামপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বজ্রাঘাতে মৃত্যু হয়েছে সুখেন্দু খামরুই নামে বছর পঁচিশের ওই যুবকের ৷

জানা গিয়েছে, আজ দুপুরে মাঠে গোরু আনতে গিয়েছিলেন সুখেন্দু খামরুই ৷ সে সময় আকাশ পরিষ্কার ছিল ৷ এমনকি জৈষ্ঠ্যের দুপুরে চড়া রোদ তখন ৷ তাই মাঠের পাশে একটি ছাউনিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ গ্রামবাসীদের দাবি, হঠাৎই বাজ পড়তে শুরু করে সেখানে ৷ গ্রামের সবাই এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ৷ বাজ পড়ায় সুখেন্দু খামরুই সেই ছাউনির নিচেই দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, বাজের আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি ৷ বিনা মেঘের এই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : চন্দ্রকোণায় পুকুর ভরাটের অভিযোগ, আটক আর্থমুভার, ট্রাক্টর

একমাত্র ছেলেরে মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার ৷ সুখেন্দুর বাবা মুক্তিপদ খামরুই পেশায় কৃষক ৷ ছেলেকে কষ্ট করে স্নাতক পর্যন্ত পড়াশোনা করিয়েছিলেন ৷ ঘটনার খবর পেয়ে গ্রামে যায় চন্দ্রকোণা থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.