ETV Bharat / state

Shalboni Accident : শালবনীতে টহলদারি গাড়িতে লরির ধাক্কায় আহত 5 পুলিশ কর্মী - পুলিশকর্মী আহত

শালবনীতে গভীর রাতে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা মারল একটি লরি ৷ ঘটনায় গাড়ির চালক সহ 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকি 2 জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি আরেকজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

A Truck hit a patroling car in Shalboni Five policemen were injured
শালবনিতে টহলদারি গাড়িতে লরির ধাক্কায় আহত 5 পুলিশকর্মী
author img

By

Published : Aug 26, 2021, 4:38 PM IST

শালবনী, 26 অগস্ট : গতকাল গভীর রাতে শালবনীতে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা মারল একটি লরি ৷ ঘটনায় গাড়িতে থাকা 5 পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগ গতকাল রাতে 60 নং জাতীয় সড়কের উপর মেদিনীপুর সিটি কলেজের সামনে টহলদারি গাড়িটি দাঁড়িয়ে ছিল ৷ গাড়ির ভিতর চালক-সহ মোট 5 জন পুলিশ কর্মী ছিলেন ৷ তখনই একটি 10 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা মারে ৷

আরও পড়ুন : ঝাড়খণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মালদার তিন শ্রমিক, জানে না প্রশাসন

পুলিশের তরফে জানানো হয়েছে, রাত 2 নাগাদ এই ঘটনাটি ঘটেছে ৷ মেদিনীপুর শহরের দিকে লরিটি যাচ্ছিল ৷ সেই সময় লরিটি সজোরে পুলিশের গাড়িতে ধাক্কা মারে ৷ ঘটনার পরেই লরির চালক এবং খালাসি সেখান থেকে পালিয়ে গিয়েছেন ৷ তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ অন্যদিকে, আহত 5 পুলিশ কর্মীর মধ্যে বিপ্লব পান্ডে নামে এক কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ বাকি 4 জনের মধ্যে 1 জন গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Road Accident : গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 14 জন

অন্যদিকে, পুলিশের তরফে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি ৷ চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা জানা সম্ভব হয়নি ৷ পাশাপাশি গাড়ির ব্রেক ফেল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ শালবনী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

শালবনী, 26 অগস্ট : গতকাল গভীর রাতে শালবনীতে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা মারল একটি লরি ৷ ঘটনায় গাড়িতে থাকা 5 পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ অভিযোগ গতকাল রাতে 60 নং জাতীয় সড়কের উপর মেদিনীপুর সিটি কলেজের সামনে টহলদারি গাড়িটি দাঁড়িয়ে ছিল ৷ গাড়ির ভিতর চালক-সহ মোট 5 জন পুলিশ কর্মী ছিলেন ৷ তখনই একটি 10 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা মারে ৷

আরও পড়ুন : ঝাড়খণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মালদার তিন শ্রমিক, জানে না প্রশাসন

পুলিশের তরফে জানানো হয়েছে, রাত 2 নাগাদ এই ঘটনাটি ঘটেছে ৷ মেদিনীপুর শহরের দিকে লরিটি যাচ্ছিল ৷ সেই সময় লরিটি সজোরে পুলিশের গাড়িতে ধাক্কা মারে ৷ ঘটনার পরেই লরির চালক এবং খালাসি সেখান থেকে পালিয়ে গিয়েছেন ৷ তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ অন্যদিকে, আহত 5 পুলিশ কর্মীর মধ্যে বিপ্লব পান্ডে নামে এক কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ বাকি 4 জনের মধ্যে 1 জন গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Road Accident : গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 14 জন

অন্যদিকে, পুলিশের তরফে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি ৷ চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা জানা সম্ভব হয়নি ৷ পাশাপাশি গাড়ির ব্রেক ফেল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ শালবনী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.