বেলদা, 3 মে: লকডাউনে ICC ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে ছোট্ট রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিলেন মেদিনীপুরের এক শিক্ষক l এমনকী সুমন মান্না নামে বেলদার ওই শিক্ষক কীর্তি ইন্ডিয়া বুক অব রেকর্ডেসেও স্থান পেয়েছে l ইতিমধ্যেই স্বীকৃতি স্বরূপ IBR মেডেল এবং সার্টিফিকেট তাঁর খাকুড়দার বাড়িতে এসে পৌঁছেছে l
ক্যামেরার সামনে মাত্র 50 মিনিটে একটি মাত্র দেশলাই কাঠি দিয়ে খালি চোখে ক্রিকেট বিশ্বকাপের রেপ্লিকা বানান পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দার সুমন মান্না l সম্পূর্ণ নিয়ম মেনে উচ্চতা পরিমাপ করে দেখা যায় রেপ্লিকা ট্রফিটি 12 মি.মি ও 0.47 ইঞ্চি l ইন্ডিয়া বুক অব রেকর্ডসও সুমন মান্নার এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে l লকডাউনের মধ্যেও 29 এ্রপ্রিল সুমনের বাড়িতে পৌঁছে গিয়েছে মেডেল ও সার্টিফিকেট l ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে পেরে তৃপ্ত সুমন l স্মলেস্ট ICC ওয়ার্ল্ড কাপ রেপ্লিকা শিরোনামে ন্যাশনাল রেকর্ডে জায়গা করে নিয়েছে তাঁর কাজ l
পেশায় স্কুল শিক্ষক হলেও, নেশা সৃজনশীল সৃষ্টিকর্ম l সবসময় চেষ্টা থাকে ব্যতিক্রমী কিছু করার l যা সবাইকে তাক লাগিয়ে দিতে পারে l প্রাথমিকভাবে চিত্রকর হওয়ার স্বপ্ন দেখলেও পারিবারিক অবস্থার কারণে তা হয়ে ওঠেনি l তবে মনের মধ্যে আলাদা কিছু করার তাগিদ জিইয়ে রেখেছিলেন সুমন l শুধু জেলা নয়, রাজ্য বা দেশের মুখ উজ্জ্বল করার মতো কিছু একটা করার চেষ্টায় ছিলেন তিনি l সেই প্রচেষ্টারই সাফল্য এল এবার l
নেহাতই খেয়াল বশে একদিন একটি মাত্র দেশলাই কাঠি দিয়ে বানিয়ে ফেলেছিলেন বিশ্বকাপের রেপ্লিকা l যেটি মূল ট্রফির মতোই হুবহু দেখতে l কাজটি করার পরেই নিজে বিষয়টি ই-মেল মারফত জানান এশিয়ান বুক অফ রেকর্ডস এর আওতাভুক্ত জাতীয় রেকর্ড অন্তর্ভুক্তকারী সংস্থা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস IBR-কে l কয়েকদিনের মধ্যেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে l ই-মেল মারফত গাইডলাইন দিয়ে জানান হয় কী ভাবে কাজটি করে দেখাতে হবে l সেই গাইডলাইন মেনে 3 মার্চ ক্যামেরার সামনে 50 মিনিট সময়ে একটি মাত্র দেশলাই কাঠি দিয়ে খালি চোখে আবার একটি প্রতিলিপি বানান তিনি l সম্পূর্ণ নিয়ম মেনে উচ্চতা পরিমাপ করে দেখা যায় 12 মি.মি. 0.47 ইঞ্চি এই ট্রফিটি l সেই সঙ্গে অন্যান্য নির্দেশ মেনে সমস্ত তথ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠান তিনি l রেকর্ড অন্তর্ভুক্তকারী সংস্থার বিশেষজ্ঞ দল সমস্ত বিষয় পর্যালোচনা করে 6 মার্চ মেল মারফত জানায় সুমন মান্নার কাজটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে l