ETV Bharat / state

দাসপুরে পুকুরে ডুবে মৃত্যু এক শিশুর - A child drowned in a pond

পুকুরের মধ্যে গাছের শিকড়ে পা জড়িয়ে মৃত্যু হল বছর আটের মণির । মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় ।

দাসপুরে পুকুরের জলে ডুবে প্রান হারাল এক শিশু
দাসপুরে পুকুরের জলে ডুবে প্রান হারাল এক শিশু
author img

By

Published : Jun 11, 2021, 10:31 PM IST

Updated : Jun 11, 2021, 10:56 PM IST

দাসপুর, 11 জুন : পুকুরে জলে ডুবে প্রাণ হারাল এক শিশু । দাসপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী মণি । অনুমান, পুকুরের মধ্যে গাছের শিকড়ে পা জড়িয়ে মৃত্যু হয়েছে একরত্তির ।

পুকুরে স্নান করতে নেমে আর বাড়ি ফিরল না দাসপুর থানার নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের বছর আটের মণি । পড়াশুনায় বেশ ভালো ছিল স্বপন দলুইয়ের এই মেজো মেয়ে মণি । কাজ করে বাড়ি ফিরে এসে মণিকে না পেয়ে খোঁজ শুরু করেন বাবা । সকাল ১১.৩০ নাগাদ পুকুর থেকে তোলা হয় ছোট্ট মণির নিথর দেহ ।

স্থানীয়রা জানান, ও একাই পুকুরে নেমে স্নান করে, কমবেশি সাঁতারও জানে । কিন্তু পুকুরে মধ্যে একটি গাছের শিকড়ে পা আটকে যায় তার । মূলত পুকুরে জলের মধ্যে পা আটকে এই মর্মান্তিক মৃত্যু বলে মনে করছেন প্রতিবেশীরা । বর্ষার মরশুমে গ্রামাঞ্চলের পুকুর জলাশয়গুলি বৃষ্টির জলে ভরে থাকে। যার জেরেই এই দুর্ঘটনা ৷

দাসপুর, 11 জুন : পুকুরে জলে ডুবে প্রাণ হারাল এক শিশু । দাসপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী মণি । অনুমান, পুকুরের মধ্যে গাছের শিকড়ে পা জড়িয়ে মৃত্যু হয়েছে একরত্তির ।

পুকুরে স্নান করতে নেমে আর বাড়ি ফিরল না দাসপুর থানার নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের বছর আটের মণি । পড়াশুনায় বেশ ভালো ছিল স্বপন দলুইয়ের এই মেজো মেয়ে মণি । কাজ করে বাড়ি ফিরে এসে মণিকে না পেয়ে খোঁজ শুরু করেন বাবা । সকাল ১১.৩০ নাগাদ পুকুর থেকে তোলা হয় ছোট্ট মণির নিথর দেহ ।

স্থানীয়রা জানান, ও একাই পুকুরে নেমে স্নান করে, কমবেশি সাঁতারও জানে । কিন্তু পুকুরে মধ্যে একটি গাছের শিকড়ে পা আটকে যায় তার । মূলত পুকুরে জলের মধ্যে পা আটকে এই মর্মান্তিক মৃত্যু বলে মনে করছেন প্রতিবেশীরা । বর্ষার মরশুমে গ্রামাঞ্চলের পুকুর জলাশয়গুলি বৃষ্টির জলে ভরে থাকে। যার জেরেই এই দুর্ঘটনা ৷

Last Updated : Jun 11, 2021, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.