ETV Bharat / state

Daspur Murder : দাসপুর মায়ের প্রেমিককে খুনে অভিযুক্ত ছেলে - Extramarital Affairs

মায়ের পরকিয়া জেনে ফেলায়, তাঁর প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (A Boy is Accused of Killing Lover of His Mother in West Medinipur) ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় রবিবার বিকালে অসিত মাইতি নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ আজ অভিযুক্ত তরুণ তুফান গিরিকে মালিগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

A Boy is Accused of Killing Lover of His Mother in West Medinipur
A Boy is Accused of Killing Lover of His Mother in West Medinipur
author img

By

Published : May 16, 2022, 5:47 PM IST

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 16 মে : প্রতিবেশীর সঙ্গে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন তুফান গিরি নামে এক তরুণ ৷ আর তার পরে মায়ের প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে (A Boy is Accused of Killing Lover of His Mother in West Medinipur) ৷ ঘটনাটি ঘটেছে দাসপুরের কিসমত নাড়াজোল এলাকায় ৷ অভিযুক্ত তুফানকে পিংলা থানার মালিগ্রাম থেকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, অসিম মাইতি নামে বছর 62’র ওই ব্যক্তিকে মারার পর গা ঢাকা দিয়েছিল তুফান ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে নাড়াজোলে একটি পুকুর পাড় থেকে অসিম মাইতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা ৷ তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাত ছিল ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই রবিবার বিকালে মৃত্যু হয় অসিত মাইতির ৷ পুলিশ জানিয়েছে, প্রাণে মারার জন্য নৃশংসভাবে পেটানো হয় তাঁকে ৷ এই ঘটনায় দাসপুর থানার পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ তখনই পাড়ার এক মহিলার সঙ্গে অসিত মাইতির সম্পর্কের কথা জানতে পারে পুলিশ ৷ জানতে পারে মহিলার 19 বছরের ছেলের সঙ্গে অসিত মাইতির ঝামেলার কথা ৷

আরও পড়ুন : Deganga Murder case : বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ! দেগঙ্গায় সুপারি কিলার দিয়ে খুন

এর পরেই পুলিশ তুফানের খোঁজ শুরু করে ৷ পিংলা থানার মালিগ্রাম থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ তুফান ক্যামেরার সামনেই তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে ৷ মাকে অসিত মাইতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে যায় বলে জানান তুফান ৷ এর পর রাতের অন্ধকারে অসিতের উপর চড়াও হয় সে ৷

জানা গিয়েছে, বছর 19’র তুফান ভিনরাজ্যে সোনার কাজ করত ৷ লকডাউনে বাড়ি ফিরে আসার পর দাসপুরেই তামার কাজে যোগ ৷ তুফানের বাবা বহুদিন আগেই মারা গিয়েছে ৷ অন্যদিকে, অসিত মাইতিও তাঁর স্ত্রী ও ছেলেমেয়র সঙ্গে থাকতেন না ৷ পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 16 মে : প্রতিবেশীর সঙ্গে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন তুফান গিরি নামে এক তরুণ ৷ আর তার পরে মায়ের প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে (A Boy is Accused of Killing Lover of His Mother in West Medinipur) ৷ ঘটনাটি ঘটেছে দাসপুরের কিসমত নাড়াজোল এলাকায় ৷ অভিযুক্ত তুফানকে পিংলা থানার মালিগ্রাম থেকে আজ গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, অসিম মাইতি নামে বছর 62’র ওই ব্যক্তিকে মারার পর গা ঢাকা দিয়েছিল তুফান ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে নাড়াজোলে একটি পুকুর পাড় থেকে অসিম মাইতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা ৷ তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাত ছিল ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই রবিবার বিকালে মৃত্যু হয় অসিত মাইতির ৷ পুলিশ জানিয়েছে, প্রাণে মারার জন্য নৃশংসভাবে পেটানো হয় তাঁকে ৷ এই ঘটনায় দাসপুর থানার পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ তখনই পাড়ার এক মহিলার সঙ্গে অসিত মাইতির সম্পর্কের কথা জানতে পারে পুলিশ ৷ জানতে পারে মহিলার 19 বছরের ছেলের সঙ্গে অসিত মাইতির ঝামেলার কথা ৷

আরও পড়ুন : Deganga Murder case : বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ! দেগঙ্গায় সুপারি কিলার দিয়ে খুন

এর পরেই পুলিশ তুফানের খোঁজ শুরু করে ৷ পিংলা থানার মালিগ্রাম থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ তুফান ক্যামেরার সামনেই তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে ৷ মাকে অসিত মাইতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে যায় বলে জানান তুফান ৷ এর পর রাতের অন্ধকারে অসিতের উপর চড়াও হয় সে ৷

জানা গিয়েছে, বছর 19’র তুফান ভিনরাজ্যে সোনার কাজ করত ৷ লকডাউনে বাড়ি ফিরে আসার পর দাসপুরেই তামার কাজে যোগ ৷ তুফানের বাবা বহুদিন আগেই মারা গিয়েছে ৷ অন্যদিকে, অসিত মাইতিও তাঁর স্ত্রী ও ছেলেমেয়র সঙ্গে থাকতেন না ৷ পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.