খড়গপুর, 3 ডিসেম্বর: আইআইটি খড়গপুর 2023 সালের প্লেসমেন্ট সেশনের প্রথম দিনেই প্রি-প্লেসমেন্ট অফার-সহ 700টিরও বেশি প্লেসমেন্ট অফার এল পড়ুয়াদের কাছে । শনিবার প্রায় 121টিরও বেশি প্রোফাইল খুলে দেখা যায়, তার মধ্যে 15টিরও বেশি আন্তর্জাতিক অফার পেয়েছেন পড়ুয়ারা । পাশপাশি ছয়জন শিক্ষার্থীকে প্লেসমেন্টের প্রথম দিনে কোটি টাকার বেশি চাকরির অফার করা হয়েছে ।
2023-24 সালের প্লেসমেন্ট প্রক্রিয়ার প্রথম দিকে নালন্দা কমপ্লেক্সে সশরীরে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রদের নিয়ে ইন্টারভিউ শুরু করা হয় । প্রায় 61টিরও বেশি কোম্পানি আইআইটি ছাত্রদের প্রধানত সফ্টওয়্যার, বিশ্লেষণ, ফিনান্স-ব্যাংকিং, পরামর্শ এবং প্রোফাইলে বিভিন্ন ভূমিকায় কাজ করার প্রস্তাব দিয়েছে ৷ এছাড়াও কোর ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে রয়েছে অ্যাপল, আর্থার ডি. লিটল, দ্য ভিঞ্চি, ক্যাপিটাল ওয়ান, দে শ, এক্সেল সার্ভিসেস, গ্লিন, গুগল, গ্র্যাভিশন, মাইক্রোসফট, স্কোয়ার পয়েন্ট, ডেটাব্রিকস, টিএসএম ও পাওলো অলটোর মতো কেম্পানিগুলি থেকে প্রি-প্লেসমেন্ট অফার এবং আরও অনেক কোম্পানি যারা প্রথম রাউন্ডে প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদেরও অফার পেয়েছে পড়ুয়ারা ।
এইদিন প্রায় 121টিরও বেশি প্রোফাইল খোলা হয়েছে, যাঁদের মধ্যে 15টিরও বেশি আন্তর্জাতিক অফার পেয়েছেন এবং ছয়জন শিক্ষার্থীকে প্লেসমেন্টের প্রথম দিনে এক কোটি টাকার বেশি সিটিসি অফার করা হয়েছে । ড্রাইভ কোম্পানিগুলি হাইব্রিড মোডে ইন্টারভিউ নিয়েছে এবং উল্লেখযোগ্য যে, সংস্থাগুলি সশরীরে উপস্থিত হয়েও এই কাজগুলি করে ।
এই বিষয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন প্রফেসর রাজীব মাইতি বলেন, যথাযথ কৌশল নিয়ে অনেক নতুন কোম্পানির কাছে পৌঁছনো, বাজারের দুর্বল সময়কে পরাস্ত করতে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় ইনস্টিটিউটের উত্তরাধিকারকে উন্নত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এই কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার প্রথমবারের মতো 'অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ 2023' আয়োজন করছে, যেখানে মূল উদ্দেশ্য হল এই দুটি বিশিষ্ট অঙ্গনের মধ্যে ব্যবধান পূরণ করা । যে সমস্ত সংস্থাগুলি এখানে ক্যাম্পাসে সশরীরে আসছে, তারা ইনস্টিটিউটে চলমান পাথ ব্রেকিং এবং অত্যাধুনিক গবেষণা কাজ ও প্রকল্পগুলি জানার সুযোগ পাচ্ছে । এই অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে, আগামী বছরগুলিতে আরও উপকারী এবং সিম্বায়োটিক সম্পর্ক গড়ে উঠতে পারে । এআইসি-এর ধারণাটি হল প্রফেসর মাইতির মস্তিষ্কের উদ্ভাবন ৷
অন্যদিকে, এই বিষয়ে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভিকে তিওয়ারি বলেন, "বেশিরভাগ বিশিষ্ট কোম্পানি ইতিমধ্যেই 2023 সালের অগস্ট মাসে ইন্টার্নশিপের জন্য ক্যাম্পাস পরিদর্শন করেছে এবং এই প্লেসমেন্ট সিজনের জন্য তাঁদের উপস্থিতিও নিবন্ধন করেছে ৷ যদিও সব পড়ুয়ারা 2023-24 সালের স্নাতক ব্যাচ ।"
আরও পড়ুন: