ঘাটাল, 2 অক্টোবর : জলমগ্ন ঘাটাল দেখল এক হৃদয়বিদারক দৃশ্য ৷ ডিঙিতে চাপিয়ে 6 বছরের ছেলের মৃতদেহ হাসপাতালে নিয়ে এলেন বাবা ৷ ক্রমাগত বৃষ্টি এবং বিভিন্ন বাঁধ ভেঙে জলে ডুবে গিয়েছে ঘাটাল ৷ সেই জমা জলে পড়েই প্রাণ হারাল এক শিশু ৷ ঘাটাল পৌরসভার 6 নম্বর ওয়ার্ড গম্ভীরনগর এলাকার ঘটনা ৷ স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন শিশুটির বাবা ৷
গম্ভীরনগর এলাকার বাসিন্দা শ্রীহরি চানকের 6 বছরের ছেলে সৌম্যদীপ চানক ৷ বন্যার জল ঢুকে বাড়ি নিচের অংশ জলমগ্ন ৷ তাই বাড়ির সকলেই উপরের ঘরে আশ্রয় নিয়েছিলেন ৷ তার মধ্যে শুক্রবার বাবার সঙ্গে নলকূপে স্নান করতে গিয়েছিল সৌম্যদীপ ৷ বিপদ ওৎ পেতে ছিল সেখানেই ৷ স্নান করতে গিয়ে অসাবধানবশত জলে ভেসে যায় সৌম্যদীপ ৷ হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকেন বাড়ির লোকজন ৷ এরপর সৌম্যদীপের নিথর দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷
এই নিয়ে চতুর্থবার বন্যায় ডুবল ঘাটাল । শুধু ঘাটালই নয়, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন । কয়েকটি বাঁধ ভেঙে পড়েছে ৷ বিভিন্ন জায়গায় বাঁধের উপর দিয়ে জল বইছে । এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে তোপ দেগেছেন । না জানিয়ে রাতের অন্ধকারে ডিভিসির হাজার হাজার কিউসেক জল ছাড়া ঠিক হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । যার ফলে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন জেলা । যদিও বিরোধীরা পাল্টা অভিযোগ এনেছে ৷ তাদের দাবি, সেচ দফতর আগে থেকে কোনও ব্যবস্থা নেয়নি ৷
আরও পড়ুন : Building Submerged: ঘাটালে ঝুমি নদীর জলে ভেঙে পড়ল দোতলা বাড়ি
পশ্চিম মেদিনীপুরের বহু এলাকা এখনও জলমগ্ন ৷ কাঁচা, পাকা বাড়ি মাটির তলায় । কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ প্রশাসন থেকে বিলি করা হচ্ছে ত্রিপল ও শুকনো খাবার ।