ETV Bharat / state

TMC Inner Clash: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত 5 - 5 injured in inner clash of tmc in medinipur

শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বুথ সভাপতির অনুগামীদের সঙ্গে পঞ্চায়েত সদস্যের অনুগামীদের সংঘর্ষে আহত হলেন পাঁচ তৃণমূল সমর্থক(TMC Inner Clash)৷ মেদিনীপুরের পাঁচখুরির ঘটনা ৷

ETV Bharat
পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
author img

By

Published : Dec 7, 2022, 3:54 PM IST

পাঁচখুরি, 7 ডিসেম্বর: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর সদরের পাঁচখুরি এলাকা । আহত 5 তৃণমূল সমর্থক (5 Injured in Inner Clash of TMC in Paschim Medinipur)৷ মঙ্গলবার সন্ধের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ ৷

মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি অঞ্চলের বীরসিংহ গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এদিন আহত হন একাধিক দলীয় কর্মী-সমর্থক। এর মধ্যে দুই কর্মীর মাথা ফাটে ও হাত ভাঙে একজনের ৷ গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎই বচসায় জড়ায় শাসকদলের দু'পক্ষ । এলাকার বুথ সভাপতি শেখ আখতার আলির অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামের অনুগামীদের । লাঠি এবং বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ । প্রসঙ্গত, এর আগেও এলাকা দখলের কারণে একাধিকবার শাসকদলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকা । মঙ্গলবারও এলাকা দখলকে কেন্দ্র করেই কোন্দল বলে দাবি আহত তৃণমূল কর্মীদের(TMC Inner Clash in Paschim Medinipur)।

তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে আহত সমর্থক ও বিজেপি নেতার বক্তব্য

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ধিক্কার জানিয়েছে বিজেপি। এ বিষয়ে জেলার বিজেপি নেতা অরূপ দাস বলেন, "তৃণমূলের মধ্যে শুধু টাকা আর কাটমানি নিয়ে গণ্ডগোল ৷ তৃণমূল আর গোষ্ঠী কোন্দল সমার্থক। বোমা-বন্দুক আর কাটমানি নিয়েই এই গোষ্ঠী কোন্দল চলছে । যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে তত বাড়বে এই দ্বন্দ্ব । তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে ৷"

আরও পড়ুন : ঘাটালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক নিয়ে বিতর্ক, কড়াবার্তা দেবাংশুর

পাঁচখুরি, 7 ডিসেম্বর: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর সদরের পাঁচখুরি এলাকা । আহত 5 তৃণমূল সমর্থক (5 Injured in Inner Clash of TMC in Paschim Medinipur)৷ মঙ্গলবার সন্ধের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ ৷

মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি অঞ্চলের বীরসিংহ গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এদিন আহত হন একাধিক দলীয় কর্মী-সমর্থক। এর মধ্যে দুই কর্মীর মাথা ফাটে ও হাত ভাঙে একজনের ৷ গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎই বচসায় জড়ায় শাসকদলের দু'পক্ষ । এলাকার বুথ সভাপতি শেখ আখতার আলির অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামের অনুগামীদের । লাঠি এবং বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ । প্রসঙ্গত, এর আগেও এলাকা দখলের কারণে একাধিকবার শাসকদলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকা । মঙ্গলবারও এলাকা দখলকে কেন্দ্র করেই কোন্দল বলে দাবি আহত তৃণমূল কর্মীদের(TMC Inner Clash in Paschim Medinipur)।

তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে আহত সমর্থক ও বিজেপি নেতার বক্তব্য

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ধিক্কার জানিয়েছে বিজেপি। এ বিষয়ে জেলার বিজেপি নেতা অরূপ দাস বলেন, "তৃণমূলের মধ্যে শুধু টাকা আর কাটমানি নিয়ে গণ্ডগোল ৷ তৃণমূল আর গোষ্ঠী কোন্দল সমার্থক। বোমা-বন্দুক আর কাটমানি নিয়েই এই গোষ্ঠী কোন্দল চলছে । যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে তত বাড়বে এই দ্বন্দ্ব । তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে ৷"

আরও পড়ুন : ঘাটালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক নিয়ে বিতর্ক, কড়াবার্তা দেবাংশুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.