মেদিনীপুর, 21 সেপ্টেম্বর: পুরনো ঐতিহ্যশালী দুর্গাপুজোর মধ্যে অন্যতম হল মেদিনীপুর শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো(409 Year old Medinipur Nandibari Durga Puja is Facing Financial Crisis due to the Land Dispute)। এই পুজোকে ঘিরে এক সময় উৎসব মুখর হত মেদিনীপুর ৷ দূরদূরান্তের বহু মানুষ যোগ দিত এই পুজোতে ।
চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজোকে এখনও একডাকে চেনে মেদিনীপুর শহর(Traditional Durga Puja in Paschim Medinipur)৷ প্রায় 409 বছরের পুরনো যে পুজোর জাঁকজমকে হাজির হত শয়ে শয়ে মানুষ, সেই পুজোই এখন চলছে নমো নমো করে । অথচ 409 বছর আগে নিজেদের জমিদারির ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্যই তৎকালীন সময়ে রামচাঁদ নন্দী এই পুজোর সূচনা করেন । মূলত চতুর্থী থেকে শুরু হত মায়ের আরাধনা । ষষ্ঠী থেকে ঘট ডুবিয়ে পুজোর সূচনা করতেন ঘরের মহিলারা । নিয়ম ছিল না বলি প্রথার ৷ নন্দীবাড়ির পুজোতে ভোগ নিবেদনের ব্যাপার ছিল না ৷ কেবল 80 কেজি চালের নৈবেদ্য দিয়ে মাকে পুজো করা হতো । পালকি ও ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন শোভাযাত্রা হত ৷ সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা । যার টানেই ছুটে আসতেন অনেকে(409 Year Old Medinipur Nandibari Durga Puja)৷