ETV Bharat / state

গণনা চলাকালীন ঘাটালে আক্রান্ত 3 তৃণমূল কর্মী - clash

তৃণমূল কর্মীদের অভিযোগ, BJP কার্যালয়ের সামনে তাদের বেধড়ক মারধর করা হয় । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত হয়েছে । কে বা কারা এই হামলা চালিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ।

তৃণমূল কর্মী
author img

By

Published : May 24, 2019, 6:21 AM IST

Updated : May 24, 2019, 6:53 AM IST

ঘাটাল, 24 মে : গণনার সময় ঘাটালে আক্রান্ত 3 জন তৃণমূল কর্মী । অভিযোগ, BJP কর্মীরা এই আক্রমণ করে । যার জেরে মাথা ফাটে তৃণমূল কর্মীদের । জখম অবস্থায় জখমদের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । আজ ঘটনাটি ঘটে বালিডাঙা এলাকায় । ঘটনায় ঘাটাল থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল বিকেলে কয়েকজন দলীয় কর্মী ঘাটাল থেকে বাড়ি ফিরছিল । সেই সময় বালিডাঙায় BJP কার্যালয়ের সামনে তাদের বেধড়ক মারধর করা হয় । তারপর এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জানা গেছে, জখমদের মধ্যে একজনের নাম সুবীর প্রামাণিক । বাকিদের নাম জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত হয়েছে । কে বা কারা এই হামলা চালিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ।

ঘাটাল, 24 মে : গণনার সময় ঘাটালে আক্রান্ত 3 জন তৃণমূল কর্মী । অভিযোগ, BJP কর্মীরা এই আক্রমণ করে । যার জেরে মাথা ফাটে তৃণমূল কর্মীদের । জখম অবস্থায় জখমদের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । আজ ঘটনাটি ঘটে বালিডাঙা এলাকায় । ঘটনায় ঘাটাল থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল বিকেলে কয়েকজন দলীয় কর্মী ঘাটাল থেকে বাড়ি ফিরছিল । সেই সময় বালিডাঙায় BJP কার্যালয়ের সামনে তাদের বেধড়ক মারধর করা হয় । তারপর এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জানা গেছে, জখমদের মধ্যে একজনের নাম সুবীর প্রামাণিক । বাকিদের নাম জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত হয়েছে । কে বা কারা এই হামলা চালিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ।

sample description
Last Updated : May 24, 2019, 6:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.