ETV Bharat / state

পিকনিকে গিয়ে খালে তলিয়ে গিয়েছিল তিন যুবক, আজ দেহ উদ্ধার

তকাল রাত থেকে পুলিশ ও স্থানীয়রা খালে তল্লাশি শুরু করে ।  কিন্তু তাঁদের কোনও হদিশ মেলেনি ৷ আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ ৷ খড়গপুর সিভিল ডিফেন্সের টিম বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ প্রথমে অর্ক রায়ের দেহ উদ্ধার হয় ৷ পরে উদ্ধার হয় বাকি দুইজনের দেহ ৷

Chandrakona
পিকনিকে গিয়ে তলিয়ে গেল তিন যুবক
author img

By

Published : Dec 29, 2019, 7:18 PM IST

চন্দ্রকোণা, 29 ডিসেম্বর : খাল থেকে উদ্ধার হল তিন যুবকের দেহ ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া এলাকার ৷ গতকাল পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালে তলিয়ে যায় 3 জন ৷ তাদের নাম শোভনকান্তি রায়, অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল । আজ সকালে তাদের দেহ উদ্ধার হয় । চন্দ্রকোণা থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷

চন্দ্রকোণার কাতারডাঙ্গা এলাকায় গতকাল পিকনিক করতে যায় আট বন্ধু ৷ তাদের মধ্যে শোভন, অর্ক ও শুভজিৎ পিকনিক স্পট থেকে কিছুটা দূরে কেঠিয়া খালে স্নান করতে নেমেছিল ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও তিন বন্ধু না ফেরায় বাকিরা খোঁজ শুরু করে ৷ খালের ধারে তিনজনের পোশাক ও জুতো পড়ে ছিল । এরপর খবর পাঠানো হয় চন্দ্রকোনা থানায় ৷

গতকাল রাত থেকে পুলিশ ও স্থানীয়রা খালে তল্লাশি শুরু করে । কিন্তু তাঁদের কোনও হদিশ মেলেনি ৷ আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ ৷ খড়গপুর সিভিল ডিফেন্সের টিম বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ প্রথমে অর্কর দেহ উদ্ধার হয় ৷ পরে উদ্ধার হয় বাকি দুইজনের দেহ ৷

চন্দ্রকোণা, 29 ডিসেম্বর : খাল থেকে উদ্ধার হল তিন যুবকের দেহ ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া এলাকার ৷ গতকাল পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালে তলিয়ে যায় 3 জন ৷ তাদের নাম শোভনকান্তি রায়, অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল । আজ সকালে তাদের দেহ উদ্ধার হয় । চন্দ্রকোণা থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷

চন্দ্রকোণার কাতারডাঙ্গা এলাকায় গতকাল পিকনিক করতে যায় আট বন্ধু ৷ তাদের মধ্যে শোভন, অর্ক ও শুভজিৎ পিকনিক স্পট থেকে কিছুটা দূরে কেঠিয়া খালে স্নান করতে নেমেছিল ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও তিন বন্ধু না ফেরায় বাকিরা খোঁজ শুরু করে ৷ খালের ধারে তিনজনের পোশাক ও জুতো পড়ে ছিল । এরপর খবর পাঠানো হয় চন্দ্রকোনা থানায় ৷

গতকাল রাত থেকে পুলিশ ও স্থানীয়রা খালে তল্লাশি শুরু করে । কিন্তু তাঁদের কোনও হদিশ মেলেনি ৷ আজ সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ ৷ খড়গপুর সিভিল ডিফেন্সের টিম বোট নামিয়ে তল্লাশি শুরু করে ৷ প্রথমে অর্কর দেহ উদ্ধার হয় ৷ পরে উদ্ধার হয় বাকি দুইজনের দেহ ৷

Intro:পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালের জলে তলিয়ে যাওয়া তিন বন্ধু শোভনকান্তী রায়,অর্ক রায় ও শুভজিৎ মঙ্গলের অবশেষে উদ্ধার করলো পুলিশ l ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া এলাকার ,গতকাল স্নান করতে নেমে খালের জলে তলিয়ে গিয়েছিলো 3 জন l Body:পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালের জলে তলিয়ে যাওয়া তিন বন্ধু শোভনকান্তী রায়,অর্ক রায় ও শুভজিৎ মঙ্গলের অবশেষে উদ্ধার করলো পুলিশ l ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া এলাকার ,গতকাল স্নান করতে নেমে খালের জলে তলিয়ে গিয়েছিলো 3 জন l


অবশেষে তলিয়ে যাওয়া তিন যুবক কে উদ্ধার হলো l তিন বন্ধু শোভনকান্তী রায়,অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল প্রত্যকের বয়স 32 এবং তিনজনই জাড়া এলাকারই বাসিন্দা l তিনজনের মধ্যে শোভনকান্তী রায় পেশায় প্রফেসার,অর্ক রায় বেসরকারি সংস্থায় কর্মরত এবং অপরজন শুভজিৎ মঙ্গল বর্তমানে মাস কমিউনিকশনের ছাত্র l স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,শনিবার জাড়া এলাকার কাতারডাঙ্গা এলাকায় মোট 5 জন বন্ধু পিকনিক করার সময় 3 জন পিকনিকস্থল থেকে দূরে কেঠিয়া খালে স্নান করতে যাওয়ার কথা বলে বেরোয় l সন্ধ্যা গড়িয়ে গেলে তিন বন্ধু না ফেলায় কেঠিয়া খালে বাকি বন্ধুরা খোঁজ করলে খালের ধারে তিনজনের পোশাক,জুতো মিললেও শোভনকান্তী,অর্ক ও শুভজিৎ এর কোনও হদিশ না মেলায় বাকিরা বেগতিক বুঝে স্থানীয়দের পুরো ঘটনা জানালে ঘটনার খবর চন্দ্রকোনা থানায় দেওয়া হয় l ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ,অন্ধকারে লাইট জ্বেলে পুলিশ ও স্থানীয়রা খালের জলে খোঁজার চেষ্টা করলেও শনিবার তিনজনের কোনও হদিশ মেলেনি l প্রাথমিক অনুমান তিনজন মদ্যপ অবস্থায় ছিলো হয়তো সেকারণেই জলে তলিয়ে গেছে l গতকাল স্থানীয়দের সহযোগিতায় রাতভোর তল্লাশি চালায় চন্দ্রকোনা থানার পুলিশ কোনও হদিশ না মেলায় রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করে পুলিশ l পুলিশ জানায়,খড়গপুর সিভিল ডিফেন্স এর একটি টিম সকাল থেকে বোট নামিয়ে তল্লাশি শুরু করছে ডিএমজির আরও একটি টিম আসানসোল থেকে চন্দ্রকোনার জাড়ার উদ্দেশ্য আসে l তিনজনের মধ্যে প্রথমে অর্ক রায়কে আগে উদ্ধার করা হয় l বাকি দুজনের খোঁজে ফের তল্লাশি চালায় উদ্ধারকারী দল l উল্লেখ্য,গতকাল চন্দ্রকোনা থানার জাড়া এলাকারই বাসিন্দা আট বন্ধু কাতারডাঙ্গা এলাকায় পিকনিক করার সময় তিন বন্ধু পাশেই কেঠিয়া খালে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে l প্রথম বন্ধুর পর অবশেষে উদ্ধার হলো বাকি দুই বন্ধুর দেহ l ডিএমজির ডুবুরি একই জায়গা থেকে উদ্ধার করে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর দেহ l দেহগুলি ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায় পুলিশ l

মৃত এক যুবকের কাকা চিরঞ্জিত মঙ্গলের বক্তব্য ছোটবেলা থেকে ওরা এখানে পিকনিক করতে আসত এবছরও এসেছিল l দুপুর নাগাদ ওরা স্নান করতে নামে কিন্তু বিকেল গড়িয়ে গেলে পাঁচজনের মধ্যে দুজন উঠলেও তিনজন উঠে আসেনি l এর পর ওরা বিষয়টা খোঁজাখুঁজি করে এবং এলাকার লোক কে জানায় l পাশাপাশি বাড়িতে খবর দেয় একটা আশঙ্কা করেও l এরপর পুলিশকে জানায় এবং গোটা রাতে খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি যেহেতু এই খালের জলের প্রাকৃতিক কারণ হিসেবে ঘর্ষণের ফলে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যায় l সেই গর্ত ওরা বুঝতে না পেরে তলিয়ে যায় l তাই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেছে l যেহেতু ওরা সবাই শিক্ষিত এবং সিনিয়র ছিল তারপরও এ ধরনের ঘটনা ঘটে গেল সেটা অবশ্যই দুঃখজনক l যদিও এইখানকার এলাকার লোক এখানে স্নান করতে নামে না ,তারা বিষয়টা জানে বলে কিন্তু ওরা না জেনেই নেমে গিয়েছিল l
Conclusion:পিকনিকে গিয়ে স্নান করতে নেমে খালের জলে তলিয়ে যাওয়া তিন বন্ধু শোভনকান্তী রায়,অর্ক রায় ও শুভজিৎ মঙ্গলের অবশেষে উদ্ধার করলো পুলিশ l ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া এলাকার ,গতকাল স্নান করতে নেমে খালের জলে তলিয়ে গিয়েছিলো 3 জন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.