ETV Bharat / state

Garbeta Death : ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু যুবকের - গড়বেতায় জলে ডুবে মৃত্যু যুবকের

ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করে পুকুরে স্নান করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার এক যুবক ৷ স্নান করতে গিয়ে কোনওভাবে তলিয়ে যান তিনি ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷

Death
Death
author img

By

Published : Sep 20, 2021, 8:34 AM IST

Updated : Sep 20, 2021, 11:49 AM IST

গড়বেতা, 19 সেপ্টেম্বর : পরিবারের প্রবীণতম মানুষটির মৃত্যুশোকে তখনও কাতর পরিবারটি ৷ সেইসময় এল আরও এক মর্মান্তিক খবর ৷ ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নাতির ৷ ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার 1 নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের কোড়ুই গ্রাম । তরতাজা ওই যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ৷ পরিবারের লোকেরা বলছেন, একজনের শেষকৃত্যে আরও এক প্রিয়জনকে হারাতে হবে তা ভাবতেও পারিনি ।

মৃত যুবকের নাম শুকদেব দুলে ৷ বয়স আনুমানিক কুড়ি বছর । স্থানীয় সূত্রে খবর, শনিবার শুকদেব দুলের ঠাকুমার মৃত্যু হয় ৷ শনিবার রাতে ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করে গ্রামেরই একটি পুকুরে স্নান করতে যান শুকদেব ৷ কিন্তু কোনওভাবে তিনি পুকুরে তলিয়ে যান । এরপর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধারের চেষ্টা করে । কিন্তু তাঁকে শনিবার রাতে উদ্ধার করা সম্ভব হয়নি । রবিবার সকালে গ্রামবাসীদের চেষ্টায় পুকুর থেকে শুকদেবের মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে রবিবার গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : Children Death : গাড়ির ভিতরে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত 3 শিশু

কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের বাবা অজিত দুলে ৷ তিনি বলেন, "মায়ের মৃত্যুর দিনই ছেলেকে হারাতে হবে তা ভাবতেও পারিনি ৷" ঘটনার খবর পেয়ে দুলে পরিবারকে সমবেদনা জানাতে যান তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল প্রধান খোদেজা বিবি শেখ এবং তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুল শেখ । তাঁরা মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।

গড়বেতা, 19 সেপ্টেম্বর : পরিবারের প্রবীণতম মানুষটির মৃত্যুশোকে তখনও কাতর পরিবারটি ৷ সেইসময় এল আরও এক মর্মান্তিক খবর ৷ ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নাতির ৷ ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার 1 নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের কোড়ুই গ্রাম । তরতাজা ওই যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ৷ পরিবারের লোকেরা বলছেন, একজনের শেষকৃত্যে আরও এক প্রিয়জনকে হারাতে হবে তা ভাবতেও পারিনি ।

মৃত যুবকের নাম শুকদেব দুলে ৷ বয়স আনুমানিক কুড়ি বছর । স্থানীয় সূত্রে খবর, শনিবার শুকদেব দুলের ঠাকুমার মৃত্যু হয় ৷ শনিবার রাতে ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করে গ্রামেরই একটি পুকুরে স্নান করতে যান শুকদেব ৷ কিন্তু কোনওভাবে তিনি পুকুরে তলিয়ে যান । এরপর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধারের চেষ্টা করে । কিন্তু তাঁকে শনিবার রাতে উদ্ধার করা সম্ভব হয়নি । রবিবার সকালে গ্রামবাসীদের চেষ্টায় পুকুর থেকে শুকদেবের মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে রবিবার গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : Children Death : গাড়ির ভিতরে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত 3 শিশু

কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের বাবা অজিত দুলে ৷ তিনি বলেন, "মায়ের মৃত্যুর দিনই ছেলেকে হারাতে হবে তা ভাবতেও পারিনি ৷" ঘটনার খবর পেয়ে দুলে পরিবারকে সমবেদনা জানাতে যান তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল প্রধান খোদেজা বিবি শেখ এবং তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুল শেখ । তাঁরা মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।

Last Updated : Sep 20, 2021, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.