ETV Bharat / state

স্নানে গিয়ে কাঁসাই নদীতে ডুবে মৃত্যু 2 নাবালকের - সামাট

স্থানীয়দের দাবি, নদীতে কম জল হলেও নদী থেকে বালি তোলার জেরে কিছু কিছু জায়গায় গভীর গর্ত হয়ে রয়েছে এবং সেই গর্তের পাশে রয়েছে চোরাবালি । তাঁদের অনুমান, ছেলে দুটির বা শুধু ঋত্বিকের পা ওই চোরাবালিতে পড়ে , ফলে দুজনেই জলে আছড়ে পড়ে । সামলে ওঠার আগেই চোরাবালিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায় তারা ।

স্নানে গিয়ে কাঁসাই নদীতে তলিয়ে গেল দুটি তরতাজা প্রাণ
স্নানে গিয়ে কাঁসাই নদীতে তলিয়ে গেল দুটি তরতাজা প্রাণ
author img

By

Published : Apr 25, 2021, 8:09 AM IST

দাসপুর, 25 এপ্রিল : কাঁসাই নদীতে ডুবে মৃত্যু হল দুই নাবালকের ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বালিপোতা গ্রামে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দাসপুর থানার সামাট গ্রামের পাত্র পরিবারের ছোট্ট সুদীপ (6) তার দাদুর সঙ্গে বালিপোতা গ্রামে এক আত্মীয়ের বাড়ি যায় । বেলা গড়ালে দাদুর উপস্থিতিতে সুদীপ পাড়ারই এক ছেলে ঋত্বিক ঘোষের (12) সঙ্গে বালিপোতার খেয়াঘাটের সামনে কাঁসাই নদীতে স্নানে নামে । সুদীপকে কাঁধে চাপিয়ে ঋত্বিক হাঁটু সমান জলে ছোটাছুটি করতে করতে হঠাৎ সবার চোখের আড়ালে চলে যায় । অন্যরা ভাবে তারা হয়ত বাড়ি চলে গেছে ।

এদিকে বেলা বারোটা নাগাদ দাদু বাড়ি ফিরে দেখেন সুদীপ তখনও বাড়ি আসেনি । এরপর প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজি করার পরে কাঁসাই নদীতে মেলে সুদীপ ও ঋত্বিকের নিথর দেহ ।

শনিবার দুপুরে এই ঘটনার পর শোকস্তব্ধ হয়ে পড়ে দাসপুর থানার সামাট ও বালিপোতা গ্রাম । জানা গেছে, বালিপোতার বছর বারোর ঋত্বিক নিয়মিত নদীতেই স্নান করে এবং সে সাঁতারও জানত । নদীতে সামান্য জল থাকা সত্ত্বেও কেন এই মর্মান্তিক পরিণতি সেটাই ভেবে পাচ্ছে না ঋত্বিকের পরিবার ?

তবে এলাকাবাসীদের দাবি, নদীতে কম জল হলেও নদী থেকে বালি তোলার জেরে কিছু কিছু জায়গায় গভীর গর্ত হয়ে রয়েছে এবং সেই গর্তের পাশে রয়েছে চোরাবালি । তাঁদের অনুমান, ছেলে দুটির বা শুধু ঋত্বিকের পা ওই চোরাবালিতে পড়ে , ফলে দুজনেই জলে আছড়ে পড়ে । সামলে ওঠার আগেই চোরাবালিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায় তারা ।

আরও পড়ুন : কোভ্যাকসিনের দাম রাজ্যগুলির জন্য 600 টাকা, বেসরকারি হাসপাতালে দ্বিগুণ

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ এই ঘটনার পর মানুষজন চাইছে এখানে বালি তোলা থেকে বিরত হোক খাদান মালিকরা । না হলে হয়ত এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে থাকবে ।

দাসপুর, 25 এপ্রিল : কাঁসাই নদীতে ডুবে মৃত্যু হল দুই নাবালকের ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বালিপোতা গ্রামে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দাসপুর থানার সামাট গ্রামের পাত্র পরিবারের ছোট্ট সুদীপ (6) তার দাদুর সঙ্গে বালিপোতা গ্রামে এক আত্মীয়ের বাড়ি যায় । বেলা গড়ালে দাদুর উপস্থিতিতে সুদীপ পাড়ারই এক ছেলে ঋত্বিক ঘোষের (12) সঙ্গে বালিপোতার খেয়াঘাটের সামনে কাঁসাই নদীতে স্নানে নামে । সুদীপকে কাঁধে চাপিয়ে ঋত্বিক হাঁটু সমান জলে ছোটাছুটি করতে করতে হঠাৎ সবার চোখের আড়ালে চলে যায় । অন্যরা ভাবে তারা হয়ত বাড়ি চলে গেছে ।

এদিকে বেলা বারোটা নাগাদ দাদু বাড়ি ফিরে দেখেন সুদীপ তখনও বাড়ি আসেনি । এরপর প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজি করার পরে কাঁসাই নদীতে মেলে সুদীপ ও ঋত্বিকের নিথর দেহ ।

শনিবার দুপুরে এই ঘটনার পর শোকস্তব্ধ হয়ে পড়ে দাসপুর থানার সামাট ও বালিপোতা গ্রাম । জানা গেছে, বালিপোতার বছর বারোর ঋত্বিক নিয়মিত নদীতেই স্নান করে এবং সে সাঁতারও জানত । নদীতে সামান্য জল থাকা সত্ত্বেও কেন এই মর্মান্তিক পরিণতি সেটাই ভেবে পাচ্ছে না ঋত্বিকের পরিবার ?

তবে এলাকাবাসীদের দাবি, নদীতে কম জল হলেও নদী থেকে বালি তোলার জেরে কিছু কিছু জায়গায় গভীর গর্ত হয়ে রয়েছে এবং সেই গর্তের পাশে রয়েছে চোরাবালি । তাঁদের অনুমান, ছেলে দুটির বা শুধু ঋত্বিকের পা ওই চোরাবালিতে পড়ে , ফলে দুজনেই জলে আছড়ে পড়ে । সামলে ওঠার আগেই চোরাবালিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায় তারা ।

আরও পড়ুন : কোভ্যাকসিনের দাম রাজ্যগুলির জন্য 600 টাকা, বেসরকারি হাসপাতালে দ্বিগুণ

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ এই ঘটনার পর মানুষজন চাইছে এখানে বালি তোলা থেকে বিরত হোক খাদান মালিকরা । না হলে হয়ত এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.