মেদিনীপুর, 14 অগস্ট: মেদিনীপুর হোমিওপ্যাথিক হাউস স্টাফকে মারধর এবং তাঁর বান্ধবীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল গুড়গুড়ি পাল থানার পুলিশ। এই ঘটনায় ধৃত দুই যুবককে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। মূলত পুলিশ তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে ওই যুবকের কাছ থেকে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা নিয়েই তদন্ত করবে পুলিশ ৷
শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের খয়েরুল্লা চক ফুলপাহাড়িতে এক স্বাস্থ্যকর্মী বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ৷ সেখানেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। ফুলপাহাড়ি ড্যামের কাছাকাছি জঙ্গল সংলগ্ন এলাকায় প্রথমে ওই চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তার কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। সেইসঙ্গে বান্ধবীকে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা ৷ প্রায় 5 ঘণ্টা পর রাত 12টা নাগাদ তাঁকে ওই এলাকারই একটি নির্জন বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
সেই ঘটনাতেই রবিবার ফুলপাহাড়ি সংলগ্ন আমড়াতলা গ্রামের দুই যুবককে গ্রেফতার করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম শেখ কাদেম ও বিপ্লব চালক। ওইদিনই তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশের আবেদন মেনে ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। বান্ধবীকে নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর ওই এলাকার গ্রামবাসীরা আহত হোমিওপ্যাথিক হাউস স্টাফ তথা অর্ঘ্যপ্রভকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভরতি করেন ৷
এরপরই অভিযানে নামে গুড়গুড়ি পাল ও কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শুক্রবার রাতভর চলে তল্লাশি অভিযান। এরপরই ওই তরুণীকে জঙ্গলের মধ্যে এক নির্জন বাড়ি থেকে উদ্ধার করা হয়। যদিও তাঁকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। যদিও তিনি সুস্থই হয়েই ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, এখনও চিকিৎসায় চলছে অর্ঘ্যপ্রভ'র ৷
আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মী, তরুণীকে নিয়ে বেপাত্তা দুষ্কৃতীরা