ETV Bharat / state

Youth Dies by Suicide: বিয়েতে প্রেমিকার পরিবারের আপত্তিতে কাঁকসায় আত্মঘাতী প্রেমিক ! - দুর্গাপুর

Youth Dies by Suicide in Pashim Bardhaman: বিয়েতে নারাজ প্রেমিকার পরিবার ৷ হতাশায় পশ্চিম বর্ধমানের কাঁকসায় এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ৷ বুধবার এই ঘটনা ঘটেছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ উদ্ধার হয়েছে সুইসাইড নোট ৷

Youth Dies by Suicide
Youth Dies by Suicide
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 5:38 PM IST

দুর্গাপুর, 18 অক্টোবর: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমানের কাঁকসায় ৷ বুধবার সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ । মৃত যুবকের নাম মিলন ডোম বয়স৷ আনুমানিক 25 বছর । দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় কাজ করতেন ।

মৃতদেহ উদ্ধারের সময় বিছানা থেকে এক পাতার সুইসাইড নোট পাওয়া গিয়েছে । সুইসাইড নোটে লেখা, ‘‘আমি যাকে ভালবাসতাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম । কিন্তু প্রেমিকার মা এবং বাবা বিয়েতে আপত্তি করে । পালিয়ে বিয়ে করতেও নারাজ হয় প্রেমিকা । আর সেই কষ্টেই আত্মহত্যার পথ বেছে নিয়েছি ।’’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ । পুলিশ সুইসাইড নোট এবং যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ৷ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে থানার পুলিশ । এই মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা । কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

Youth Dies by Suicide
যুবকের অস্বাভাবিক মৃত্যুর পর শোকার্ত পরিবার৷ বুধবার পশ্চিম বর্ধমানের কাঁকসায়৷

দুর্গোৎসবের ঠিক আগেই এই ঘটনায় কাঁকসা থানার বিদবিহার এলাকার বেতা গ্রামের মানুষরা কার্যত হতবাক । মৃতের কাকা বিনয় ডোম বলেন, "আমরা কিছুই জানি না । সকালে চিৎকার চেঁচামেচি শুনে আমরা ওদের বাড়িতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ করা । দরজা খুলতেই গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখি মিলনকে । গতকাল রাতে ও এসে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ে । পরিবারের কেউ কিছুই জানে না । আজ তার মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত ।"

পুলিশ এখনও এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ সুইসাইড নোটে প্রেমিকার নাম ও পরিচয় লেখা ছিল কি না, সেটা জানা যায়নি ৷ পরিবারের সদস্যরা মিলনের প্রেমের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ৷ ফলে এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: জামুড়িয়ায় কয়লা খনিতে পাথর চাপা পড়ে নাবালকের মৃত্যু

দুর্গাপুর, 18 অক্টোবর: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমানের কাঁকসায় ৷ বুধবার সকালে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ । মৃত যুবকের নাম মিলন ডোম বয়স৷ আনুমানিক 25 বছর । দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় কাজ করতেন ।

মৃতদেহ উদ্ধারের সময় বিছানা থেকে এক পাতার সুইসাইড নোট পাওয়া গিয়েছে । সুইসাইড নোটে লেখা, ‘‘আমি যাকে ভালবাসতাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম । কিন্তু প্রেমিকার মা এবং বাবা বিয়েতে আপত্তি করে । পালিয়ে বিয়ে করতেও নারাজ হয় প্রেমিকা । আর সেই কষ্টেই আত্মহত্যার পথ বেছে নিয়েছি ।’’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ । পুলিশ সুইসাইড নোট এবং যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ৷ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে থানার পুলিশ । এই মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা । কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

Youth Dies by Suicide
যুবকের অস্বাভাবিক মৃত্যুর পর শোকার্ত পরিবার৷ বুধবার পশ্চিম বর্ধমানের কাঁকসায়৷

দুর্গোৎসবের ঠিক আগেই এই ঘটনায় কাঁকসা থানার বিদবিহার এলাকার বেতা গ্রামের মানুষরা কার্যত হতবাক । মৃতের কাকা বিনয় ডোম বলেন, "আমরা কিছুই জানি না । সকালে চিৎকার চেঁচামেচি শুনে আমরা ওদের বাড়িতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ করা । দরজা খুলতেই গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখি মিলনকে । গতকাল রাতে ও এসে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ে । পরিবারের কেউ কিছুই জানে না । আজ তার মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত ।"

পুলিশ এখনও এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ সুইসাইড নোটে প্রেমিকার নাম ও পরিচয় লেখা ছিল কি না, সেটা জানা যায়নি ৷ পরিবারের সদস্যরা মিলনের প্রেমের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ৷ ফলে এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: জামুড়িয়ায় কয়লা খনিতে পাথর চাপা পড়ে নাবালকের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.