দুর্গাপুর, 14 অগাস্ট : দুর্গাপুর ইস্পাত নগরীতে সুদ কারবারিদের দাপটে গত দু‘দিন আগে মৃত্যু হয় কলেজ পড়ুয়া রোহন দাসের। রোহনের দাদা রাহুল দাস সুদ কারবারিদের কাছ থেকে টাকা ধার নেন। সেই টাকা রাহুল শোধ করতে না পারার জন্য বাড়ির লোকেদের উপর রীতিমতো চাপ দেওয়া হত ও ভাই রোহন দাসকে একা পেয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করা হত বলে অভিযোগ উঠেছে।
সেজন্যই রোহন আত্মঘাতী হন। ঘটনায় বেশ কয়েকজন সুদকারবারির নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তারপর থেকেই পলাতক মূল অভিযুক্তরা।
দুর্গাপুর ইস্পাত নগরী সেকেন্ডারি এলাকায় রয়েছে সুদ কারবারিদের মধ্যে মূল অভিযুক্ত কৃপাসিন্ধু মিশ্র ৷ বর্তমানে তিনি পলাতক ৷ তাঁর ডেকরেটার্সের দোকান রয়েছে । ক্ষোভে গতকাল দুপুরে তাঁর দোকানে প্রায় 150 জন লোকজন ভাঙচুর চালান ৷ পুলিশ অভিযুক্ত সুদ কারবারিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, সুদের ব্যবসা যাঁরা করছিলেন, তাঁদের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। গতকাল একজনের বন্ধ দোকানে চড়াও হন ক্ষুব্ধ কিছু মানুষ। পুলিশ খবর পেয়ে যাওয়ার আগেই ওই ভাঙচুরকারীরা চলে যান।
আরও পড়ুন : Suicide Durgapur : দুর্গাপুরে আত্মঘাতী মেধাবী যুবক, পাওনাদারদের তাণ্ডবের জের ?
গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে ৷ খুব তাড়াতাড়ি মধ্যেই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।