দুর্গাপুর, 28 মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কে (Extra Marital Affairs) টানাপোড়েনের জের ৷ নিজের ও যুবতীর গায়ে আগুন লাগিয়ে দিলেন প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উখড়া গ্রামের পুরাতন হাটতলায় । দু'জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে । অভিযুক্তের নাম বাপি বাউড়ি (38) ৷
জানা গিয়েছে, দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক তাঁদের । তবে সেই সম্পর্কে হঠাৎ ছেদ ঘটেছিল । এরপর দু'জনেই নিজের নিজের বিবাহিত জীবনযাপন করছিলেন । কিন্তু আবার গত কয়েকদিন ধরেই দু'জনের সংঘাত শুরু হয় । যুবতীর নাম সরস্বতী বাউড়ি(32) ৷ তিনি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন ৷ ওই মহিলাকে বাইরে প্রকাশ্য রাস্তায় ডাকেন যুবক ৷ এরপর প্রথমে যুবক মহিলার গায়ে কেরোসিন তেল ঢালেন ৷ তারপর নিজের গায়েও কোরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে যুবতীকে জড়িয়ে ধরেন বলে জানা গিয়েছে (Young man burns his lover and himself) ৷
পুলিশ সূত্রে খবর, ওই মহিলাকে জড়িয়ে ধরতেই দাউ দাউ করে জ্বলে ওঠে দু'জনেই । প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে দুজনে দাউ দাউ করে জ্বলতে থাকার সঙ্গে বিকট চিৎকার করতে থাকে । দু'জনেরই বাড়ি স্থানীয় শুকোপাড়া সংলগ্ন বাউরি পাড়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উখড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা । তিনি এবং স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুকরা হাটতলা এলাকায় । প্রকাশ্য রাস্তায় এই দুজনকে দাউ দাউ করে জ্বলতে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন । পুরো ঘটনার তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ ।
বর্তমানে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন । বাপির স্ত্রী পার্বতী বাউড়ি বলেন, "ওই মহিলার সঙ্গে বাপির দশ বছরের বিবাহবহির্ভূত সম্পর্ক । দু'জনের মধ্যে সাম্প্রতিককালে ঝগড়া ঝাটি চলছিল । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । তার জেরেই এই ঘটনা বলে মনে হচ্ছে ।" সরস্বতীর দেওর রমেশ আঁকুড়ে অবশ্য বলেন, "আমরা ওই ঘটনার সম্পর্কে কিছুই জানি না । কী কারণে এই ঘটনা ঘটল, তা বলতে পারব না ।"
আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে পাকড়াও ! কুলপিতে গৃহবধূ ও তাঁর প্রেমিককে বিবস্ত্র করে মারধর