ETV Bharat / state

"এখনও সময় আছে", সতর্ক করলেন যমরাজ ও চিত্রগুপ্ত - অন্ডালের বাজারে ঘুরছে যমরাজ ও চিত্রগুপ্ত

স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। এবার তাই অন্যভাবে সচেতনতার বার্তা দিল অন্ডালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্থানীয় উখড়া বাজারে দেখা গেল যমরাজ ও চিত্রগুপ্তকে।

Yamraj and Chitragupta visiting Andal Bazaa
যমরাজ ও চিত্রগুপ্ত
author img

By

Published : Apr 24, 2020, 5:31 PM IST

দুর্গাপুর 24 এপ্রিল: "বিশ্বে তাণ্ডব চালাচ্ছে কোরোনা । যমপুরী ভরে গেছে। এখনও সময় আছে। স্বাস্থ্যবিধি মেনে চল । সাবধান হও।" অন্ডালের উখড়া বাজারে এভাবেই সবাইকে সতর্ক করলেন যমরাজ ও চিত্রগুপ্ত

আজ সকাল থেকেই যমরাজ ও চিত্রগুপ্ত সেজে দুই ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন অন্ডাল থানা এলাকার উখড়া বাজারে আসা সকলকে। বার্তা দিলেন, "মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।"

Yamraj and Chitragupta visiting Andal Bazaa
উখড়া বাজারে মাস্ক বিতরণ করছেন যমরাজ।

কোরোনার সংক্রমণ রুখতে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। একই কথা বলছে বিশেষজ্ঞরাও। এমনকী জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও চালানো হচ্ছে। তবুও অনেকেই সচেতন হচ্ছেন না। তাঁদের সচেতন করতেই খনি অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন "প্রয়াস"-এর এই উদ্যোগ। সংস্থার দুই সদস্য যমরাজ ও চিত্রগুপ্ত সেজে আজ ঘুরে বেড়ালেন উখড়া বাজার এলাকায়। সবজি বাজার থেকে শুরু করে স্থানীয় ব্যাঙ্কের সামনে মানুষের ভিড় দেখলেই বলে উঠলেন, "বিশ্বে কোরোনা তাণ্ডব চালাচ্ছে। যমপুরী ভরে গেছে। এখনও সময় আছে। সাবধান হও।" যাঁরা স্বাস্থ্যবিধি না মেনে পথে বেরিয়েছেন খাতায় তাঁদের নামও লিখতে দেখা গেল চিত্রগুপ্তকে। একই সঙ্গে আজ "প্রয়াস"-এর তরফে যাঁরা রাস্তায় মাস্ক পরে বেরোননি, তাঁদের মাস্কও দেওয়া হয় ।

অন্ডালের উখড়া বাজারে আসা অনেকেই মাস্ক না পরার দোষ স্বীকার করে যমরাজের কাছে ক্ষমাও চান।

দুর্গাপুর 24 এপ্রিল: "বিশ্বে তাণ্ডব চালাচ্ছে কোরোনা । যমপুরী ভরে গেছে। এখনও সময় আছে। স্বাস্থ্যবিধি মেনে চল । সাবধান হও।" অন্ডালের উখড়া বাজারে এভাবেই সবাইকে সতর্ক করলেন যমরাজ ও চিত্রগুপ্ত

আজ সকাল থেকেই যমরাজ ও চিত্রগুপ্ত সেজে দুই ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন অন্ডাল থানা এলাকার উখড়া বাজারে আসা সকলকে। বার্তা দিলেন, "মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।"

Yamraj and Chitragupta visiting Andal Bazaa
উখড়া বাজারে মাস্ক বিতরণ করছেন যমরাজ।

কোরোনার সংক্রমণ রুখতে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। একই কথা বলছে বিশেষজ্ঞরাও। এমনকী জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও চালানো হচ্ছে। তবুও অনেকেই সচেতন হচ্ছেন না। তাঁদের সচেতন করতেই খনি অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন "প্রয়াস"-এর এই উদ্যোগ। সংস্থার দুই সদস্য যমরাজ ও চিত্রগুপ্ত সেজে আজ ঘুরে বেড়ালেন উখড়া বাজার এলাকায়। সবজি বাজার থেকে শুরু করে স্থানীয় ব্যাঙ্কের সামনে মানুষের ভিড় দেখলেই বলে উঠলেন, "বিশ্বে কোরোনা তাণ্ডব চালাচ্ছে। যমপুরী ভরে গেছে। এখনও সময় আছে। সাবধান হও।" যাঁরা স্বাস্থ্যবিধি না মেনে পথে বেরিয়েছেন খাতায় তাঁদের নামও লিখতে দেখা গেল চিত্রগুপ্তকে। একই সঙ্গে আজ "প্রয়াস"-এর তরফে যাঁরা রাস্তায় মাস্ক পরে বেরোননি, তাঁদের মাস্কও দেওয়া হয় ।

অন্ডালের উখড়া বাজারে আসা অনেকেই মাস্ক না পরার দোষ স্বীকার করে যমরাজের কাছে ক্ষমাও চান।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.