দুর্গাপুর, 1 মে: মে দিবসেই আন্দোলনে সামিল হলেন 175 জন সাফাই কর্মী । দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা । তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ অন্যায়ভাবে 30 জন সাফাইকর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছে ।
দুর্গাপুর থানা এলাকার বি-জ়োন বিজড়া অঞ্চলের এক হাসপাতাল কর্তৃপক্ষ 30 জন সাফাই কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় । এই দুর্দিনে এমনভাবে ছাঁটাই করায় আন্দোলনে নামেন সহকর্মীরা । মে দিবসেই 175 জন সাফাই কর্মী কাজ বন্ধ করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান । অভিযোগ, লকডাউন চলাকালীন হাসপাতালের আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ায় 30 জন সাফাই কর্মীকে ছাঁটাই করার কথা জানিয়ে দেওয়া হয় । সঙ্গে 175 জন কর্মীকে 30 দিনের জায়গায় মাসে মাত্র 16 দিন রোটেশন করে কাজ করানোর কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ ।
আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা শুনে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন 175 জন কর্মী । আন্দোলনরত সাফাই কর্মীদের বক্তব্য, "যেদিন হাসপাতালের ভালো অবস্থা ছিল সেদিন এই 30 জনকে প্রয়োজন ছিল । আজ পরিস্থিতি খারাপ হতেই কর্মীদের পরিবারের কথা চিন্তা না করে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে । আমরা চাই সহকর্মীদের কাজে ফিরিয়ে নেওয়া হোক ।" যদিও বিষয়টি নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছু বলা হয়নি ।