ETV Bharat / state

দলনেত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও দুর্গাপুরে ধর্মঘটে সামিল INTTUC - Bharat Petroleum Corporation Limited in Durgapur

ভারত পেট্রোলিয়ামের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর BPCL-র কর্মচারীরা আজ ধর্মঘট করেন ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC সহ মোট 25টি শ্রমিক সংগঠন এই ধর্মঘটে যোগ দেন ৷

strike
strike
author img

By

Published : Nov 28, 2019, 3:10 PM IST

Updated : Nov 28, 2019, 3:19 PM IST

কাঁকসা , 28 নভেম্বর : ধর্মঘট করা যাবে না ৷ কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায় ৷ কিন্তু দলনেত্রীর নির্দেশকে অমান্য করে দুর্গপুরে ধর্মঘটে সামিল INTTUC ৷ ভারত পেট্রোলিয়ামের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে রাজবাঁধে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) কর্মচারীরা আজ ধর্মঘট করেন ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে অন্য শ্রমিক সংগঠনগুলিও ধর্মঘটে যোগ দেন ৷

দুর্গাপুর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের LPG ইউনিটের সম্পাদক স্নেহাশিস মণ্ডল বলেন , "মোদি সরকারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি ৷ আমরা কাজ বন্ধ রাখছি ৷ যাতে কেন্দ্রীয় সরকার বুঝতে পারে এই সিদ্ধান্ত সঠিক নয় ৷ দেশের ক্ষতি হচ্ছে ৷ আমরা চাই এই বিলগ্নীকরণ যেন না হয় ৷ "

আজ কাজ বন্ধ রাখেন শ্রমিকরা ৷ অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের সমর্থন করে আন্দোলনে সামিল হল কংগ্রেস সহ মোট 25টি শ্রমিক সংগঠন । টার্মিনালে আসা সমস্ত ট্যাঙ্কারকে ঢুকতে বাধা দেয় ৷ ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদেরও ৷

দেখুন ভিডিয়ো...

আন্দোলনকারীদের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত শ্রমিকরা মানে না ৷ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ প্রয়োজনে অনিদিষ্টকালের ধর্মঘটের পথে যাবে শ্রমিকরা ।

দুর্গাপুর LPG প্ল্যান্টের কর্মী অনুপকুমার বলেন , "কেন্দ্র জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ৷ আমরা আজ 24 ঘণ্টার প্রতীকি ধর্মঘট করছি ৷ যদি কেন্দ্র না শোনে তবে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথ বেছে নেব ৷ "এই আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় টার্মিনাল চত্বরে । BMS বাদে সবকটি শ্রমিক সংগঠন এই আন্দোলনে অংশ নেয় ।

কাঁকসা , 28 নভেম্বর : ধর্মঘট করা যাবে না ৷ কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায় ৷ কিন্তু দলনেত্রীর নির্দেশকে অমান্য করে দুর্গপুরে ধর্মঘটে সামিল INTTUC ৷ ভারত পেট্রোলিয়ামের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে রাজবাঁধে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) কর্মচারীরা আজ ধর্মঘট করেন ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে অন্য শ্রমিক সংগঠনগুলিও ধর্মঘটে যোগ দেন ৷

দুর্গাপুর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের LPG ইউনিটের সম্পাদক স্নেহাশিস মণ্ডল বলেন , "মোদি সরকারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি ৷ আমরা কাজ বন্ধ রাখছি ৷ যাতে কেন্দ্রীয় সরকার বুঝতে পারে এই সিদ্ধান্ত সঠিক নয় ৷ দেশের ক্ষতি হচ্ছে ৷ আমরা চাই এই বিলগ্নীকরণ যেন না হয় ৷ "

আজ কাজ বন্ধ রাখেন শ্রমিকরা ৷ অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের সমর্থন করে আন্দোলনে সামিল হল কংগ্রেস সহ মোট 25টি শ্রমিক সংগঠন । টার্মিনালে আসা সমস্ত ট্যাঙ্কারকে ঢুকতে বাধা দেয় ৷ ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদেরও ৷

দেখুন ভিডিয়ো...

আন্দোলনকারীদের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত শ্রমিকরা মানে না ৷ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ প্রয়োজনে অনিদিষ্টকালের ধর্মঘটের পথে যাবে শ্রমিকরা ।

দুর্গাপুর LPG প্ল্যান্টের কর্মী অনুপকুমার বলেন , "কেন্দ্র জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ৷ আমরা আজ 24 ঘণ্টার প্রতীকি ধর্মঘট করছি ৷ যদি কেন্দ্র না শোনে তবে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথ বেছে নেব ৷ "এই আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় টার্মিনাল চত্বরে । BMS বাদে সবকটি শ্রমিক সংগঠন এই আন্দোলনে অংশ নেয় ।

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে কাঁকসার রাজবাঁধে বিপিসিএল এর টার্মিনালে টিএমসি র শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি সহ প্রায় সব শ্রমিক সংগঠনের মিলিত শ্রমিক ঐক্য বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হল।
ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের রাজবাঁধে সংস্থার টার্মিনালে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলো শ্রমিকরা। শ্রমিকদের এই বিক্ষোভকে সমর্থন করে আন্দোলনে সামিল হলো কংগ্রেস সহ পঁচিশটি শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল থেকে সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। ঢুকতে বাঁধা দেয় টার্মিনালে আসা সমস্ত ট্যাঙ্কারকে, ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদের। এই আন্দোলনের জেরে নিমেষে উত্তেজনা ছড়ায় টার্মিনাল চত্বরে। আন্দোলনকারীদের তরফে জানিয়ে দেওয়া হয় যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার না করছেন ততদিন এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে অনিদিষ্টকালের ধর্মঘটের পথে যাবে শ্রমিকরা। বিএমএস বাদে সবকটি শ্রমিক সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসীন হওয়ার পরে বন্ধ,ধর্মঘটের বিরুদ্ধাচরণ করেছেন। আজ তার দলের শ্রমিক সংগঠন প্রমান করল ""দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া"" শ্রমিকদের আন্দোলনের হাতিয়ার বনধ, ধর্মঘট।।Body:হConclusion:হ
Last Updated : Nov 28, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.