কাঁকসা , 28 নভেম্বর : ধর্মঘট করা যাবে না ৷ কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায় ৷ কিন্তু দলনেত্রীর নির্দেশকে অমান্য করে দুর্গপুরে ধর্মঘটে সামিল INTTUC ৷ ভারত পেট্রোলিয়ামের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে রাজবাঁধে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) কর্মচারীরা আজ ধর্মঘট করেন ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে অন্য শ্রমিক সংগঠনগুলিও ধর্মঘটে যোগ দেন ৷
দুর্গাপুর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের LPG ইউনিটের সম্পাদক স্নেহাশিস মণ্ডল বলেন , "মোদি সরকারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি ৷ আমরা কাজ বন্ধ রাখছি ৷ যাতে কেন্দ্রীয় সরকার বুঝতে পারে এই সিদ্ধান্ত সঠিক নয় ৷ দেশের ক্ষতি হচ্ছে ৷ আমরা চাই এই বিলগ্নীকরণ যেন না হয় ৷ "
আজ কাজ বন্ধ রাখেন শ্রমিকরা ৷ অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের সমর্থন করে আন্দোলনে সামিল হল কংগ্রেস সহ মোট 25টি শ্রমিক সংগঠন । টার্মিনালে আসা সমস্ত ট্যাঙ্কারকে ঢুকতে বাধা দেয় ৷ ঢুকতে বাধা দেওয়া হয় আধিকারিকদেরও ৷
আন্দোলনকারীদের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত শ্রমিকরা মানে না ৷ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ প্রয়োজনে অনিদিষ্টকালের ধর্মঘটের পথে যাবে শ্রমিকরা ।
দুর্গাপুর LPG প্ল্যান্টের কর্মী অনুপকুমার বলেন , "কেন্দ্র জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ৷ আমরা আজ 24 ঘণ্টার প্রতীকি ধর্মঘট করছি ৷ যদি কেন্দ্র না শোনে তবে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথ বেছে নেব ৷ "এই আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় টার্মিনাল চত্বরে । BMS বাদে সবকটি শ্রমিক সংগঠন এই আন্দোলনে অংশ নেয় ।