ETV Bharat / state

Worker Dead in DSP: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু, দুর্ঘটনায় ছিন্নভিন্ন দেহ

author img

By

Published : Dec 2, 2022, 11:18 AM IST

Updated : Dec 2, 2022, 11:58 AM IST

যান্ত্রিক ত্রুটির কারণে ছিন্নভিন্ন দুর্গাপুর ইস্পাত কারখানার এক শ্রমিকের দেহ (Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault) ৷ বৃহস্পতিবার রাতে আশুতোষ ঘোষাল নামে ওই স্থায়ী কর্মীর মৃত্যু হয়েছে ৷

Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault
Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault

দুর্গাপুর, 2 ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের এক শ্রমিকের মৃত্যু হল দুর্ঘটনার কবলে পড়ে ৷ আরএমএইপি বিভাগের স্থায়ী কর্মী আশুতোষ ঘোষাল ৷ তাঁর বয়স 54 বছর ৷ জানা গিয়েছে কাজ করার সময় কনভেয়ার বেল্টে বিপত্তির জেরে আশুতোষ ঘোষালের দেহ টুকরো-টুকরো হয়ে যায় (Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault) ৷

প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানায় এনিয়ে গত দিন পনেরোর মধ্যে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আর একজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গত নভেম্বর মাসের শেষের দিকে গলে যাওয়া লোহা গায়ে পড়ে চারজন ঠিকা কর্মী পুড়ে যান ৷ যে ঘটনায় 3 জনের মৃত্যু হয় এবং 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ সেই রেশ কাটতে না কাটতেই গত পরশুদিন আরও একটি দুর্ঘটনা ঘটে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে তিন

জানা গিয়েছে, এক ঠিকা কর্মী বৈদ্যুতিক প্যানেল বক্সে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ৷ সেই সময় প্যানেল বক্স বিষ্ফোরণের জেরে সেই ঠিকা কর্মীর দেহের 80 শতাংশ পুড়ে যায় ৷ তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেই ঠিকা কর্মী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ আর সেই ঘটমনার 1 দিনের মাথায় গত রাতে স্থায়ী শ্রমিক আশুতোষ ঘোষালের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত সংস্থার কারখানায় ৷ স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷ বারবার দুর্ঘটনায় একের পর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ইস্পাত কারখানার বাকি কর্মীরা ৷

দুর্গাপুর, 2 ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের এক শ্রমিকের মৃত্যু হল দুর্ঘটনার কবলে পড়ে ৷ আরএমএইপি বিভাগের স্থায়ী কর্মী আশুতোষ ঘোষাল ৷ তাঁর বয়স 54 বছর ৷ জানা গিয়েছে কাজ করার সময় কনভেয়ার বেল্টে বিপত্তির জেরে আশুতোষ ঘোষালের দেহ টুকরো-টুকরো হয়ে যায় (Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault) ৷

প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানায় এনিয়ে গত দিন পনেরোর মধ্যে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আর একজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গত নভেম্বর মাসের শেষের দিকে গলে যাওয়া লোহা গায়ে পড়ে চারজন ঠিকা কর্মী পুড়ে যান ৷ যে ঘটনায় 3 জনের মৃত্যু হয় এবং 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ সেই রেশ কাটতে না কাটতেই গত পরশুদিন আরও একটি দুর্ঘটনা ঘটে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে তিন

জানা গিয়েছে, এক ঠিকা কর্মী বৈদ্যুতিক প্যানেল বক্সে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ৷ সেই সময় প্যানেল বক্স বিষ্ফোরণের জেরে সেই ঠিকা কর্মীর দেহের 80 শতাংশ পুড়ে যায় ৷ তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেই ঠিকা কর্মী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ আর সেই ঘটমনার 1 দিনের মাথায় গত রাতে স্থায়ী শ্রমিক আশুতোষ ঘোষালের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত সংস্থার কারখানায় ৷ স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷ বারবার দুর্ঘটনায় একের পর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ইস্পাত কারখানার বাকি কর্মীরা ৷

Last Updated : Dec 2, 2022, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.