ETV Bharat / state

জামুড়িয়ায় মা-কে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে - জামুড়িয়ায় মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

কোদাল দিয়ে মাকে খুনের অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে ৷ জামুড়িয়া থানার পড়াশিয়া মাঝিপাড়া এলাকার ঘটনা ৷

Jamuria Murder
author img

By

Published : May 25, 2020, 8:58 PM IST

জামুড়িয়া , 25 মে : মা-কে খুনের অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে ৷ মৃতার নাম সোনামণি টুডু (46)। জামুড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ওই যুবককে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ । জামুড়িয়া থানা এলাকার পড়াশিয়া মাঝিপাড়া এলাকার ঘটনা ৷

স্থানীয় বাসিন্দা রমেশ টুডু বলেন, আজ বিকেল চারটে নাগাদ জামুড়িয়া পড়াশিয়া মাঝিপাড়ায় বাড়ির উঠোনে কাজ করছিল সোনামণি টুডু ও তাঁর ভাইয়ের বউ । সেই সময় উঠোনের মধ্যেই ঘোরাফেরা করছিল সোনামণি টুডুর ছেলে । হঠাৎ-ই কোদাল দিয়ে মাকে মাথায় আঘাত করে সে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সোনামণি । এই ঘটনার পর আশপাশের সকলে ছুটে আসে । খবর দেওয়া হয় জামুড়িয়া থানায় ।

ঘটনাস্থানে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে সোনামণি টুডুর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

এদিকে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে । লকডাউনের ফলে কাজ বন্ধ থাকায় চিকিৎসা করাতে পারছিলেন না তাঁরা ৷ তাকে আটক করেছে পুলিশ ।

জামুড়িয়া , 25 মে : মা-কে খুনের অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে ৷ মৃতার নাম সোনামণি টুডু (46)। জামুড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ওই যুবককে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ । জামুড়িয়া থানা এলাকার পড়াশিয়া মাঝিপাড়া এলাকার ঘটনা ৷

স্থানীয় বাসিন্দা রমেশ টুডু বলেন, আজ বিকেল চারটে নাগাদ জামুড়িয়া পড়াশিয়া মাঝিপাড়ায় বাড়ির উঠোনে কাজ করছিল সোনামণি টুডু ও তাঁর ভাইয়ের বউ । সেই সময় উঠোনের মধ্যেই ঘোরাফেরা করছিল সোনামণি টুডুর ছেলে । হঠাৎ-ই কোদাল দিয়ে মাকে মাথায় আঘাত করে সে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সোনামণি । এই ঘটনার পর আশপাশের সকলে ছুটে আসে । খবর দেওয়া হয় জামুড়িয়া থানায় ।

ঘটনাস্থানে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে সোনামণি টুডুর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

এদিকে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে । লকডাউনের ফলে কাজ বন্ধ থাকায় চিকিৎসা করাতে পারছিলেন না তাঁরা ৷ তাকে আটক করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.