দুর্গাপুর, 21 এপ্রিল: দুর্গাপুরে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র মধ্যে অন্তর্দ্বন্দ্ব ক্রমে বড় আকার নিচ্ছে ৷ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে পৌরসভা নির্বাচনে ভোটবাক্সে সুবিধা পেয়ে যেতে পারে বিরোধীরা ৷
দুর্গাপুর মূলত শ্রমিক শ্রেণির শহর । দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত বড় বড় ভারী শিল্পের কারখানার পাশাপাশি ছোট ছোট বহু কারখানায় হাজার হাজার শ্রমিকের বসবাস । শ্রমিক নগরী দুর্গাপুরে তাই শ্রমিক শ্রেণি ও তাদের পরিবার সমস্ত নির্বাচনে একটা বড় ভূমিকা গ্রহণ করে । একসময় এই শ্রমিক শ্রেণির রাশ সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর হাতে ছিল । সমস্ত কারখানায় ঠিকা এবং স্থায়ী শ্রমিক সংগঠনের ব্যাটন ছিল সিটুর হাতে ।
সিটুর পাশাপাশি কেন্দ্রে যেহেতু কংগ্রেসের সরকার ছিল, তাই রাষ্ট্রায়ত্ত ডিএসপি, এএসপি কারখানায় স্থায়ী শ্রমিক সংগঠনে আইএনটিইউসি-র প্রভাব ছিল । এখনও ডিএসপি কারখানায় সিটু, আইএনটিইউসি-র মজবুত সংগঠন স্থায়ী শ্রমিক সংগঠনের ক্ষেত্রে । শ্রমিক সংগঠনের ক্ষেত্রে রাশ রয়েছে রাজ্যের শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হাতে ।
2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই দুর্গাপুর ইস্পাত কারখানায় সিটুকে হঠিয়ে ক্ষমতা দখল করে আইএনটিটিইউসি । তারপর থেকে দামোদর দিয়ে বহু জল বয়ে গিয়েছে । বারংবার দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল । সেই সময় শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের হাতে অবিভক্ত বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভানেত্রী দোলা সেন । প্রভাত চট্টোপাধ্যায় দোলা সেন ঘনিষ্ঠ বলেই পরিচিত ।
কিন্তু দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী ভরা সভায় প্রভাত চট্টোপাধ্যায়কে ভর্ৎসনা করেন । এমনকী তাঁকে আর কোনও কারখানায় শ্রমিক সংগঠন সামলানোর জন্য যেতেও বারণ করে দেন । সেই সময় পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বনাথ পাড়িয়ালের হাতে । বিশ্বনাথ পাড়িয়াল ও তাঁর অনুগামীরা দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের রাশ হাতে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন । কারণ তখনও পর্যন্ত প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় হাত ছিল আইএনটিটিইউলি রাজ্য সভানেত্রী দোলা সেনের ।
মুখ্যমন্ত্রী নিজে ডেকে বিশ্বনাথ পাড়িয়ালকে পশ্চিম বর্ধমান জেলার শিল্প শ্রমিকদের সংগঠন দেখভালের দায়িত্ব দিলেও বিশ্বনাথ পাড়িয়াল ব্যর্থ হন দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে প্রভাত চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের হাত থেকে ঠিকা শ্রমিক সংগঠনের রাশ কেড়ে নিতে ।
বেশ কয়েকবার বিশ্বনাথ পাড়িয়াল বনাম প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে । যার ফলস্বরূপ 2016 সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দুটি বিধানসভা আসনে পরাজিত হতে হয় শাসক দলের প্রার্থীদের । 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দুর্গাপুর থেকে বিপুল ভোটে এগিয়ে থাকেন । দুর্গাপুরের একের পর এক কারখানায় তখন শুধুই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অন্তদ্বন্দ্ব । এরপর পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে । অন্যদিকে, দোলা সেনের পরিবর্তে শাসক দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।
দুর্গাপুরের প্রায় সমস্ত কারখানায় ঠিকা শ্রমিক সংগঠনের দায়িত্ব এতদিন যাদের কাঁধে ছিল তাঁদের বদল করা শুরু হয়েছে । তাই ফের দুর্গাপুরের রাজনৈতিক আকাশে কালো মেঘ । পৌরসভা নির্বাচনের আগেই দুর্গাপুরে ফের দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের রাশ কাদের হাতে থাকবে, তাই নিয়ে শুরু হয়েছে সংঘাত ।
বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে আইএনটিটিইউসি-র জনসভা আয়োজিত হয় । কয়েকদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার এতদিন পর্যন্ত ঠিকা শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলানো সাতজন নেতাকে তাঁরা আর আএনটিটিইউসি-র কেউ নয় বলে সাংবাদিক সম্মেলন করে জানান । তবে খুব অবাক করার মতো ঘটনা হলেও যাঁর নেতৃত্বে এতদিন দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক সংগঠন পরিচালিত হত, সেই প্রভাত চট্টোপাধ্যায় থেকে গেলেও তাঁর অনুগামী বলে পরিচিত সাত জনকে আইএনটিটিইউসির কেউ নন বলে জানানো হয়েছে । আর তা নিয়েই তৃণমূল কংগ্রেসের অন্দরেও জন্মেছে ক্ষোভ। তৈরি হয়েছে সংঘাতপূর্ণ বাতাবরণ।
বৃহস্পতিবার তার সামান্য ছবি ধরা পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে । অভিযোগ, যে 7 জন নেতাকে আইএনটিটিইউসি-র কেউ নয় বলে জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাঁদের মধ্যে অন্যতম শেখ শাহাবুদ্দিনের গাড়িতে পাথর ছোড়ে আইএনটিটিইউসি-র নবনিযুক্ত পদাধিকারী গোলাম রসূল মীর ও তাঁর সঙ্গীরা ।
রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত হচ্ছে দুর্গাপুরে । তার আঁচ পড়তে পারে দুর্গাপুরের বেশ কিছু এলাকায়। মেনগেট, আমরাই, আরতি এই সমস্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । বৃহস্পতিবার থেকেই দুর্গাপুরের আমরাই গ্রামে পুলিশি টহলদারি দেখা গিয়েছে । শিল্প নগরী দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠনের এই অন্তদ্বন্দ্বের প্রভাব কি পড়বে না আসন্ন নগরনিগম এবং পঞ্চায়েত নির্বাচনে ? এই মুহূর্তে রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতি কাণ্ডে শাসক দল যখন কোনঠাসা তখন দুর্গাপুরে শাসক দলের শ্রমিক সংগঠনের অন্তর্দন্দ্ব বিরোধীদের কি অক্সিজেন জোগাবে না ? এর প্রভাব ভোট বাক্সে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন: কারখানার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত জনজীবন, আন্দোলনে বন্ধ হল উৎপাদন