আসানসোল, 1 মার্চ : নতুন ভোটারদের বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দিতে এক অভিনব পরিকল্পনা নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, রাজ্যের মধ্যে প্রথম শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। নাম ‘বিতরণ’। আর এই বিতরণ অ্যাপের মাধ্যমেই নতুন ভোটারদের বাড়ি বাড়ি এপিক কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে ৷
পশ্চিম বর্ধমান জেলায় এবার প্রায় 1 লাখ 31 হাজার নতুন এপিক কার্ড বিতরণ করা হচ্ছে ৷ প্রত্যেকেই যাতে কার্ড হাতে পান এবং কার্ড বিতরণের ক্ষেত্রে যাতে কোথাও কোনও গাফিলতি না হয়, তা নিশ্চিত করতেই তৈরি হয়েছে এই নয়া অ্য়াপ ৷
আরও পড়ুন: ভুয়ো ভোটার ধরতে রাজ্য়ে আসছে বুথ অ্য়াপ
এই অ্যাপের মাধ্যমে এপিক কার্ড বিলিবণ্টন সংক্রান্ত সমস্ত তথ্য জেলা প্রশাসনের কাছে থাকবে ৷ বুথস্তরের আধিকারিক বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দিয়ে আসছেন। ভোটার কার্ড দেওয়ার সময় প্রত্যেকের ছবি তুলে ‘বিতরণ’ অ্যাপে আপলোড করা হচ্ছে। পাশাপাশি, কার্ডের সমস্ত তথ্যও অ্যাপে রাখতে হচ্ছে। ফলে জেলা প্রশাসনের কাছে সহজেই কার্ড বিলি করার খবর পৌঁছে যাচ্ছে।
অ্য়াপের মাধ্যমে পুরো প্রক্রিয়াটির উপর নজরদারি রাখতে পারছেন জেলা নির্বাচন আধিকারিকরা ৷ জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলাতেই এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে ৷