ETV Bharat / state

রাজ্য পুলিশের জালে ড্রাগ পাচারচক্র, কোটি টাকাসহ উদ্ধার গাঁজা

author img

By

Published : Jul 20, 2020, 3:46 PM IST

আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ । প্রচুর পরিমাণ গাঁজা-সহ নগদ এক কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ।

drug racket
drug racket

আসানসোল, 20 জুলাই : একটি বড়সড় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল আসানসোল ও দুর্গাপুরের পুলিশ । পাচারচক্রের সঙ্গে জড়িত 5 জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ এক কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 257.8 কেজি গাঁজা এবং এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে ।

এর আগে একইভাবে, গেদে (ভারত) থেকে দর্শনা (বাংলাদেশ) নিয়ে যাওয়ার পথে 18 জুলাই একটি মালগাড়িতে চেকিংয়ের সময় একটি ওয়াগন থেকে প্রায় 46.5 লাখ টাকার পাচারের জিনিস বাজেয়াপ্ত করে BSF (সীমান্ত রক্ষী বাহিনী) । অন্যদিকে, গতকাল পঞ্জাবের গুরুদাসপুর থেকে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে বয়ে যাওয়া রবি নদীর জলে হেরোইনের 60টি প্যাকেট বাজেয়াপ্ত করে BSF ।

আসানসোল, 20 জুলাই : একটি বড়সড় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল আসানসোল ও দুর্গাপুরের পুলিশ । পাচারচক্রের সঙ্গে জড়িত 5 জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ এক কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 257.8 কেজি গাঁজা এবং এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে ।

এর আগে একইভাবে, গেদে (ভারত) থেকে দর্শনা (বাংলাদেশ) নিয়ে যাওয়ার পথে 18 জুলাই একটি মালগাড়িতে চেকিংয়ের সময় একটি ওয়াগন থেকে প্রায় 46.5 লাখ টাকার পাচারের জিনিস বাজেয়াপ্ত করে BSF (সীমান্ত রক্ষী বাহিনী) । অন্যদিকে, গতকাল পঞ্জাবের গুরুদাসপুর থেকে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে বয়ে যাওয়া রবি নদীর জলে হেরোইনের 60টি প্যাকেট বাজেয়াপ্ত করে BSF ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.