ETV Bharat / state

Mamata-Governor: পুলিশ দিবসে পুলিশের রাজনীতিকরণ নিয়ে কটাক্ষ ধনকড়ের, জবাব মমতার

পুলিশ দিবসে পুলিশের রাজনীতিকরণ নিয়ে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)৷ পানাগড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পালটা জবাব দিয়ে বলেছেন, যাঁরা এ সব করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক ৷

West Bengal Governor Jagdeep Dhankhar's 'politicized police' tweet on police day, mamata banerjee reacts
পুলিশ দিবসে পুলিশের রাজনীতিকরণ নিয়ে কটাক্ষ ধনকড়ের, জবাব মমতার
author img

By

Published : Sep 1, 2021, 8:03 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: আবারও টুইট-বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এ বার পরোক্ষে ৷ তিনি বিঁধেছেন রাজ্য ও কলকাতা পুলিশকে ৷ পুলিশ দিবসে তিনি পরোক্ষে পুলিশের বিরুদ্ধে দলদাস হওয়ার অভিযোগ এনেছেন ৷ সরাসরি কিছু না-বলে কটাক্ষের সুরে বলেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ ৷" পানাগড় থেকে এই কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

বুধবার পুলিশ দিবস ৷ এই দিনে পুলিশদের প্রতি শুভেচ্ছা জানানোর টুইটে বাংলার পুলিশকে পরোক্ষে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লিখেছেন, "পুলিশ দিবসে আমি আশা করব যে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের উর্দিধারীরা আইন শৃঙ্খলা ধরে রাখবেন এবং মানবাধিকার যোদ্ধা হিসেবে কাজ করবেন ৷" একইসঙ্গে ধনকড় লিখেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে তা গণতন্ত্রের পক্ষে বিপদের এবং তার ফলে পুলিশ রাষ্ট্র তৈরির পরিস্থিতি তৈরি হয় ৷ গণতন্ত্রে আইন ও শৃঙ্খলা রক্ষায় মৌলিক বিষয়টিই হল নির্দলীয় অবস্থান ৷" এই কথা বলে রাজ্যপাল রাজ্য পুলিশকেই বিঁধতে চেয়েছেন বলে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

  • On Police Day I expect all in this uniform @WBPolice @KolkataPolice to uphold rule of law and act as ‘Human Rights Warriors’.

    A politicized police poses threat to democracy & leads to ‘police state’. Non partisan stance is fundamental for rule of law & blossoming of democracy.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: "ছোটবোন" মমতার অভিযোগ ওড়ালেন "দাদা" ধনকড়

কলকাতা ও রাজ্য পুলিশকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ পুলিশকর্মীরা যে শপথ নেন, তা ভুলে না যাওয়ার কথা লেখেন টুইটে ৷

  • A police officer takes an oath of allegiance to the Constitution of India, swearing to enforce the law strictly, without fear or favour.
    While wishing @KolkataPolice & @WBPolice on #PoliceDay, I would like to remind them of the oath they have taken, which they must not forget.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল ও শুভেন্দুর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে শাসক দল ৷ পানাগড় থেকে নাম-না করে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, "পুলিশকে কুর্নিশ জানাই ৷ অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছেন ৷ তাঁদের এটাই বলব, হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হয় ৷ তা নিয়ে পুরো বাহিনীকে বদনাম করা উচিত না ৷ যাঁরা এটা করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।"

আরও পড়ুন : হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার

পানাগড় শিল্পতালুকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি পলি ফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন । এই অনুষ্ঠানে পুলিশ দিবস পালিত হয় । মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার আগেই শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ৷ তিনি বলেন, "আমরা যেমন কন্যাশ্রী দিবসের স্রষ্টা, তেমনই আমরা দেশে প্রথম পুলিশ দিবস পালন করি । সাংবাদিক, পুলিশ, ডাক্তার ও রাজনৈতিক ব্যক্তিরা ছুটি পান না । দিনরাত কাজ করেন । আমি পুলিশদের এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের দিনে ।"

আরও পড়ুন: Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

  • On Police Day, I salute all members of our police force for their tireless service throughout these difficult times. Your relentless efforts towards serving and protecting the people of Bengal is cherished by all.

    Heartfelt gratitude to each and every member and their families.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালেই টুইট করে পুলিশ দিবসে রাজ্যের বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "কঠিন সময়ে অক্লান্ত ভাবে পরিষেবা দেওয়ার জন্য পুলিশ দিবসে আমার বাহিনীর সব সদস্যকে কুর্নিশ জানাই ৷ বাংলার মানুষের সেবা ও সুরক্ষায় আপনাদের নিরলস প্রচেষ্টা সবার দ্বারা প্রশংসিত ৷ প্রত্যেক কর্মী ও তাঁদের পরিবারকে হার্দিক শুভেচ্ছা ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে কল্পতরু মমতা

কলকাতা, 1 সেপ্টেম্বর: আবারও টুইট-বাণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এ বার পরোক্ষে ৷ তিনি বিঁধেছেন রাজ্য ও কলকাতা পুলিশকে ৷ পুলিশ দিবসে তিনি পরোক্ষে পুলিশের বিরুদ্ধে দলদাস হওয়ার অভিযোগ এনেছেন ৷ সরাসরি কিছু না-বলে কটাক্ষের সুরে বলেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ ৷" পানাগড় থেকে এই কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

বুধবার পুলিশ দিবস ৷ এই দিনে পুলিশদের প্রতি শুভেচ্ছা জানানোর টুইটে বাংলার পুলিশকে পরোক্ষে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লিখেছেন, "পুলিশ দিবসে আমি আশা করব যে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের উর্দিধারীরা আইন শৃঙ্খলা ধরে রাখবেন এবং মানবাধিকার যোদ্ধা হিসেবে কাজ করবেন ৷" একইসঙ্গে ধনকড় লিখেছেন, "পুলিশের রাজনীতিকরণ হলে তা গণতন্ত্রের পক্ষে বিপদের এবং তার ফলে পুলিশ রাষ্ট্র তৈরির পরিস্থিতি তৈরি হয় ৷ গণতন্ত্রে আইন ও শৃঙ্খলা রক্ষায় মৌলিক বিষয়টিই হল নির্দলীয় অবস্থান ৷" এই কথা বলে রাজ্যপাল রাজ্য পুলিশকেই বিঁধতে চেয়েছেন বলে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

  • On Police Day I expect all in this uniform @WBPolice @KolkataPolice to uphold rule of law and act as ‘Human Rights Warriors’.

    A politicized police poses threat to democracy & leads to ‘police state’. Non partisan stance is fundamental for rule of law & blossoming of democracy.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: "ছোটবোন" মমতার অভিযোগ ওড়ালেন "দাদা" ধনকড়

কলকাতা ও রাজ্য পুলিশকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ পুলিশকর্মীরা যে শপথ নেন, তা ভুলে না যাওয়ার কথা লেখেন টুইটে ৷

  • A police officer takes an oath of allegiance to the Constitution of India, swearing to enforce the law strictly, without fear or favour.
    While wishing @KolkataPolice & @WBPolice on #PoliceDay, I would like to remind them of the oath they have taken, which they must not forget.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল ও শুভেন্দুর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে শাসক দল ৷ পানাগড় থেকে নাম-না করে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, "পুলিশকে কুর্নিশ জানাই ৷ অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছেন ৷ তাঁদের এটাই বলব, হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হয় ৷ তা নিয়ে পুরো বাহিনীকে বদনাম করা উচিত না ৷ যাঁরা এটা করছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।"

আরও পড়ুন : হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার

পানাগড় শিল্পতালুকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি পলি ফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন । এই অনুষ্ঠানে পুলিশ দিবস পালিত হয় । মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার আগেই শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ৷ তিনি বলেন, "আমরা যেমন কন্যাশ্রী দিবসের স্রষ্টা, তেমনই আমরা দেশে প্রথম পুলিশ দিবস পালন করি । সাংবাদিক, পুলিশ, ডাক্তার ও রাজনৈতিক ব্যক্তিরা ছুটি পান না । দিনরাত কাজ করেন । আমি পুলিশদের এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের দিনে ।"

আরও পড়ুন: Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

  • On Police Day, I salute all members of our police force for their tireless service throughout these difficult times. Your relentless efforts towards serving and protecting the people of Bengal is cherished by all.

    Heartfelt gratitude to each and every member and their families.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালেই টুইট করে পুলিশ দিবসে রাজ্যের বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "কঠিন সময়ে অক্লান্ত ভাবে পরিষেবা দেওয়ার জন্য পুলিশ দিবসে আমার বাহিনীর সব সদস্যকে কুর্নিশ জানাই ৷ বাংলার মানুষের সেবা ও সুরক্ষায় আপনাদের নিরলস প্রচেষ্টা সবার দ্বারা প্রশংসিত ৷ প্রত্যেক কর্মী ও তাঁদের পরিবারকে হার্দিক শুভেচ্ছা ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে কল্পতরু মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.