ETV Bharat / state

West Bengal Fire Service: বহুতলে আগুন নেভাতে ড্রোনের ব্যবহার শীঘ্রই, জানালেন দমকল দফতরের ডিজি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:30 PM IST

শিল্প শহর দুর্গাপুরে 12 তলা থেকে 14 তলা পর্যন্ত বহুতল আবাসন রয়েছে ৷ কিন্তু দুর্গাপুরে দমকল দফতরের কাছে একটিও হাইড্রোলিক ল্যাডার নেই ৷ তবে খুব শীঘ্রই রাজ্য দমকল আগুন নেভাতে ড্রোন ব্যবহার করবে বলে জানালেন দমকলের উচ্চাধিকারিক ৷

ETV Bharat
বহুতল আবাসনে আগুন নেভাতে ড্রোনের ব্যবহার
বহুতলে আগুন নেভাতে এবার ড্রোন ব্যবহার করবে রাজ্য দমকল

দুর্গাপুর, 27 সেপ্টেম্বর: বহুতল আবাসনে আগুন নেভানোর জন্য শুধুমাত্র হাইড্রোলিক ল্যাডার ব্যবহার যথেষ্ট নয় ৷ এবার থেকে আগুন নেভাতে ড্রোন ব্যবহার করবে রাজ্যের দমকল বাহিনী ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে এই কথা জানালেন রাজ্য দমকল দফতরের ডিজি রণবীর কুমার ৷

কয়েকদিন আগেই দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এর জেরে কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায় ৷ পাশাপাশি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত বহু নথিপত্র-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নথিও পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকল দফতরের তরফে জানানো হয়েছিল, ঝাঁ চকচকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল না ৷ এমনকী এই কার্যালয়ে অগ্নি নির্বাপণের জন্য জলের কোনও রিজার্ভারও রাখা হয়নি ৷

এদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দমকল দফতরকেই দুষেছেন ৷ দুর্গাপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুক্রবার দমকল দফতরে আসেন ডিজি রণবীর কুমার ৷ শিল্প শহর দুর্গাপুরের চারপাশে এখন বহুতল আবাসন ৷ 12 তলা থেকে 14 তলা পর্যন্ত বহুতল আবাসন দুর্গাপুরে রয়েছে ৷ কিন্তু দুর্গাপুরে রাজ্য দমকল দফতরের কাছে বহুতল আবাসনে আগুন নেভানোর জন্য একটিও হাইড্রোলিক ল্যাডার নেই ৷

এই প্রসঙ্গে ডিজিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুধুমাত্র হাইড্রোলিক ল্যাডার থাকলেই যে আগুন নেভানো যায়, এটা ঠিক নয় ৷ বহুতল আবাসনের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাও ভালোভাবে দেখতে হবে ৷ পর্যাপ্ত জলের জোগান রাখতে হবে ৷ দমকলের আধুনিকীকরণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে রাজ্য দমকল বিভাগ ৷ জেলাতেও শীঘ্রই তা শুরু হবে ৷ রাজ্যের দমকলের উন্নততর পরিকাঠামোর জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷"

এবার থেকে তাই হাইড্রোলিক ল্যাডার নয়, বহুতলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভাতে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশাবাদী রাজ্যের দমকলের ডিজি রণবীর কুমার ৷ পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে, তিন তলা থেকে চারতলা পর্যন্ত আগুন নেভাতে কাজে লেগেছে এই ড্রোনগুলি ৷

দমকল দফতরের পক্ষ থেকে সেগুলি যাতে আরও উঁচুতে গিয়ে আগুন নেভানোর কাজ করতে পারে, সেই কথা ড্রোন উৎপাদনকারী সংস্থাগুলিকে বলা হয়েছে ৷ ডিজি আরও জানিয়েছেন, অনুমতি পেলেই দুর্গাপুরে হাইড্রোলিক ল্যাডারের স্টেশন করা হবে ৷ তিনি জানান প্রশিক্ষণপ্রাপ্ত দমকলের পর্যাপ্ত কর্মী রয়েছে ৷

আরও পড়ুন: হামসফর সুপারফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা

বহুতলে আগুন নেভাতে এবার ড্রোন ব্যবহার করবে রাজ্য দমকল

দুর্গাপুর, 27 সেপ্টেম্বর: বহুতল আবাসনে আগুন নেভানোর জন্য শুধুমাত্র হাইড্রোলিক ল্যাডার ব্যবহার যথেষ্ট নয় ৷ এবার থেকে আগুন নেভাতে ড্রোন ব্যবহার করবে রাজ্যের দমকল বাহিনী ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে এই কথা জানালেন রাজ্য দমকল দফতরের ডিজি রণবীর কুমার ৷

কয়েকদিন আগেই দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এর জেরে কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায় ৷ পাশাপাশি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত বহু নথিপত্র-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নথিও পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকল দফতরের তরফে জানানো হয়েছিল, ঝাঁ চকচকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল না ৷ এমনকী এই কার্যালয়ে অগ্নি নির্বাপণের জন্য জলের কোনও রিজার্ভারও রাখা হয়নি ৷

এদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দমকল দফতরকেই দুষেছেন ৷ দুর্গাপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুক্রবার দমকল দফতরে আসেন ডিজি রণবীর কুমার ৷ শিল্প শহর দুর্গাপুরের চারপাশে এখন বহুতল আবাসন ৷ 12 তলা থেকে 14 তলা পর্যন্ত বহুতল আবাসন দুর্গাপুরে রয়েছে ৷ কিন্তু দুর্গাপুরে রাজ্য দমকল দফতরের কাছে বহুতল আবাসনে আগুন নেভানোর জন্য একটিও হাইড্রোলিক ল্যাডার নেই ৷

এই প্রসঙ্গে ডিজিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুধুমাত্র হাইড্রোলিক ল্যাডার থাকলেই যে আগুন নেভানো যায়, এটা ঠিক নয় ৷ বহুতল আবাসনের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাও ভালোভাবে দেখতে হবে ৷ পর্যাপ্ত জলের জোগান রাখতে হবে ৷ দমকলের আধুনিকীকরণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে রাজ্য দমকল বিভাগ ৷ জেলাতেও শীঘ্রই তা শুরু হবে ৷ রাজ্যের দমকলের উন্নততর পরিকাঠামোর জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ৷"

এবার থেকে তাই হাইড্রোলিক ল্যাডার নয়, বহুতলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভাতে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশাবাদী রাজ্যের দমকলের ডিজি রণবীর কুমার ৷ পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে, তিন তলা থেকে চারতলা পর্যন্ত আগুন নেভাতে কাজে লেগেছে এই ড্রোনগুলি ৷

দমকল দফতরের পক্ষ থেকে সেগুলি যাতে আরও উঁচুতে গিয়ে আগুন নেভানোর কাজ করতে পারে, সেই কথা ড্রোন উৎপাদনকারী সংস্থাগুলিকে বলা হয়েছে ৷ ডিজি আরও জানিয়েছেন, অনুমতি পেলেই দুর্গাপুরে হাইড্রোলিক ল্যাডারের স্টেশন করা হবে ৷ তিনি জানান প্রশিক্ষণপ্রাপ্ত দমকলের পর্যাপ্ত কর্মী রয়েছে ৷

আরও পড়ুন: হামসফর সুপারফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.