দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি : "আপনার সুরক্ষা মাস্কে,সবার সুরক্ষা ভোটে" কিংবা "চলো ভোট দিতে যাই" ব্যানারে ছেয়ে গিয়েছে দুর্গাপুর আদালত চত্বর ৷ আবার কোনও পোস্টারে লেখা "সুবিধা আছে, বুথে যাব ভোট দিতে" ৷ আবার কোথাও জ্বলজ্বল করছে "যেখানেই থাকি, ভোট দিতে আসি" পোস্টার ৷
করোনা আবহে বিহারের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয়েছে বঙ্গে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন ৷ পাশাপাশি পোস্টারেও ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷
আরও পড়ুন:আদর্শ আচরণবিধি নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমানে
নির্বাচন ঘোষণার পরেই দুর্গাপুর মহকুমা আদালতের পাশে দেখা গেল বিভিন্ন ব্যানার ৷ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে নিত্যদিন আনাগোনা বহু মানুষের ৷ এই আকর্ষণীয় পোস্টারগুলি দেখে ভোটারদের উৎসাহ বাড়বে বলে আশাবাদী কমিশন। প্রত্যেক ভোটারদের মুখে মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার ছবিও দেওয়া হয় এই ব্যানারগুলিতে। নিজের ভোট নিজে দেবেন এমন প্রত্যাশা ও বিশ্বাস নিয়ে নির্বাচন কমিশন প্রচারের জন্য এই পথকেই বেছে নিয়েছে ।