ETV Bharat / state

চলো ভোট দিতে যাই ব্যানারে ছেয়েছে দুর্গাপুর আদালত চত্বর - DURGAPUR COURT PREMISES IS COVERED WITH POSTERS

করোনা আবহে ভোটারদের আকর্ষিত করতে দুর্গাপুর আদালত চত্বর ছেয়ে গেল বিভিন্ন পোস্টার ও ব্যানারে ৷ এই আকর্ষণীয় পোস্টারগুলি দেখে ভোটারদের উৎসাহ বাড়বে বলে আশাবাদী কমিশন।

সামনেই ভোট, তার আগে ব্যানারে ছেয়েছে দুর্গাপুর আদালত চত্বর
সামনেই ভোট, তার আগে ব্যানারে ছেয়েছে দুর্গাপুর আদালত চত্বর
author img

By

Published : Feb 28, 2021, 6:21 PM IST

দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি : "আপনার সুরক্ষা মাস্কে,সবার সুরক্ষা ভোটে" কিংবা "চলো ভোট দিতে যাই" ব্যানারে ছেয়ে গিয়েছে দুর্গাপুর আদালত চত্বর ৷ আবার কোনও পোস্টারে লেখা "সুবিধা আছে, বুথে যাব ভোট দিতে" ৷ আবার কোথাও জ্বলজ্বল করছে "যেখানেই থাকি, ভোট দিতে আসি" পোস্টার ৷

করোনা আবহে বিহারের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয়েছে বঙ্গে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন ৷ পাশাপাশি পোস্টারেও ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷

আরও পড়ুন:আদর্শ আচরণবিধি নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমানে

নির্বাচন ঘোষণার পরেই দুর্গাপুর মহকুমা আদালতের পাশে দেখা গেল বিভিন্ন ব্যানার ৷ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে নিত্যদিন আনাগোনা বহু মানুষের ৷ এই আকর্ষণীয় পোস্টারগুলি দেখে ভোটারদের উৎসাহ বাড়বে বলে আশাবাদী কমিশন। প্রত্যেক ভোটারদের মুখে মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার ছবিও দেওয়া হয় এই ব্যানারগুলিতে। নিজের ভোট নিজে দেবেন এমন প্রত্যাশা ও বিশ্বাস নিয়ে নির্বাচন কমিশন প্রচারের জন্য এই পথকেই বেছে নিয়েছে ।

দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি : "আপনার সুরক্ষা মাস্কে,সবার সুরক্ষা ভোটে" কিংবা "চলো ভোট দিতে যাই" ব্যানারে ছেয়ে গিয়েছে দুর্গাপুর আদালত চত্বর ৷ আবার কোনও পোস্টারে লেখা "সুবিধা আছে, বুথে যাব ভোট দিতে" ৷ আবার কোথাও জ্বলজ্বল করছে "যেখানেই থাকি, ভোট দিতে আসি" পোস্টার ৷

করোনা আবহে বিহারের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয়েছে বঙ্গে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন ৷ পাশাপাশি পোস্টারেও ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা ৷

আরও পড়ুন:আদর্শ আচরণবিধি নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমানে

নির্বাচন ঘোষণার পরেই দুর্গাপুর মহকুমা আদালতের পাশে দেখা গেল বিভিন্ন ব্যানার ৷ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে নিত্যদিন আনাগোনা বহু মানুষের ৷ এই আকর্ষণীয় পোস্টারগুলি দেখে ভোটারদের উৎসাহ বাড়বে বলে আশাবাদী কমিশন। প্রত্যেক ভোটারদের মুখে মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার ছবিও দেওয়া হয় এই ব্যানারগুলিতে। নিজের ভোট নিজে দেবেন এমন প্রত্যাশা ও বিশ্বাস নিয়ে নির্বাচন কমিশন প্রচারের জন্য এই পথকেই বেছে নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.