ETV Bharat / state

সায়নীর সাক্ষাতে জয় চাইলেন জেলা সভাপতি - apurba mukherjee

পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোল দক্ষিন কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ । সাক্ষাতে অপূর্ববাবু সায়নীকে দিলেন গোলাপ, চাইলেন জয় ।

trinamool district president wants victory from sayani ghosh
সায়নীর সাক্ষাতে জয় চাইলেন জেলা সভাপতি
author img

By

Published : Mar 7, 2021, 2:44 PM IST

দুর্গাপুর, 7 মার্চ : নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণে যাওয়ার আগে পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সায়নী ঘোষ । সায়নীকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে জয়ী হতে বললেন অপূর্ববাবু ৷ জবাবে সায়নীও বললেন, নিজের সেরাটা দেবেন ৷

প্রসঙ্গত, আসানসোল দক্ষিন কেন্দ্রের বিধায়ক তাপস বন্দোপধ্যায়কে রাণীগঞ্জের প্রার্থী করা হয়েছে ৷ সেই কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির । যা নিয়ে গতকাল ক্ষোভ দেখিয়েছেন শাসকদলের বেশ কিছু কর্মী সমর্থকেরা । সেই প্রেক্ষাপটে রবিবাসরীয় সকালেই নিজের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । তবে আসানসোলে যাওয়ার আগে দুর্গাপুরের ভিড়িঙ্গিতে মান্না দে সরনীতে পশ্চিম বর্ধমানের শাসকদলের সভাপতি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি ।

সায়নীর সাক্ষাতে জয় চাইলেন জেলা সভাপতি

আরও পড়ুন : বহিরাগত সায়নীকে চাই না, আসানসোলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

বেশ কিছুক্ষণ দলীয় কথাবার্তা হওয়ার পরে সায়নী ঘোষের হাতে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন অপুর্ব মুখোপাধ্যায় । বললেন, জয় চাই । জবাবে সায়নী ঘোষ বলেন আমি আপ্রাণ চেষ্টা করব । এরপর সায়নী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,"এত গ্রহণযোগ্যতা দেখে ভালো লাগছে । 2 মে জবাব দেব । খেলা হবে ।"

দুর্গাপুর, 7 মার্চ : নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণে যাওয়ার আগে পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সায়নী ঘোষ । সায়নীকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে জয়ী হতে বললেন অপূর্ববাবু ৷ জবাবে সায়নীও বললেন, নিজের সেরাটা দেবেন ৷

প্রসঙ্গত, আসানসোল দক্ষিন কেন্দ্রের বিধায়ক তাপস বন্দোপধ্যায়কে রাণীগঞ্জের প্রার্থী করা হয়েছে ৷ সেই কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির । যা নিয়ে গতকাল ক্ষোভ দেখিয়েছেন শাসকদলের বেশ কিছু কর্মী সমর্থকেরা । সেই প্রেক্ষাপটে রবিবাসরীয় সকালেই নিজের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । তবে আসানসোলে যাওয়ার আগে দুর্গাপুরের ভিড়িঙ্গিতে মান্না দে সরনীতে পশ্চিম বর্ধমানের শাসকদলের সভাপতি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি ।

সায়নীর সাক্ষাতে জয় চাইলেন জেলা সভাপতি

আরও পড়ুন : বহিরাগত সায়নীকে চাই না, আসানসোলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

বেশ কিছুক্ষণ দলীয় কথাবার্তা হওয়ার পরে সায়নী ঘোষের হাতে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন অপুর্ব মুখোপাধ্যায় । বললেন, জয় চাই । জবাবে সায়নী ঘোষ বলেন আমি আপ্রাণ চেষ্টা করব । এরপর সায়নী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,"এত গ্রহণযোগ্যতা দেখে ভালো লাগছে । 2 মে জবাব দেব । খেলা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.