ETV Bharat / state

সেন্ট্রাল ফোর্স যা বলবে আমরা তাই করব : মুনমুন সেন - bjp

"সেন্ট্রাল ফোর্স যা বলবে তা মানবে"। আজ জামুড়িয়ার কর্মীসভা থেকে একথা বলেন মুনমুন সেন।

মুনমুন সেন
author img

By

Published : Mar 20, 2019, 6:22 PM IST

Updated : Mar 20, 2019, 8:02 PM IST

জামুড়িয়া, ২০ মার্চ : "প্লিজ় তোমরা কেউ ঝগড়া করবে না। সেন্ট্রাল ফোর্স এলে যা বলে, তা মানবে। ওরা যখন আসবে তখন ঝগড়া করবেন না। ওরা এলে যেন শান্তি থাকে। আমরা সুন্দর ও শান্ত হয়ে কাজ করব। ওরা যা বলছে তাই করব।" আজ জামুড়িয়ার এক কর্মীসভায় একথা বলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "বাইরের এলাকা থেকে কেউ এসে যেন আমাদের বিরক্ত না করে, তা ওদের জানিয়ে দেবেন। আপনাদের নালিশ করতে কোনও অসুবিধা হবে না। কিন্তু আমরা কোনও ঝগড়া করব না। আমরা বদনাম করব না, গালাগালি করব না। কাউকে ছোটো করব না। তাদের ছোটো করা মানে আমাদের ছোটো করা। আমরা ওই মানুষদের আমাদের পাশে, তৃণমূলে নিয়ে আসব। তারা আজকে হয়তো ভাবছে খুব ভালো হবে। কিন্তু তৃণমূলই থেকে যাবে।"

মুনমুন সেন

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল নেতৃত্ব পক্ষপাতিত্বের ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

জামুড়িয়ায় আজ তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখার সময় দলের সাধারণ কর্মীদের মধ্যে হইহট্টগোল শুরু হয়। মুনমুন সেনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই মেজাজ হারান মুনমুন। প্রথমে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় শেষমেশ মঞ্চ থেকে নেমে যান তিনি।

জামুড়িয়া, ২০ মার্চ : "প্লিজ় তোমরা কেউ ঝগড়া করবে না। সেন্ট্রাল ফোর্স এলে যা বলে, তা মানবে। ওরা যখন আসবে তখন ঝগড়া করবেন না। ওরা এলে যেন শান্তি থাকে। আমরা সুন্দর ও শান্ত হয়ে কাজ করব। ওরা যা বলছে তাই করব।" আজ জামুড়িয়ার এক কর্মীসভায় একথা বলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "বাইরের এলাকা থেকে কেউ এসে যেন আমাদের বিরক্ত না করে, তা ওদের জানিয়ে দেবেন। আপনাদের নালিশ করতে কোনও অসুবিধা হবে না। কিন্তু আমরা কোনও ঝগড়া করব না। আমরা বদনাম করব না, গালাগালি করব না। কাউকে ছোটো করব না। তাদের ছোটো করা মানে আমাদের ছোটো করা। আমরা ওই মানুষদের আমাদের পাশে, তৃণমূলে নিয়ে আসব। তারা আজকে হয়তো ভাবছে খুব ভালো হবে। কিন্তু তৃণমূলই থেকে যাবে।"

মুনমুন সেন

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল নেতৃত্ব পক্ষপাতিত্বের ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

জামুড়িয়ায় আজ তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখার সময় দলের সাধারণ কর্মীদের মধ্যে হইহট্টগোল শুরু হয়। মুনমুন সেনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই মেজাজ হারান মুনমুন। প্রথমে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় শেষমেশ মঞ্চ থেকে নেমে যান তিনি।

Intro:প্লিজ তোমরা কেউ ঝগড়া করবেনা সেন্ট্রাল ফোর্স এলে । ওরা যা বলে তা মানবে , ওরা আসবে যখন তখন ঝগড়া করবে না । ওরা আসবে যখন তখন শান্তিতে থাকবে । ওরা যাই বলছে ! তাই করবে । কিন্তু আমরা ঝগড়া করবো না ! বললেন মুনমুন সেন ।


Body:ফের আজ জামুড়িয়ায় তৃণমূল কর্মী সম্মেলন । এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো জামুড়িয়ায় দু নম্বর ব্লকের এর আর, এন, কলোনিতে । এক কর্মী সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন । এই কর্মী সভা অনুষ্ঠানের মঞ্চ থেকে মুনমুন সেন , পশ্চিমবঙ্গের এক পুলিশকে দেখে বললেন । " প্লিজ তোমরা কেউ ঝগড়া করবেনা সেন্ট্রাল ফোর্স এলে । ওরা যা বলে তা মানবে , আসবে যখন তখন ঝগড়া করবে না । ওরা আসবে যখন তখন শান্তিতেই থাকবে । ওরা যাই বলছে ! তাই করবে । মুনমুন সেনের এই বক্তব্য শুনে কর্মী সভায় আসা সাধারণ কর্মী রা স্তম্ভিত হয়ে পড়ে ।


Conclusion:কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল নেতৃত্ব যখন লুটপাট বা পক্ষপাতিত্বের অভিযোগ আনছে । ঠিক সেই সময় তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন জামুড়িয়ায় সেই কেন্দ্রীয় বাহিনী কে দরাজ সার্টিফিকেট দিলেন । ফলে জামুড়িয়ার কর্মী সম্মেলন অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী অসস্তি বাড়ালো তৃণমূলের নেতৃত্বে ।
Last Updated : Mar 20, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.